-
ফরেক্স মার্কেটে আসলে কার কোন হাত নেই ফরেক্স মার্কেটে যদি লাভ হয় তবে নিজের জন্য হবে আর লাভ নিজের জন্য হবে।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করেনাই এরকম লোক খুজে পাওয়া অনেক কঠিন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে লস করতে হবে সেটা নিয়ম মেনে লস করলে পুসিয়ে নেওয়া অনেক সহজ হবে। যে লস করেনা সে সফল ট্রেডার হতে পারেনা।
-
লস করেনা এমন কোন ফরেক্স ট্রেডার এর ইতিহাস নেই । ফরেক্স ট্রেডিং করতে গেলে লস হবে এটাই স্বাভাবিক । লস হলে সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে । যদি লসটাকা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি তাহলে লাভটাকে সহজেই পাওয়া যাবে বলে আমি মনে করি । আসলে এটা যার যার মন মানসিকতার ব্যাপার বলে আমি মনে করি ।
-
লস না করে কখনো ফরেক্স মার্কেটে বস হওয়া যায় না। তাই লস হলেই মনে করতে হবে যে আমি বস হতে চলেছি। সুতরাং ভয়ের কোন কারণ নেই। ভয়কে কখনোই মনের মধ্যে পুষিয়ে রাখতে নেই। বরং আমাদেরকে সাহসের সাথে আমাদের ভুলগুলিকে ঠিক করে নিতে হবে।
-
সবাই লস করে বলে যে আপনিও লস করবেন এমন কোন কথা নেই। কিন্তু বেশিরভাগ ট্রেডারই নতুন ট্রেড শুরু করার পর কিছু কমন ইমোশনাল স্টেজের মধ্যে দিয়ে যায় বলেই তারা লস করে বসে। এর মধ্যে প্রধান ৩টি কারণ রয়েছে যে কারণে বেশিরভাগ ট্রেডার তাদের ১ম ডিপোজিট লস করে।
১. খুব দ্রুত রিয়েল ট্রেডে চলে আসাঃ
২. টিকে থাকার জন্য ট্রেড না করা
৩. অন্ধভাবে সিগন্যাল অনুসরন করা এবং রিভেঞ্জ ট্রেডিং
-
ওস্তাদ এর একাউন্টেও -১০০ ডলার দেখেছি। ওস্তাদ নিয়ম নীতি ভালই ফলো করে তারপরেও ট্রেড প্রতিকুলে গেছে করার কিছু নেই। তার কথা হতেই পারে এমন , ভয়ের কিছু নেই ।মার্কেট আবার ফিরে আসবে, তবে একট ধৈর্য ধরতে হবে , একটু সময় লাগবে। লস হলে আমরা যেন ধৈর্য না হারাই বা আবেগে ট্রেড ক্লজ না করি সেদিকে খেয়াল রাখতে হবে।
-
লস ব্যবসার একটা মৈলিক বিষয় যেমনটা লাভও একটা মৈলিক বিষয় । অার আমি মনে করি যে লস বিশ্বের সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে । তবে এটাকে সবাই সমানভাবে গ্রহণ করতে পারে না । এখানেই বাঁধে যত বিপত্তি । তাই আমাদেরকে মনে রাখতে হবে যে লস করে নিজেকে হতাশায় ফেলে দেওয়া মানে পরবর্তী ট্রেড আরো খারাপ হওয়া । তাই এক্ষেত্রে অবশ্যই ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে ।
-
আমার মতে লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।
-
সবাই কম বেশি লস করে থাকে। তবে ফরেক্সে লাভ লস নির্ভর করে জানা এবং অজানার উপরে। যারা ভাল ট্রেড জানেন তারা ভাল লাভ করে থাকেন আর যারা নতুন তারা একটু বেশি লস করে ফেলেন। এটাই হচ্ছে ফরেক্সের স্বাভাবিক নিয়ম যা প্রত্যেককে মেনে ট্রেড করতে ও শিখতে হয়।
-
ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে খাকে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেটে ট্রেড করতে গেলে লস এবং লাভ দুইটিই হবে । কারও হয়তো একটু কম কারও একটু বেশি । তবে লস হবেই । এ নিয়ে মন খারাপ করার কিছু নাই । তবে সফল ট্রেডাররা মার্কেটে লস রিকভারি দিয়ে মার্কেটে ঠিকে থাকে ।