-
ফরেক্স-এ ভাল ট্রেডার না হওয়ার অনেক লক্ষন আছে যথা- আপনি ফরেক্স সর্ম্পকে না জেনে ট্রেড করলে। ফরেক্স শিখে ড্রেমো একাউন্টে দিয়ে ট্রেড না করে রিয়ের ট্রেড শুরু করা।মানিম্যানেজমেন্ট-এর প্রতি লক্ষ না করে ট্রেড করা।অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা। মোট কথা যতক্ষন পর্যন্ত আপনি ভাল ফরেক্স ট্রেডার না হতে পারবেন ততক্ষন পর্যন্ত আপনি ভাল ট্রেডার হতে পারবেন না। ভাল ট্রেডার হতে হলে আপনাকে প্রচুর শ্রম দিতে হবে ফরেক্স ট্রেড শিখার জন্য।
-
একজন সফল বা ভালো ট্রেডার যা যা করেন সে গুলো না মেনে ট্রেড করাই খারাপ ট্রেডারের লক্ষন। মানি ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে হবে সর্বাধিক। কোন সময়ই ২% এর চেয়ে বড় লটে ট্রেড ওপেন করা যাবে না। সবসময় এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে। স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করতে হবে। ইমোশনাল হওয়া যাবে না।
-
যারা ভালো ট্রেডার তারা অনেক নিয়ম কানুন মেনে চলেন। কারন তারা নিয়ম মেনে চলেন বিধায় তারা ভালো ট্রেডার। যেমন ওভার ট্রেড করলে কোন দিন ভালো ট্রেডার হওয়া সম্ভব না। সে জন্য আমি এখন ডেইলি চার্ট এ ট্রেড করি। যাতে ওভার ট্রেড না করি।
-
ফরেক্সে ভাল ট্রেডার না হওয়ার অনেক কারণ থাকে তবে মূল কিছু কারণ হলো : অতিরিক্ত লোধ, ধৈর্য্য হারা, লসকে নিয়ন্ত্রন না করা, লস হলে কারণ সংশোধন না করা, মার্কেট এনালিসিস না করা, ফরেক্স এর সঠিক জ্ঞান না থাকা, সঠিক মানি ম্যানেজম্যান্ট না করা, টেক প্রফিট স্টপ লস ব্যবহার না করা। আসলে যদি ফরেক্স কে আমরা মনে করি অল্প সময়ে অনেক আয়ের মাধ্যম তাহলে আমাদের ভূল ধারনা। এই ধারনা আমারও ছিল এবং আমি মনে করতাম যে ফরেক্স ট্রেড করে অল্প সময়ে অনেক অনেক টাকা আসবে। কিন্তু যখন ফরেক্স শেখা শুরু করলাম এখন আমি ভাবি যে কতটা ভুল ধারনা ছিল আমার ফরেক্স এর ব্যপারে। ফরেক্স আসলে সাধনার বিষয় যা আপনাকে সময় এবং ধৈর্য্য দিয়ে করতে হবে।
-
আমার প্রশিক্ষনের ওপড় নিরর্ভরশিল কারন আমার প্রশিক্ষন যোদি ভালো হয় তাহোলে আমি ভালো ট্রেডার হোতে পারবো । আর আমার চেষ্টা থাকতে হবে । কারন নিজের আর্গহ না থাকলে কোন কাজ করা সম্ভনা । আর আন্যার ওপর নির্ভশিল না হওয়া ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি কারণ রয়েছে যথা: পরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা, ধৈর্য্য এবং লোভ করে এই মার্কেটে ট্রেড করে যারা, ওভার ট্রেডিং যারা করে, কোন কিছু শিখার আগ্রহ না নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করতে চায়। আর যারা এই ধরনের চিন্তা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসে তারাই কখনও ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে পারে না। বরং ক্রমাগত এই মার্কেট থেকে লস খেয়ে চলে যেতে বাধ্য হয়। এবং তারা কখনও কোন কাজে সফলতা আনতে পারে না যারা শুধু অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে।
-
ফরেক্স ব্যবসা অনেকে মনে করে যে খুবই সহজ একটি ব্যবসা যার ফলে তারা অনেকে ভুল করে থাকে । একজন বাজে ট্রেডারের মধ্যে কিছু বদগুন বিদ্যমান তা হলো :
* সে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে না।
* মানি ম্যনেজমেন্ট না মানা
* ওভার ভলিউম ব্যবহার
* আবেগ প্রবনতা
* বার বার ট্রেড করা
-
আমি মনেকরি ভাল ট্রেডার না হওয়ার কয়েকটি কারন রয়েছে , যেমন ১. ফরেক্স মাকের্ট না বুঝে ট্রেড করা
২. বেশী লোভ করা ।
৩. রোবট ব্যাবহার করে ট্রেড করা ।
৪. তারাহুরা করে ট্রেড করা ।
-
আমরা ফরেক্সে কঠোর পরিশ্রম করি, আমরা কখনই ব্যর্থতা পাব না এবং আমরা সফল ব্যবসায়ী হয়ে উঠব। কারণ এই পৃথিবীতে কঠোর পরিশ্রম ব্যতীত আর কিছুই অর্জন করা যায় না এবং সবচেয়ে বড় সাফল্য পরিশ্রমী, যে পরিশ্রম করে কেবল সে সফল হয় suc আমরা যদি সফল হতে চাই তবে ফরেক্সে আমাদের সর্বদা কঠোর পরিশ্রম করা দরকার।
-
একজন ভালো ট্রেডার ভুল খুব কম করেন এবং সঠিক সিদ্ধান্ত বেশি নেন। ভুল কম করার ফলে সে লস থেকে বেচে যান, বেশি লাভ করতে পারেন। ভালো ট্রেডার সিস্টেম বুঝে ট্রেড করেন, ইমোশনের কোনো স্থান নেই তার কাছে। মার্কেট এনালাইসিস করে অধিকাংশ সময় সঠিক সিদ্ধান্ত নেন। তার নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে পর্যাপ্ত জ্ঞান থাকে।