ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানন আছে যে গুল হল ফরেক্স প্লাট ফর্ম আছে এই প্লাট ফরমে কিছু চার্ট আছে ৫মিনিট ১৫মিনিট ১ঘন্টা ৪গন্টা এই আর টাইম ফেরেম আছে জেগুল ত্র ট্রেড করতে হয় ।ট্রেড আবার লং টাইম ট্রেড এবং শর্ট টাইম ট্রেড আছে আরও স্ক্যাল্পিং আছে ।
Printable View
ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানন আছে যে গুল হল ফরেক্স প্লাট ফর্ম আছে এই প্লাট ফরমে কিছু চার্ট আছে ৫মিনিট ১৫মিনিট ১ঘন্টা ৪গন্টা এই আর টাইম ফেরেম আছে জেগুল ত্র ট্রেড করতে হয় ।ট্রেড আবার লং টাইম ট্রেড এবং শর্ট টাইম ট্রেড আছে আরও স্ক্যাল্পিং আছে ।
ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়। ট্রেন্ড ভাল করে বোঝা যায়। তাই খুব সহজে ট্রেড এ এন্ট্রি নেয়া যায়। আর এই এন্ট্রি বেশির ভাগ সময় ছোট টাইম ফ্রেম এর চেয়ে লাভ বেশি দেই।
ফরেক্স ট্রেড করে তারা কিন্তু এই বিষয়গুলো সবাই জানে তারপরও কিন্তু এই বিষয় গুলো মেনে ট্রেড করতে পারে না আর এর একমাত্র কারন হচ্ছে লোভ আমরা খুব তারাতাড়ি করি টাকা উপার্জনের জন্য ট্রেডার বেশি সফল হতে পারে যে কিনা অনেক বেশি পরিমাণে দক্ষতার সাথে এগিয়ে যেতে পারে ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে ট্রেড করে টিকে থাকতে হলে আমাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখতে হবে ।
ট্রেড মানেই ইন্ডিকেটর দেখে বাই বা সেল করা নয়। একটা দেশের কারন্সি ক্রয় বা বিক্রয় করার জন্য সেই দেশের সামাজিক, রাজনইতিক এবং অর্থনীতির কি সে সম্পর্কে ধারনা থাকতে হবে। এ সমস্ত কিছু মাথায় রেখে যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের লস অনেকাংশে কমে যাবে। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। আর ধীরে সুস্থে ট্রেড সিলেক্ট করবেন। মাথা গরম করবেন না।
আমার দেখা মতে প্রায় সব বড় ট্রেডাররাই লং টাইফ্রেমে ট্রেড করে।তারা কখনোই h1 টাইমফ্রেমের নিছে টাইমফ্রেম ব্যাবহার করেনা।আমি নিজেও ব্যাক্তিগতভাবে ছোট টাইম্ফ্রেম পছন্দ করি না।প্রথমে আমি মাসিক কিংবা দৈনিক চার্ট থেকে মার্কেট ট্রেন্ড বুঝার চেষ্টা করি তারপর h4 কিংবা h1 টাইমফ্রেম থেকে ট্রেডিং সিগন্যাল নিয়ে থাকি।এবং ক্যান্ডেল ওপেন ক্লোজের জন্য অপেক্ষা করি।
ট্রেডিং করার জন্য এসব সাধারন নিয়ম ফলো করা বেশ গুরুত্বপূর্ন । লং টাইম ট্রেড । সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা । আমি অবশ্য ১ ঘন্টার ফ্রেমও দেখি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা । আমি স্টপ লস ব্যবহার করিনা । সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ফরেক্স মার্কেটে ঢুকার সাথে সাথে মাথাকে সম্পূর্ণ ঠান্ডা রেখে ভালভাবে ট্রেড করতে হবে । লস হোক আর লাভ হোক যে কোন অবস্থায় ফরেক্সকে ইনজয় করা ।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য। কেননা একজন নতুন ট্রেডার কে সাজেস্ট করা হয় নিয়মিত ফোরাম ফলো করতে এবং ডেমো ট্রেডিং করতে। আর নিয়মিত ফোরাম ফলো করলে ফরেক্স সম্পর্কে সমস্ত বিষয়ে খুটিনাটি জ্ঞান পাওয়া যাবে। যেমন আপনার পোস্টের মাধ্যমে অনেকেই ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। নিয়মগুলো আবারও মনে করে দেয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, ফরেক্স সম্পর্কে আরো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে ।তাই আপনাকে এত সুন্দর পোস্টের জন্য আবারও ধন্যবাদ।
অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা। আর লং টাইমে ট্রেড করবেন। সরবনিম্ন h4 এ ট্রেড করবেন। আর লোভ অরবেন না বেশি। কারন এতে আপনার ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। তারপর ট্রেড ওপেন করার আগে একটা ক্যান্ডেল শেষ হওয়ার পর ট্রেড আরম্ব করা। লং টাইম ফ্রেম দেখে ট্রেড ওপেন করা। একটা ট্রেড ওপেন থাকা অবস্থায় ট্রেড ওপেন করা যাবে না।
ভাই আপনি ট্রেড করার জন্য যে নিয়ম গুলো খুবই দরকারি সে নিয়ম গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন । আমি মনে করি কেউ যদি আপনার কথাগুলো ট্রেডিং করার সময় খেয়াল রাখে তাহলে সে ট্রেড করে অবশ্যই ভাল প্রফিট করতে পারবে । আমি আপনার কথার সাথে কিছু বিষয় অ্যাড করতে চাই সেটা হলো - দেখুন ভাই ফরেক্স মার্কেটে সবাই প্রফিট করতে চায় কিন্তু কয়জন পারে ! তাই আপনি যদি মনোযোগ সহকারে ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করেন তাহলে আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের ৭০% আপনি খুব অনায়াসে শিখে ফেলতে পারবেন ।
ঠিক বলছেন ভাই,কোন ক্যান্ডেল শেষ না হলে টেড করা ঠিক না।বড় টাইম ফ্রেমে কম লটে মানিৃ্যানেজমেন্ট ফলো করে লং টেড এ প্রফিট হয় বেশি।মার্কেট হয়ত হঠাৎ করে অনেক স্পিডে নিচে বা উপরে উঠে যাচ্ছে তা দেখে ঐ ক্যান্ডেল এ ট্রেড দেওয়া। এটা করা যাবে না।ট্রেডে লস হলে তা মেনে নিতে হবে।