ফরেক্স মার্কেটে স্প্রেড হল ফরেক্স মার্কেটে যখন একটি এন্ট্রি নেয়া হয় তখন ফরেক্স মার্কেট ব্রোকার একটি স্প্রেড কাতে জেটা ব্রোকার কে ভ্যাট হিসাবে কেটে নিয়ে থাকে তাই ফরেক্স ব্রোকার বিভিন্ন ব্রোকার বিভিন্ন ধরনের স্প্রেড কাটে।
Printable View
ফরেক্স মার্কেটে স্প্রেড হল ফরেক্স মার্কেটে যখন একটি এন্ট্রি নেয়া হয় তখন ফরেক্স মার্কেট ব্রোকার একটি স্প্রেড কাতে জেটা ব্রোকার কে ভ্যাট হিসাবে কেটে নিয়ে থাকে তাই ফরেক্স ব্রোকার বিভিন্ন ব্রোকার বিভিন্ন ধরনের স্প্রেড কাটে।
ফরেক্স এ স্প্রেড হচ্ছে ব্রোকার এর চার্জ বা কমিশন। আর এটা একেক ব্রোকারে একেক রকম চার্জ কেটে থাকে। ইনস্টাফরেক্স সর্বনিস্ন স্প্রেড হচ্ছে ৩ পিপ। তবে পেয়ার অনুযায়ী আরও বেশি পিপ ও স্প্রেড রয়েছে ইনস্টাফরেক্স। আমি কম স্প্রেড পিপ েএ ট্রেড করি।
মুলত ফরেক্স মার্কেট এ আমরা ট্রেডিং করতে দুই ধরনের প্রাইস দেখি আস্ক প্রাইস আর বাইড প্রাইস এই দুই প্রাইসের পার্থক্যকে আমরা স্প্রেড বলি, স্পেড কম বা বেশি হয়ে থাকে ব্রোকার ভেদে তাই আমাদের ফরেক্স মার্কেট একাউন্ট করতে হলে ভালভাবে ব্রোকারের স্প্রেড দেখে নেওয়া ভাল।
স্প্রেড মানে হল ব্রোকার কমিশন। অর্থাৎ প্রত্যেকটা লট থেকে ব্রোকার একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন নিয়ে থাকে। এটাই স্প্রেড। আমরা যখন ট্রেড ওপেন করি তখন দেখা যায় কিছুটা লসে ট্রেড ওপেন হয়। আসলে এটা হয় স্প্রেডের কারনে। এক একটা পেয়ারের স্প্রেড একরকম। যেমন ইন্সটাফরেক্স বোকারে gbpusd, eurousd এই পেয়ারগুলির স্প্রেড মাত্র ৩ পিপস। আবার কিছু কিছু কারেন্সির স্প্রেড অনেক বেশি। যেমন gold, silver ইত্যাদি এতগুলির স্প্রেড অনেক বেশি।
ফরেক্স মার্কেট এ স্প্রেড খুবই কমন এবং পরিচিত একটা শব্দ। সহজ কথায় বিড প্রাইস আর আক্স প্রাইসের পার্থক্যই হল স্প্রেড। আমরা যখন একটা ট্রেড ওপেন করি তখন সেই ট্রেডটা কিছুটা লসে ওপেন হয়। এই লস টুকু হল ব্রোকারের কমিশন বা স্প্রেড। ব্রোকার বেদে স্প্রেড এর ও তারতম্য হয়। ইনস্টা ফরেক্স এ ইউরো ইউএডি তে স্প্রেড হল ৩ পিপ।
আলা তাদের লাভ পাচ্ছে তার নৌবাহিনী সম্পর্কে বলতে পারে, বোর্ডের সাথে খেলতে আমাদের আরও ভাই দরকার এখন আমরা ব্যবসায় পাই, তবে আমরা যে কাজই করি তা নিয়ে এগিয়ে চলি এবং আমাদেরকে এই ব্যবসাটি আপনি কোথায় পেয়েছেন তা সম্পর্কে কিছু কম হারের অভাবকে কাটিয়ে উঠুন আমাদের আরও প্রয়োজন আমরা আমাদের কাজটি আবার করছি, যা কঠোর পরিশ্রমের ফলস্বরূপ হওয়া উচিত। আপনি এত উপকারী হবেন জয় হো হার্ডওয়ার্ক এভাবে বসে থাকতে পারে, এই সময়ে আপনি আরও লাভজনক ব্যবসা পাবেন এবং আমরা প্রতিটি কাজ চালিয়ে যাব। কে স্নেহের সাথে ব্যবসা করেছিল এবং আপনাকে কী লাভ দিয়েছিল তা কী ঘটে সে তথ্য কলেজে হাত রেখেছিল প্রথমবারের মতো প্রথমবারের মতো প্রথমবারের মতো প্রথমবারের মতো একটি দূতাবাসের মার্কিন যুক্তরাষ্ট্র একটি দূতাবাসের তিনি কোথায় সঠিক ভাই পেলেন এবং সে অনুযায়ী নিরাপদ হওয়া উচিত তারপরে আমাদের চিন্তাভাবনা করে কাজ করা উচিত তখন কাজ সম্পর্কে অন্যকে বলতে পারি, সবচেয়ে ক্ষতি কী হবে তা দেখার জন্য আমাদের কাজ করতে হবে ১ সেটিংস, যখন আমরা প্রথম বান্ধবী করি, তারপরে আমরা তার সম্পর্কে জানতে পারি এবং সেই অনুসারে, প্রথম পৃষ্ঠাটি নিজেই সম্পূর্ণ করুন। যাব এবং যে কোনও কাজ আমাদের করতে হবে যেখান থেকে পুরানো জিনিসগুলি মাথায় রাখা উচিত যা কিছু কাজ করা হবে তা বিবেচনা করেই করব
স্প্রেড হল হল ব্রোকারদের কমিশন । আর সেই ব্রোকারদের ইনকামের প্রধান উৎস হল আমাদের কাছ থেকে পাওয়া স্প্রেড । একটা ব্রোকার এর যত বেশি ট্রেডার থাকবে তাদের আয় তত বেশি হবে । কেননা একটা ব্রোকার এর অধীনে যত বেশি ট্রেড হবে তারা তত বেশি লাভবান হবে । আর এই স্প্রেড কেটে নেওয়ার সিস্টেম হল যখন আমরা কোন নতুন ট্রেড ওপেন করব তখন কিছুটা লসে সেই ট্রেড শুরু হবে আর সেই লস হল ব্রোকার কতৃক কর্তন করা স্প্রেড ।
ব্রোকার নির্বাচনের সময় কোন ব্রোকার কত স্পীড কাটে সেটা লেখা থাকে আর যে ব্রোকার যত কম স্পীড কাটে আমরা সেই ব্রোকার নির্বাচন করে থাকি ইনস্টা ফরেক্স ব্রোকার একটা ট্রেড করতে তিন পিপস কাটে যেই পিপস গুলো লস হয় তাই ব্রোকারের লাভ ব্রোকাররা আমাদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে তাই ট্রেড ওপেন করার পর যা লস হয় তাই ব্রোকারের লাভ এই লসটা সব মার্কেটে বা সব ব্রোকারে এক নয় ।
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে, এটাকেই স্প্রেড বলে । ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয় । আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন যে ভলিউম দিয়ে ট্রেড করি তার থেকে কিছু ভলিউম মাইনাসে থাকে । ট্রেড ওপেন করার পর কিছু পিপস লস হয় । এই লস হলো স্প্রেড , এটা ব্রোকারের একটা অংশ । যেই পিপস গুলো লস হয় তাই ব্রোকারের লাভ ।
আপনি ঠিক বলেছেন,স্প্রেড হচ্ছে আসলে বিড প্রাইস এবং আসক প্রাইস এর মধ্যে পার্থক্যটুকু। স্প্রেড ব্রোকার ভেদে রকমের হতে পারে,কিছু ফিক্সড হয় আবার কিছু মার্কেট মভমেন্টের উপর উটানামা করে। আবার কিছু ব্রোকার ০ স্প্রেড এ ট্রেড করার সুযোগ দেয় কমিশনের বিনিময়ে।। আসলে এই স্প্রেডটা হচ্ছে ব্রোকারদের লাভ।আর ইটা যারা ভাল ভাবে বুজবে তারা ভাল ট্রেড হতে পারে।