-
যে কোন ব্যবসায় লাভ বা লস থাকবেই তবে আপনি ব্যবসায় লস করবেন তার সুনিদ্দিষ্টকিছু কারন থাকে ঠিক সেরকম ফরেক্স ট্রেডেও কিছু কারনের ফলে আমরা লস করে থাকি যেমন ফরেক্স সম্পর্কে ভাল করে না জানা
অতিরিক্ত লোভ, আপনি যখন মার্কেটে প্রবেশ করবেন তখন ভাল করে অ্যনালাইসিস না করেই মার্কেটে প্রবেশ করা ইত্যাদি।।।
-
ফরেক্স মার্কেটে আমরা বেশির ভাগ ফরেক্স ট্রেডার আছি যারা সব সময় লস করে একাউন্ট জিরো করে ফেলি তাদের জন্য ফরেক্স ভাল করে শিখতে হবে,বেশির ভাগ ফরেক্স ট্রেডার মার্কেটের বিপরিতে ট্রেড করার জন্য অনেক লস করে ফেলে আমি তাদের জন্য বলি ফরেক্স মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেডিং করতে পারলে অনেক ভাল হবে।
-
ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা।। ফরেক্স লস করার অনেক কারন রয়েছে। আমরা অনেকেই ফরেক্সে লস করার কারন গুলো জানি তারপর ও আমরা কেন ফরেক্সে বারবার লস করি।।। আমি বলব,, আমাদের অভিজ্ঞতার অভাব আছে।। আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা আবেগ টাকে কনত্রল করতে পারি না বলেই আমরা বার বার লস করি।।।
-
ফরেক্স এ লসের কারন না শিখেই দুত রিয়াল ট্রেডে আসা। একটু লস হলেই ধৈর্য হারা হয়ে ট্রেড ক্লজ করে দেয়া। অনেকে অতিরিক্ত লোভ করে যার কারনে ফরক্সে এ লস হয়।ফরেক্সে লস হওয়ার বিশেষ করণ সমূহ হল অদক্ষতা এবং আবেগ।
-
আমি মনে করি কোন কাজ না জেনে বা নাবুঝে কাজ করলে আপনি নিস্চিত লস করবেন। কারন আপনি যদি সেই কাজটিকে না জানেন তা হলে আপনি কি ভাবে কাজ করবেন আপনি যানতে পারবেন না। আপনি কি করছেন কিছুই বুঝতে পারবেন না।সে রকমি হচ্ছে ফরেক্স কারন আপনি যদি না জেনে কাজ করেন ফরেক্স এ তাহলে তো লস করবেনই তাই আপনাকে আগে ফরেক্স সম্পরকে জানতে হবে তার পর কাজ করতে হবেহবে।আর বেশির ভাগ লোক লোস করে এটার জন্যই।
-
ফরেক্স মার্কেটে এক একজন একএক কারনে লস করে। তবে বেশিরভাগ ট্রেডার লোভের কারনে লস করে। আর বেশিরভাগ বিগেনার ফরেক্স ভালকরে না শিখে ট্রেড করে ফলে লস করে। আমাদের লসের কারনগুলো ভালকরে জেনে ট্রেড করা উচিত।
-
ফরেক্স এ লস এর কারণ হল না বুজে ট্রেড করা, মার্কেট আনাল্যসিস না করা, লোভ করলে ।
-
ফরেক্স এ লসের কারন অনেক। এর মধ্যে প্রধান করান হলো লোভ, লোভের কারনেই প্রায় ৮০% ফরেক্স ট্রেডার ফরেক্স এ লস করে। তাই সব ট্রেডারদের উচিৎ লোভ পরিহার করা। আর তার পর হলো লসের কারন হলো এনালাইসিস না করেই ফরেক্স ট্রেড করা। এনালাইসিস না করে ফরেক্স ট্রেড অপেন না করলে বেশিভাগ ফরেক্স ট্রেডাই লস করে। তাছাড়া ওভার ট্রেড করলে ফরেক্স এ লস হওয়া সম্ভবনা থাকে।
-
আমি মনে করি ফরেক্সে লসের প্রধান কারণ হল লোভ এবং অদক্ষতা। ফরেক্স সম্পর্কে দক্ষতা না থাকলে শুধু লসের মুখ দেখা যায়। আবার ট্রেডিং এর সময় বেশি লোভ আপনাকে লসে ফেলতে পারে। কাজেই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ হতে হবে আর লোভ পরিহার করতে হবে।
-
ফরেক্স এ লসের কারণগুলো পর্যালোচনা করতে গেলে অনেকগুলো কারণ এর জন্য দায়ী.যেমন ডেমো ট্রেড না করে রিয়েল তার্দিং শুরু করা,আন্দাজে বা ভাগ্যের উপর নির্ভর হয়ে ট্রেড করা.মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা,মানি ম্যানেজমেন্ট না ট্রেডিং করা.লোভ করা,ইমোশনাল হয়ে পরা.এইসব কারণ ফরেক্স এ লস করার যথেষ্ট.