সুহৃদ, ইন্সটাফরেক্সের ফোরাম বোনাস অফার মূলত নতুন ট্রেডারদের লাইভ ট্রেডিংয়ে অভিজ্ঞ করার জন্য। অধিকাংশ ট্রেডার ইন্সটার সাথে প্রতারনা করার জন্য অ্যাকাউন্ট খুলে থাকে। কিন্তু ইন্সটার সিষ্টেম স্বয়ংক্রিয়ভাবে এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে। যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে। তারা এই প্রতারণার কৌশল ব্যবহার করে মুনাফা করে তাই ইন্সটাফরেক্সের নিয়ম অনুযায়ী এই ধরনের বোনাস শুধুমাত্র বাতিল করা হয়।
ফরেক্স-বাংলা ফোরামের নিয়ম-কানুনগুলো ভাল করে দেখুন তাহলে পোষ্ট বাতিল হবার সম্ভাবনা কম থাকবে,
সাধারন নিয়মাবলী
পোস্টিং বোনাসের নিয়মাবলী
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।