-
টাইমফ্রেম আসলে একটি নির্দিষ্ট সময়ে ট্রেডিং চার্টে প্রাইসের মুভমেন্ট প্রদর্শন করে,যার ফলে আমরা সহজে মার্কেট প্রাইসের পরিবর্তনের গতি সম্পর্কে জানতে পারি ।যেমন কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
-
টাইমফ্রেম মানে সময়ফ্রেম। ফরেক্স মার্কেটে টাইমফ্রেম বলতে একটা নির্ধারিত সময় বেছে নিয়ে কাজ করার প্রক্রিয়াকে বোঝায়। এমটি ফোর-এ ৯ টি টাইমফ্রেম রয়েছে এবং এমটি ফাইব/৫ যেহেতু আমি ব্যবহার করিনা তাই বলতে পারছিনা, তবে যেহেতু সেটা আপডেড ভার্সন সেজন্য সেটাতে বেশি থাকার কথা।টাইমফ্রেম হল ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কিছু সময়ের সংক্ষেপ বিশেষ যার মাধ্যমে/সাহায্যে ট্রেডাররা তাদের পছন্দের টাইমফ্রেম বেছে নিয়ে ট্রেড করতে বসেন। টাইমফ্রেমে যে সময় গুলো অন্তর্ভুক্ত থাকে তা দিয়ে লং টাইমে এবং শর্ট টাইমে দুই ভাবেই ট্রেডাররা ট্রেড করতে পারে। মেটাট্রডার ৪ এবং ৫ টাইমফ্রেম মূলত m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn1 ইত্যাদি ফরমেটে থাকে।
-
টাইম ফ্রেম হল এমন একটি বিষয় যে আপনি কিছু টাকা মার্কেটে বিনিয়োগ করবেন। সে টাকা কত সময়ের জন্য বিনিয়োগ করছেন তার একটি নিদিষ্ট সময় বেধে দিতে হবে। যে সময়ের মধ্যে আপনি আপনার বিনিয়োগকৃত টাকা পূর্নরায় উদ্ধার করতে পারবেন। টাইম ফ্রেমের মাধ্যমে আমরা ফরেক্স ব্যবসায় এই কাজটি ভালভাবে করতে পারি।