-
ফান্ডামেন্টাল এনালাইসিস হলো এই ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ট্রেডার এই এনালাইসিস সঠিকভাবে করতে পারে সে ট্রেডার এই মার্কেট হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারে। কারণ এই ব্যবসার মুভমেন্ট সম্পূর্ণ নির্ভর করে ফা্ন্ডামেন্টাল এর উপর। আপনি দেখে থাকবেন যখন কোন বড় ধরনের নিউজ পাবলিশ হয় তখন মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে থাকে। আর ফান্ডামেন্টাল এনালাইজাররা ঐসময়টাতে এই মার্কেট হতে সফলভাবে ভাল মুনাফা উপার্জন করে থাকে।
-
আমার প্রিয় বন্ধু হ্যাপি উইকএন্ডে আপনি কেমন আছেন আশা করি আপনি ভাল থাকবেন এবং সাধারণ পড়া উপভোগ করবেন তাই আমার প্রিয় বন্ধুটি আমি আপনার আড্ডা দেখেছি আমি সত্যিই আপনার ভাল বিশ্লেষণের জন্য অনুপ্রাণিত হয়েছি জিবিপি জেপিওয়াই কেন মুদ্রা জুটি কেন যাচ্ছে না এবং আপনি বলছেন খুব ঠিক তাই আমার প্রিয় বন্ধুটি আমি আপনার সাথে একমত হয়েছি কারণ আপনি পোস্ট হওয়ায় খুব ই অনন্য ঠিক আছে সহায়ক জ্ঞান সম্পূর্ণ এবং চিত্তাকর্ষক তাই আমার প্রিয় বন্ধু আমি সত্যিই আমি আপনাকে একমত বলেছি আপনি আমার জ্ঞানের উন্নতি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার দক্ষতা
-
ট্রেড করার পূর্বে সেই দেশের কারেনসি ভ্যালু কি অবস্থায় আছে তা আমাদের জানা উচিত। কারন ফান্ডামেন্টাল নিউজ এর কারনে মার্কেট বড় ধরনের মুভ করে থাকে। আর শুধু টেকনিক্যাল দেখে ট্রেড করলেই লাভবান হওয়া যায় না। সেই দেশের অর্থনৈতিক কি অবস্থা আছে তা জানা জরুরি।
-
ভাই আপনি ঠিকই বলেছেন।কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতির বিবেচনায় যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিউজ বা রিপোর্ট অধিকাংশ সময়ই মার্কেটে ভালো ইফেক্ট তৈরী করেরে। তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে সবকিছু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে।
-
ফরেক্স মার্কেট হলো একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে । এই ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস পদ্ধতি বলতে এটাই বোঝাই,, তা হলো একটি দেশের অর্থনৈতি,,, রাজনৈতিক এবং সামাজিক অবস্থার প্রেক্ষিতে ঐ দেশের কারেন্সি বা মুদ্রার যে পরিবর্তন ঘটে,,, সেই পরিবর্তনকে যে উপায়ের মাধ্যমে বিশ্লেষণ করা হয় বা যে উপায়ের মাধ্যমে বের করা হয়ে থাকে সেই উপায়কে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়ে থাকে,,,,ধন্যবাদ ।
-
নিউজের ফলাফল অনেক সময় পরিবর্তন হয়ে যায়, কারন অনুসন্ধানে হয়তো দেখা যাবে নিউজটি রিলিজ হওয়ার পর অন্যকোন কারেন্সির আরেকটি নিউজ রিলিজ হয়েছে। যার ফলাফল আগের নিউজের উপর প্রভাব ফেলছে ,এবং এজন্য এর অন্যদিকে মোর নিয়েছে
-
ফান্ডামেন্টাল এনালাইসিস লন্ডন সেশনে খুব ভাল কাজ করে।আমরা সাধারন এনালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস করে মার্কেট ফিল্টার করতে পারি।এছাড়া টেকনিকেল স্ট্রাটেজিও ব্যবহার করতে পারি।আর ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে আমরা অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করতে পারি।আর কোন দেশের অর্থনৈতিক অবস্থা আমরা এ পদ্ধতিতে জানতে পারি।
-
ফরেক্স ট্রেডিং এ সফলতা লাভ করতে হলে ফান্ডামেন্টাল এনাালাইসিস এর গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি । ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধম্যে ফরেক্স মার্কেট এর বিভিন্ন মুভমেন্ট সম্পর্কে একটি ধারনা লাভ করা যায় এবং টেকনিক্যাল এনালাইসিস দ্বারা সেই সব মুভমেন্ট সম্পরের্কে নিশ্চিত হওয়া যায় ।
-
সহজ করে বলতে গেলে কোন দেশের অর্থনৈতিক বিষয় বস্তু অনুধাবন করে সেই দেশের কারেন্সি পরিবর্তন এর বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হল ফান্ডামেন্টাল আনালিসিস । গুরুত্ব পুর্ন একটা সিস্টেস হল ফান্ডমেন্টাল এনালাইজ আর ফান্ডামেন্টাল এনালাইজ হল একটা এদশের রাজনৈতিক, সামাজিক পারিপার্শিক ইত্যাদি অবস্থার ভিত্তিতে উক্তদেশের অর্থৈনৈতিক আবস্থাকে বিবেচনা করার ব্যবস্থা তাই ফরেক্স ট্রেডিংয়ে সফলতা পাবার জন্য ফান্ডামেন্টাল এনালাইজ গুরুত্বপুর্ন ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিসটা হচ্ছে যে পেয়ারে ট্রেড করতে চাচ্ছেন ঐ পেয়ারটির সম্পর্কে জানার জন্য ঐ দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং প্রাকৃতিক পরিস্থিতি সম্পর্কে জানতে হবে পাশাপাশি তার বিপরীত পেয়ারের সম্পর্কে আপনাকে গভীরভাবে জ্ঞান অনুধাবন করতে হবে আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে একটু দক্ষতার সাথে এনালাইসিস করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন কারণ ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।