ফরেক্সে ট্রেডিং করে খুব সহজেই লাভবান হওয়া যায়। কিন্তু সবাই তা পারেনা। বিশেষ করে ট্রেডিং এর সময় যার মদ্ধে আবেগ কাজ করবে সে কখনই ফরেক্স থেকে উন্নতি করতে পারবেনা। তাই ফরেক্সে ট্রেডিং করে উন্নতি করতে চাইলে আবেগকে দূরে রাখুন। ধন্যবাদ
Printable View
ফরেক্সে ট্রেডিং করে খুব সহজেই লাভবান হওয়া যায়। কিন্তু সবাই তা পারেনা। বিশেষ করে ট্রেডিং এর সময় যার মদ্ধে আবেগ কাজ করবে সে কখনই ফরেক্স থেকে উন্নতি করতে পারবেনা। তাই ফরেক্সে ট্রেডিং করে উন্নতি করতে চাইলে আবেগকে দূরে রাখুন। ধন্যবাদ
আবেগ দিয়ে কখনো ব্যবসা চলেনা।ঠিক বুদ্ধি ভালো এনালাইসিস সঠিক কৌশল দিয়ে ফরেক্স করতে হয় ৷
যে কোন ব্যবসায় আবেগের কোন ভূমিকা নেই। ফরেক্স মার্কেটে আবেগ আপনাকে ভিক্ষারি করে দেবে । আবেগ নিয়ন্ত্রন করে কঠিন ধৈর্য নিয়ে মার্কেট এনালাইসিস করার মাধ্যেমে আপনাকে ট্রেড করতে হবে। আবেগ নিয়ে মার্কেট এনালাইসিস করা যায়না । বিভিন্ন চার্ট পরিক্ষা নিরিক্ষা করে ট্রেড করলে ট্রেড করার মাধ্যমে লাভ করা যায় খুব সহজে। এর জন্য আবেগ নয় সুচত্বুর (চালাক ) হওয়া প্রয়োজন ।
আবেগ মানে নিজের মনের রাগকে বোঝায়।ধরুন আপনি একটা ট্রেড ওপেন করলেন।আপনি সবরকম অ্যানালাইসিস করে ট্রেড ধরে খুব আশাবাদী হয়েছেন যে লাভ হবে।কিন্তু হলো উল্টা। লস হয়ে গেল। আর তখন আপনি আবেগি হয়ে পরবেন মানে রেগে জাবেন। আর তখনই চিন্তা করবেন এখনই আমি দ্বিগুন লাভ করবো।এ লক্ষ্যে আবার দ্বিগুন লটে ট্রেড নিলেন এবং এবার যেহেতু আবেগে ট্রেড নিয়েছেন সেহেতু বেশি অ্যানালাইসিস করেন নি।ফলে সভাবতই আরো লস হবে।এভাবে ফরেক্সে আবেগপ্রবনতা ক্ষতির কারন হয়ে দাড়ায়।
ফরেক্সে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করে কাজ করতে হয় । বিভিন্ন সাইড আনাল্যসিস করে ট্রেডিং করতে হয় । ফরেক্সে আসার আগে অনেক দিন ধরে ফররেক্স নিয়ে গবেষণা করতে হয় । অভিজ্ঞতা অর্জন করতে বেশ পরিশ্রম হয় । আর যে কাজ কে ভালবাসা যায় তার জন্য কস্ট করা যায় । ভালবাসার ভেতর আবেগ ত থাকবেই আবেগকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে । না হলে ফরেক্সে সফল হওয়া কষ্টকর ।
হ্যা ফরেক্স যদি আপনি আবেগ দিয়ে করেন তাহলে আপনিকে অবশ্যই ফরেক্স ফকুর করে দিবে কারন ফরেক্স এ আবেগ ব্যাপারটি চলে না তাই আপনি ফরেক্স এ দক্ষতার সাথে করুন এবং ধর্য্যের সাথে ফরেক্স করুন তাহ।লে আপনি ফরেক্স এ লাভবান হতে পারবেন বলে আমি মনে করি। তাই ফরেক্স এ আবেগ দিয়ে না করে আপনি আপনার দক্ষতা ও সহকারী দিয়ে করবেন।
মানুষের মন আবেগ প্রবণ সেটা খুব ই স্বাভাবিক কিন্তু সব জায়গায় আবেগ কে প্রশ্রয় দেওয়া যায় না এতে হিতে বিপরীত হতে পারে । ফরেক্স তেরেয়াদ মারকেত এর খেত্রে ও একি কথা। এখানে ত্রাদ করলে বুজে শুনে অনেক কিছু এনালাইসিস করতে হয়। আবেগের বসবরতী হয়ে বেশি প্রফিত এর আশায় ত্রাদ করলে দেখা যাবে যে এমন লস হল যার থেকে ঘুরে দাঁড়ানো অনেক কষ্টের হবে। তাই এখানে আবেগের কন স্থান নাই।
ইমসন কন্ট্রোল করতে হবে। ফরেক্সে ট্রেড করতে গেলে আপনাকে ইমসন বাদ দিতে হবে। ফরেক্সে তারাই লস করে যাদের কিনা ইমসন থাকে। তাই যতটুকু সম্ভব এটি এড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ
আসলেই ফরেক্সে আবেগ আপনাকে ধংস করে দেবে। মানব জীবনে আবেগ অবশ্যই থাকবে কিন্তু সেই আবেগ কে ব্যবহার করা যাবেনা।
ফরেক্স মার্কেটে আবেগর জন্য অনেক ট্রেডার লস করে থাকে। তাই আবেগের বসভুত হয়ে ফরেক্স ট্রেড না করাই ভাল। আবেগকে আপনার কন্ট্রল করতে হবে না হলে আবেগ আপনাকে ধংস করে দিতে পারে।
ফরেক্স এ সফল হতে হলে অবশ্যই আপনাকে আবেগ কন্ট্রোল করতে হবে। না হলে আপনি কখনো সফল হতে পারবেন না। কারন সব বিজনেস এ লাভ লস আছে। তাই ফরেক্সে লাভ লস আছে। আপনার লস হলে আপনি আবেগ এর কারনে উলটা পাল্টা ট্রেড নিলেন তখন আপনি আবার লস করবেন। তাই ফরেক্স এ সফল হতে চাইলে আবেগ কন্ট্রোল করুন। তাহলে আপনি প্রফিট করতে পারবেন।