-
ফরেক্স করতে গেলে অবশ্যই টাকা কিংবা পুঁজির প্রযোজন । কেননা এই পুঁজি ব্যাতিত ফরেক্সে লাভবান হওয়া যায় না । তবে আমরা যারা নতুন ট্রেড করি তারা প্রথম অবস্থায় সাধারণত টাকা বিনিয়োগ করি না কেননা প্রথম অবস্থায় কোন ট্রেডারেরই দক্ষতা কিংবা ট্রেডিং যোগ্যতা থাকে না । সে ক্ষেত্রে ফোরাম পোস্টিং বোনাসের মাধ্যমে ট্রেড করা যায় এবং নিজের লভ্যাংশ উত্তোলন করা যায় ।
-
আপনার কথার তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না যে আপনি ইনভেস্টমেন্ট ব্যাততি ব্যাবসা কিভাবে করবেন? এমন কোন ব্যাবসা আছেকি যেখানে দু টাকা হলেও ইনবেস্টমেন্ট করা লাগেনা!! নেই কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার কাছে টাকা নেই আপনি ফরেক্স্র করতে চান তাহলে আপনি অনায়াসে বনাস দারা ট্রেড করতে পারেন।
-
আপনি ফরেক্স এর বিভিন্ন সাইটে ফোরাম পোস্টিং করে থাকেন,এবং ফোরাম পোস্টিং করে যদি বোনাস পেয়ে থাকেন,তাহলে আপনি সেটি দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।সেই বোনাস দিয়ে ট্রেডিং করে আপনি শুধু লাভের অংশটুকু তুলতে পারবেন। আপনি অনলাইনের বিভিন্ন সাইট পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু এরপরও কিছু বিষয়বস্তু নিয়ে আপনার মনে প্রশ্ন থেকে যাবে। এইসব প্রশ্নের উত্তর খুজে পাবেন ফোরামে।
-
অবশ্যই টাকা ছাড়া ফরেক্স করা সম্ভব কিন্তুু তার জন্য আপনাকে ফরেক্স ফোরামের পোষ্টং বোনাস পেতে হবে । আপনি পোষ্টিং বোনাস দিয়ে টাকা ছাড়া ফরেক্ম ট্রেড করতে পারবেন । তবে মনে রাখবেন যে বোনাস কৃত টাকা কিন্তু আপনি সরাসরি উঠাতে পারবেন না তার জন্য আপনাকে ট্রেড করতে হবে ।
-
আমি বলব হ্যা টাকা ছাড়া ফরেক্সে কাজ করা সম্ভব। আপনি ফরক্সের ফরম সাইটে কমেন্ট পোষ্ট করে ডলার বোনাস পেতে পারেন।মাস শেষে আপনার ওই বোনাসটা আপনার ফরেক্স একাউন্ট এ যোগ হবে।কিন্তু আপনি এই ডলারটা তুলতে পারবেন না।ফরেক্সে ট্রেড করে যদি আপনি লাভ করেন তাহলে ওই লাভ্যাংশটা তুলতে পারবেন।
-
আপনি একবার নিজেকেই প্রশ্ন কোরে দেখুনতো সত্যিই কি এমন কোন ব্যবসা আছে যেখানে লক্ষো টাকা তো পরের কথা মাত্র দু টাকা পর্যন্ত প্রয়োজন হয়না। নেই, এমন কোন ব্যবসা নেই সুতরাই ফরেক্স এ টাকা ছাড় করা সম্ভব নয়া আর অভিজ্ঞতা ছাড়া প্রফিট করাও স্মভব নয়। তাই টাকা ও জ্ঞ্যান উভয়ই প্রয়োজন।
-
টাকা ছাড়া ফরেক্সে কাজ করে ফরেক্স থেকে মাসে টাকা আয় করা যায় , সেটা হল ফরেক্সের ফোরাম পোষ্টিং । এখানে কাজ করে প্রতিদিন কিছু ডলার বোনাস পাওয়া যায় । এভাবে করতে থাকলে মাস শেষে অনেক ডলার বোনাস পাওয়া যায় । তবে সেই ডলার তোলা যাবে না । সেই ডলারকে ট্রেড করার মাধ্যমে যা লাভ হবে সেটার টাকা তোলা যাবে । ফ্রীতে ফরেক্সের এই কাজটা ভাল । তবে এর জন্য ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকা দরকার , তা নাহলে বোনাস পোষ্টিং এর ডলার ট্রেড করলে লস হবে ।
-
আমরা জানি টাকা ইনভেস্ট করা ছাড়াও ফরেক্স ট্রেডিং করা সম্ভব।যদি আপনি ফরেক্স এর বিভিন্ন সাইটে ফোরাম পোস্টিং করে থাকেন,এবং ফোরাম পোস্টিং করে যদি বোনাস পেয়ে থাকেন,তাহলে আপনি সেটি দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন।সেই বোনাস দিয়ে ট্রেডিং করে আপনি শুধু লাভের অংশটুকু তুলতে পারবেন।
-
ফরেক্স ঠাকা ছাড়াও করা যায় । এজন্য কিছু ডরার আয় করতে হবে । ডরার আয় করার ভাল মধ্যোম হল পোরাম পোষ্টিং ।ফোরাম পোষ্টিং করে বিভিন্ন সাইট হতে বোনাস হিসেবে যে ডলার পাওয়া যাবে তা মাস শেসে মোটের উপর একটা বড় অঙ্ক হবে এবং এই ডরার দিয়ে ফরেক্স করা যাবে ।
-
টাকা ছাড়া আপনি ফরেক্স ব্যবসা করত্য পারেন।বিবিভন্ন ব্রোকার সাইট আছে যা থেকে আপনি ট্রএড করার জন্য বোনাস দিয়ে থাকে।আপনি ফরেক্স ফোরাম থেকে বিভিন্ন ফরেক্স সম্পর্কিত পোস্ট করে আপনি বোনাস নিয়ে রিয়েল ট্রেড ওপেন করতে পারবেন।তবে ট্রেড করে যদি আপনি লাভ করতে পারেন তাহলে সেই লাভ টুকু তুলতে পারবেন।