-
আমি মনে করি আপনি এই মার্কেটে লস না করলে এই ব্যবসার আগা গোড়া কিছুই বুঝতে পারবেন না বরং লসের মাধ্যমেই ফরেক্স ব্যবসার সকল ধরনের কৌশলগত দিকগুলো আপনার চোখের সামনে ধরা পড়বে। আর সেই ভুলগুলো যদি আপনি ক্রমানুসারে সঠিকপথে নিয়ে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই ধীরে ধীরে এক সময় ফরেক্স ব্যবসা হতে লসের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারবেন এমনটা আমার বিশ্বাস। তবে কি কি *ভুলের কারণে আপনার কোন ট্রেড লসে চলে যাচ্ছে সেগুলো সঠিকভাবে কারণগুলো খোজে বের করতে হবে। আর ভুলের মাধ্যমেই ক্রমানয়ে ধীরে ধীরে এই মার্কেটে আপনি একসময় অভিজ্ঞ হয়ে উঠবেন আর তখন লস কিছুটা হলে কমিয়ে নিয়ে আসতে পারবেন।
-
আমি যখন ফরেক্স মার্কেটে লস করি তখন আমি ট্রেড থেকে বিরত থাকি আবার পরের দিনের জন্য তৈরি হই । তারপর নতুন করে Trade করা শুরু করি।
তারপর সেই লসকে লাভে পরিনত করি।
-
আপনি একদমই ঠিক কথা বলেছেন যে ফরেক্সে ট্রেডিংয়ে ঠিকে থাকাই সবছেয়ে কঠিন একটা কাজ তাই যদি কোন কারনে আপনার বড় রকম লস হয়ে থাকে তবে তা পুরনের জন্য কোন বাড়তি রিস্ক বা তাড়াুহুড়ো করে কোন পদক্ষেপ নিবেন না কারন হিতে বিপরীদ হলে আপনি ইক্যুইটি হারাবেন ধর্ষ্য ধরুন মার্কেট আপনাকে সুযোগ দিবে।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করে টিকে থাকাটাই সবচেয়ে কঠিন ব্যাপার, লস তো দূরের কথা। আগে আপনাকে এই মার্কেটে টিকে থেকে ট্রেডিং কৌশলগুলো শিখতে হবে। আর এজন্য আমি মনে করি ডেমো ট্রেড দ্বারা আপনাকে ট্রেডিং কৌশল শিখতে হবে। তারপর ডেমো ট্রেডে যদি কোন ট্রেডে লস করেন তার কারণগুলো খোজে বের করার চেষ্টা করুন। যখন আপনি ধীরে ধীরে উক্ত কারণগুলো খোজে বের করতে পারবেন তখন হয়তো বা ধীরে ধীরে লসগুলো কমিয়ে আনা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।
-
ফরেক্সে দক্ষতা ছাড়া ট্রেডিং করে লাভ করা সম্ভব না। যদি কুন সময় আমি লস করি। আমি কি কারণে লস করলাম তা খুজে বের করব এবং পরবর্তিতে সেই ভূল যাতে আর না হয় সেদিকে লক্ষ রাখব। লস করে মাথা খারাপ করার দরকার নাই।
-
আমি যখন ট্রেড এ লস করি তখন আর আমি কোন নতুন ট্রেড নেই না আমি তখন এনলাইসিস করতে থাকি যে, লস কেন হল এবং সে ব্যপারে ভাল ভাবে জেনে নেই। আর এমনিতেও আমি নতুন ট্রেডার আমি ম্যানেজমেন্ট করার চেষ্টা করি সবসময়। স্টপলস টেক প্রফিট করে থাকি সুতরাং লসটা আমি আগে থেকেই নির্ধারন করে রাখি। সে কারনে আমি এত দু:শ্চিন্তা করি না লস নিয়ে বরং আমি চেস্টা পরবর্তী ট্রেডটি কিভাবে ভাল কিছু করা যায়। আমি সব সময় ডেমো ট্রেড করি এবং যখন ভাল কোন সিগন্যাল পাই তখন আমি সেটা রিয়েল ট্রেড এ প্রয়োগ করি।
-
ফরেক্স এ কাজ করতে গেলে লস তো হবেই কিন্তু ভুল থেকে তো আমারা নতুন কিছু শিখতে পারি কি করনে আমার আজকে লস হল তার একটা চ্যাট করে পরবতীতে আমারা নিজেকে সুধরে নিতে পারি।কিন্তু লসের সময় আমারা অনেকেই খুব বেশি হতাস হয়ে যাই।কিছু কিছু কারনে কিংবা আমার ই বেশি লোভের আশাই হয়ত আমি লস করেছি তাই নিজেকে নিয়ে একটু আপসোস হওয়াটা স্বাভাবিক।তবে পরবতী ট্রেড এর জন্য মন কে শান্ত করে আমাদের এগিয়ে যেতে হবে।
-
এটা স্বাভাবিক যে আমরা যখন ফরেক্স মার্কেটে আমাদের ট্রেডিং এর বেলায় লসের কবলে পরি তখন আমাদের একটু খারাপ লাগে। হ্যাঁ, আমদের এও মনে রাখা দরকার যে লাভ আর লস উভয়টা নিয়েই কিন্তু এই ফরেক্স মার্কেট । আমি মনে করি , যখন আমরা লসে শিকার হব তখন আমাদের ধৈর্য হারা না হয়ে বরং ভুল টা দেখে নিতে হবে এবং তা থেকে শিখতে হবে । কেন না ভুলা না করলে শেখা যায় না ।
-
লাভ লস নিয়েই ব্যবসা আর ফরেক্স মার্কেট এ লাভ লইস সব সময় থাকে ফ০রেক্স মার্কেটে যখন লস করব তখন মাথা ঠাণ্ডা রাখবো কারন ফরেক্স হল নিখুদ কাজ এতে মাথা গরম করলেই লসের পরিমান আরও বেড়ে যাবে
-
লস হলে সবারই খারাপ লাগে। আর ফরেক্স এ লস হবেই এবং লস করার মাধ্যেই শিখতে হয়। তাই লস করতে হবে এবং এটা থেকে শিখতে হবে তাহলে আপনি দিনে দিনে পরিপক্ক হতে থাকবেন। আর যত ভূল করবেন এবং সংশোধন করবেন তত বেশী অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তাই আমাদের প্র্যাকটিস করে যেতে হবে এবং আমাদের লস থেকে শিখতে হবে।