-
ফরেক্স থেকে সফলতা পাবার জন্য ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা থাকা দরকার। অল্প জ্ঞান আর অভিজ্ঞতা নিয়ে ফরেক্স মার্কেট থেকে সফলতা পাওয়া সম্ভব না। তবে অনেকেই আছে যারা ফরেক্স থেকে শুধু আয় করতে চাই, ফরেক্স শিখতে চাই না। ফলে তারা সবসময় লস করে। আমি অনেক ভালো ট্রেডার দেখেছি যারা ফরেক্স থেকে নিয়মিত আয় করে। তারপরেও তারা বলে ফরেক্স সম্পর্কে আরো ভালো ভাবে শিখতে হবে। তাই ফরেক্স মার্কেটে সফলতা পাবার জন্য ভালো জ্ঞান আর অভিজ্ঞতা খুব দরকার।
-
যে কোন কিছু করার আগে তার সম্পর্কে জানা উচিৎ ।কোন বিসয়ে আল্প করে জেনে কোন কিছু করা উচিত নয় তাই আমি বলতে পারি যে আল্প করে ট্রেড সিখে ট্রেড করা উচিত নয় তাতে অনেক ঝুকি থাকে ।আর একটা কথা আছে যে আল্প বিদ্যা ভয়ংকর ।
-
অল্প বিদ্যা ভয়ংকর বলে একতা প্রবাদ আছে যেটা আমাদের জীবনের প্রতিটা পদেই সত্য। আমরা অল্প বিদ্যা অর্জন করেই নিজেকে মুই কি হনুরে ভাবা শুরু করে দেই। এর ফলও পাই হাতেনাতে। ফরেক্সে অল্প বিদ্যা কাজে লাগাতে গেলে তার ফল পাওয়া যাবেই, সে বিপদে পড়বেই। আমাদের উচিত ফরেক্সে এসে অল্প বিদ্যা জাহিরি না করে বিদ্যা টাকে আরো বাড়ানো যায় কিভাবে সেদিকে নজর দেয়া।
-
ফরেক্স মার্কেট ভয়ংকর হচ্ছে ফরেক্স ভাল ভাবে না সিখে ফরেক্স মার্কেটে ট্রাড শুরু করা। ফরেক্স মার্কেটে তিকে থাকতে হলে ফরেক্স সিখার বিকল্প নাই । ফরেক্স মার্কেটে ভাল করা তে হলে আপনাকে কঠোর পরিস্রমি হতে হবে ।
ফরেক্স মার্কেট নিয়মিত আনাল্যসিস করতে হবে । নিয়মিত ফরেক্স মার্কেট অনুশিলন করতে হবে । ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে হবে । ফরেক্স লোভ করা যাবে না লোভ আপনাকে ধংস করে দিবে ।
-
যেকোন কাজ করার অাগে ভাল ভবে জানা উচিত।অল্প জেনে কোন কাজের ফলাফল কোনদিন ভাল হয় না।অল্প বিদ্যয় ভয়ংকরী যদি ও কথাটি সত্য।ট্রেড করার আগে ভাল ভাবে জেনে অ্যনালাইসিস করতে হবে।তা না হলে লস করার সম্ভবনা থাকে।
-
ফরেক্স মাকে'টে একটু শিখেই আমরা মনে করি অনেক বেশি শিখে ফেলেছি আর সেই শেখাটা হল বিপদজনক।আসলে ফরেক্সমামাকে'টে শেখার কোন শেষ নাই জানার কোন শেষ নাই যে যতবেশীপ্রাকটিস করবে ফরেক্স মাকে'টে সে তত বেশী উন্নতি করতে পারবে। এবং সে ধারাবাহিক ভাবে মোটামুটি একটা প্রফিট করতে পারবে বলে আমি মনে করি।
-
প্রতিটি ব্যবসা করার আগে সেই ব্যবসা সম্পর্কে ভাল ভাবে জানতে হয় আর ফরেক্স ব্যবসা বিশ্বের সব চেয়ে বড় ব্যবসা তাই এই ব্যবসা করতে হবে আপনার অনেক কিছু জানতে হবে ও শিখতে হবে ফরেক্স সম্পর্কে। ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসার সম্পর্কে আপনি যদি একটু শিখেন তাহলে ফরেক্স ব্যবসার কিছুই বুঝতে পারবেন না আর এর ফলে আপনি অনেক বিপদে পরবেন বার বার লস করবেন কোন লাভ করতে পারবেন না। তাই আমাদের সবার উচিত ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে অনেক কিছু শিখে অনেক অভিজ্ঞতা অর্জন করে তারপর ফরেক্স ব্যবসা করা।
-
একটু শেখার বিপদজনক দিক অনেক বেশি এখানে সবসময় জনার মানসিকতা থাকতে হবে কারন জানার মানসিকতা না থাকলে এই মার্কেটে সফল হওয়ার সম্ভবনা খুবকম
-
অল্প বিদ্যা ভয়ংকর এটা সবাই জানে । আপনি অল্প জেনেই ফরেক্স শুরু কবেন না। লস করবেন অতঃপর ফরেক্স সম্পর্কে নিজের মধ্যে খারাপ ধারনা তৈরী হবে, যা অন্যের মধ্যে ছড়াতে থাকবেন। আপনি অল্প জেনে কাজ শুরু করলেন অনেক টাকা ইনভেস্ট করলেন কিন্তু কোন কাজ করতে পারলেন না বা মানে ট্রেড করতে পারলেন না। তাহলে খুব অল্প সময় এ আপনার আকাউন্ত জিরো হয়ে যাবে।
-
একটু শেখার বিপজ্জক জিনিস হচ্ছে- আপনি ট্রেড শুরু করবেন এবং লসে পরবেন । যে কোন কাজ অভিজ্ঞতা ভাল না থাকলে ভাল করা যায় না ।তাই কথাই আছে অল্প শিক্ষা ভয়ংকর ।আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেক অনেক জ্ঞান থাকার দরকার আছে ।তা না হলে ফরেক্সে টিকে থাকা খুব কস্থসাদ্ধ ব্যাপার ।