-
শুধু মাত্র ইনডিকেটর এর উপর নির্ভর করা একদম ই ঠিক নয়.যদিও ইনডিকেটর আপনাকে মার্কেট সম্পর্কে পুর্বনির্দেশনা দিবে কিন্তু কোনো ইনডিকেটর ই আপনাকে মার্কেট সম্পর্কে শতভাগ নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারবেনা.তাই আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত দিন এবং নিশ্চয়ন এর জন্য ইনডিকেটর এর সাথে মিলাতে পরেন.
-
আমরা সবাই আমাদের বিভিন্ন ক্ষমতা এবং ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অগ্রগতি করি। সুতরাং একজন ব্যবসায়ী দ্বারা প্রাপ্ত ফলাফল অগত্যা সকলের জন্য প্রযোজ্য নয়। একটি বিষয় নিশ্চিত, আপনি যতক্ষণ না আপনি দৃ সংকল্পবদ্ধ এবং কঠোর পরিশ্রম করছেন এবং সর্বোপরি ধারাবাহিকভাবে আপনার অতীত ভুলগুলি থেকে শিখবেন ততক্ষণ আপনি সাফল্য অর্জন করবেন।
-
শুধু ইনডিকেটর এর উপর নির্ভর করে বসে থাকেন তাহলে আপনি ভুল করবেন কারণ ইনডিকেটর আমাদের কে সব সময় সঠিক তথ্য দেয় না ইন্ডিকেটর শুধুমাত্র আপনাকে কিছুটা ধারনা দিতে পারে তবে ট্রেড কিন্তু আপনাকে করতে হবে সুতরাং এ বিষয়ে আমার মতামত হল যে ভাই আপনি আগে মার্কেটটা ভালভাবে দেখেন ট্রেন্ড ফলো করেন এরপর আপনার সিস্টেম যদি আপনাকে পারমিট করে তাহলে আপনি একটা ট্রেডে যাবার সিদ্ধান্ত নিতে পারেন ।
-
ফরেক্সে কাজ করা জন্য ও ভাল ট্রেড করার জন্য ফরেক্সে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর থাকে । ইন্ডিকেটর মানে হলো নির্দেশক । এই ইন্ডিকেটর ট্রেডারকে ট্রেড করতে অনেক সাহায্য করে থাকে । ট্রেডার ইন্ডিকেটরের দিক নির্দেশনা মত ট্রেড করার মাধ্যমে ফরেক্সে ভাল করে থাকে । কিন্তু সব সময় ফরেক্সে ইন্ডিকেটর নির্ভর হওয়া ভাল না । আপনি প্রাইস একশন বুঝে ট্রেড করুন এবং ইন্ডিকেটরকে রাখুন প্রাইস একশনের সহায়ক হিসেবে ।
-
না শুধুমাত্র ইন্ডিকেটর দেখেই ট্রেড করা ঠিক হবে না। পাশাপাশি নিজেকেও মার্কেট এনালাইসিস করে বুজতে হবে। কারন শুধু একটি ইন্ডিকেটরই মার্কেটের দিক নির্দেশনা করতে পারে না। তবে ইনডিকেটর হতে পারে ট্রেড সহায়ক। আপনার ট্রেডের ডিসিশন নেয়ার আগে আপনি ইন্ডিকেটরের দিক নির্দেশনা দেখতে পারেন।
-
ইন্ডিকেটর এর ওপর নির্ভর করা ঠিক হবে না। কারন ইন্ডিকেটর কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে থাকে। ইন্ডিকেটর সব সময় সঠিক সিগন্যাল দিবে না, এমন কি ফান্ডামেন্টাল নিউজ এর জন্য মাঝে মাঝে সিগন্যাল দিতে পারেনা । ইন্ডিকেটর এর উপর নির্ভর না করে নিজে আনালাইসিস করে ট্রেড করুন
-
শুধুমাত্র ঈন্ডিকেটর নির্ভর হওয়া আসলেই ঠিক নয় । ঈন্ডিকেটর নির্ভর হতে গিয়ে আমরা অনেকে আর ট্রেডিং দক্ষতা অর্জন করতে পারি না্ । তাই আমাদের মনে রাখতে হবে যে ট্রেডিং দক্ষ হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজেদেরকে বেশি পরিমাণে ট্রেডিং দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে ।তাছাড়া ইন্ডীকেটর ব্যাবহারেও দক্ষতা থাকতে হবে কারন ইন্ডীকেটর সবসময় সঠিক নির্দেশনা দেয় না।তাই সকলেরই ইন্ডীকেটোর ব্যাবহারে সচেতন থাকতে হবে।
-
আমি আপনার সাথে একমত ইন্ডিকেটরের উপর নির্ভর করা উচিত নয় । ইন্ডিকেটর কখনই আপনাকে সঠিক পরিমাপ দেখাতে পারবেনা, আপনাকে মার্কেট পর্যালোচনা করে, সংবাদ পর্যালোচনা করে, পূর্বের দিনের মার্কেট পর্যালোচনা করে আপনাকে ট্রেড করতে হবে ।
-
অনেক ট্রেডার আছেন যারা ইনডিকেটর এর নাম শুনলেই মাথায় আগুন ধরে যায়। অনেকে বলেন এই গুলো তৈরী করা হয়েছে ট্রেডারদের বোকা বানানোর জন্য তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি এমন অনেক ট্রেডার দেখেছি যারা মার্কেট এনালাইসিস করার সময় অবশ্যই কিছু ডিফল্ট ইনডিকেটর ব্যবহার করেন। ইন্ডিকেটর ফরেক্স এর এক্টী গুরুত্তপুর্ন টুল। আপনি এটা দিয়ে ট্রেড করলে এবং আপনার নিজস এনালাইসিস দিয়ে মিলিয়ে ট্রেড নিলে লস অনেক কম হবে এবং প্রফিট সর্বোচচ করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট এর আপনার ট্রেডিং এর কৌশল ও অভিজ্ঞতা থাকলেই যে আপনি ইন্ডিকেরট ফলো করে ট্রেড করবেন তা ঠিক নয়। কেননা, ইন্ডিকেটর সব সময় এক কাজ করে না। তবে আপনি যদি ইন্ডিকেটর সঠিক ভাবে সাজাতে ও সঠিক বুঝতে পারেন তাহলে আপনি ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। তবে আমার মতে ইন্ডিকেটর ই নয় আপনাকে নিউজ দেখে এনালাইসিস করে তারপর ট্রেড করা উচিত। তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট এর অবস্থান।