-
আমরা জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে এখানে টাকা ডিপোজিট করতে হয় আর এই টাকা ধুকানর জন্য অনেক পদ্ধতি আছে যা দিয়ে আমরা আমাদের রিয়েল একাউন্টে টাকা ধুকাই আমারমনে এর জন্য নেটেলার খুব ভালো কারণ এতে টাকা মার জাওয়ার কোন সম্ভাবনা থাকে না এছাড়া আরও অনেক ব্রোকার আছে
-
রিয়েল একাউন্টে টাকা ঢোকানোর সবচেয়ে ভাল উপায় হল ই-কারেন্সি । বাংলাদেশে অনেক ই-কারেন্সি আছে । তার মধ্যে পেইজা এবং স্ক্রিল সব থেকে জনপ্রিয় এবং সিকিউর । আপনার যদি তাদের কে বিস্বস্ত মনে হয় তহলে রিয়েল ট্রেড করার জন্য তাদের কাছ থেকে ডলার ক্রয় করে ভেরিফাই একাউনেট ডিপজিট করতে পারেন এবং প্রফিটের টাকা উইথড্র করে বিক্রি করতে পারেন।
-
বাংলাদেশে সরাসরি ফরেক্স মার্কেটে টাকা ঢুকানো যায় না। আপনি বিভিন্ন অনলাইন ব্যাংক যেমন নেটলার, মানি-বুকারস, লিবার্টি রিজাব, পেজজা ইত্যাদি থেকে আপনার রিয়েল একাউন্তে টাকা পাঠাতে পারেন।
-
ফরেক্স মার্কেটে সরাসরি টাকা ঢুকানোর ব্যবস্থা এখনও চালু হয় নাই বিভিন্ন খবর পর্যায় জানতে পারলাম বাংলাদেশের দ্যা সিটি ব্যংকের সাথে নাকি প্রসেসিং চলতেছে কতটুকু সত্য আমি জানিনা আরও কয়েকটা মাধ্যমে ডিপোজিট করা যায়।মানিবুকার্সে মাধ্যমে আপনি আপনার ফরেক্সে অ্যাকাউন্টে অতি সহজেই ডলার ডিপোজিট করতে পারেন তাছাড়া আপনার মাস্টার কার্ড থাকলে তার মাধ্যমে,নিটেলার,পে পাল ইত্যাদির মাধ্যমেও আপনি অতি সহজে ফরেক্সে ডলার ডিপোর্জিট করতে পারেন।
-
রিয়েল অ্যাকাউন্টে টাকা ঢুকানোর জন্য বিভিন্ন রকম পেমেন্ট মেথড রয়েছে।যেমন পেইজা, পেপাল,নেটেলার, স্ক্রিল, মানি বুকারস ব্যংক ওয়্যার ট্রান্সফার ইত্যাদি। এসব অনলাইন ব্যংক অ্যাকাউন্টে ডলার থাকলে তা ফরেক্স ডিপোজিট করা যায়।এজন্য নিজের পেমেন্ট প্রসেসরে অন্যের কাছ থেকে ডলার ক্রয় করে এ কাজ সম্পাদন করা যায়।
-
আমাদের অনলাইন ব্যাংকে যদি টাকা না থাকে তাহলে ফরেক্স একাউন্টে কি করে টাকা পাঠাবো । আর কিভাবেই বা ব্যাঙ্গক এর টাকা অনলাইন ব্যাঙ্গকে ট্রান্সফার করব । এর কোন উপায় আছে কি । যদি থাকে তাহলে আপনারা জানান । প্রথমে আপনাকে দেকতে হবে কোন ব্রোকারে একাউন্ট করেছেন। সে ব্রোকার অনলাইন মানি একাউন্ট সাপোর্ট করে তাদিয়ে আপনার একাউন্টে ডলার ডুকাতে পারে। ইনস্টা ফরেক্স স্ক্রীল সাপোর্ট করে। কারো কাজ থেকে স্ক্রীল এর মাধ্যমে টাকা ডোকাতে পারেন।
-
আমার মতে ট্রেডিং একাউন্টে নিজের ডলার দিয়ে ট্রেড করা অনেক ভালো। কারণ হলো নিজের ডলার দিয়ে করলে কোনো শর্ত থাকে না।তাছাড়া আপনি আপনার একাউন্ট এ ডলার নেয়ার জন্য স্ক্রিল এর মাধ্যমে নিতে পারেন ।তবে স্ক্রিল এবং নেটেলার একাউন্টে ডলার নেয়া অনেক কষ্ট।এছাড়াও আপনি গুগল এ খুঁজলে অনেক ডলার লেনদেন এর সাইট পাবেন ওখান থেকে আপনি আপনার একাউন্টে ডলার নিতে পারবেন। আপনি যদি আপনার রিয়েল অ্যাকাউন্ট এ ডলার ডিপোজিট করতে চান তাহলে আপনি নেটেলার এ কারর কাছে ডলার কিনে ডিপোজিট করতে পারবেন আবার আপনি ঢাকাতে ইন্সটাফরেক্স এর অফিস থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন অফিস থেকে ডিপোজিট করা অনেক সহজ কারন আপনি অফিস এ বিকাশ এ টাকা পাঠিয়ে দিলে ওরা আপনার অ্যাকাউন্ট এ ডলার দিয়ে দিবে
-
আপনি ফরেক্সের একাউন্টে টাকা ঢোকাতে হলে ইন্টানাশনার ব্যাংকে একাউন্ট খুলা টাকা ইনভেস্ট করতে হবে। যেমন নেটেলার, স্ক্রিল ইত্যাদি আরও অনেক ব্যাংক রয়েছে। এগুলোর মাধ্যমে আপনি ফরেক্সে টাকা ইনভেস্ট করতে পারবেন খুবই সহজে। ধন্যবাদ
-
বাংলাদেশ থকে সরাসরি টাকা ডুকানো যায়না। তবে প্রথমে আপনাকে দেকতে হবে কোন ব্রোকারে একাউন্ট করেছেন। সে ব্রোকার অনলাইন মানি একাউন্ট সাপোর্ট করে তাদিয়ে আপনার একাউন্টে ডলার ডুকাতে পারে। ইনস্টা ফরেক্স স্ক্রীল সাপোর্ট করে। কারো কাজ থেকে স্ক্রীল এর মাধ্যমে টাকা ডোকাতে পারেন।অনলাইন পেমেন্ট মেথডের মধ্য অন্যেতম কিছু পেমেন্ট গেটওয়ে হল স্ক্রিল , নেটেলার ,পেইজা, পেপাল ইত্যাদি এসবের মাধ্যমে বিশ্বস্তভাবে টাকা ডিপোজিট করতে পারবেন ।
-
রিয়েল একাউন্টে ডলার ডিপোজিট করতে হলে প্রথমে আপনার একটি স্ক্রীল বা নেটেলার পেমেন্ট মেথডে আপনার নামে একাউন্ট তৈরি করে নিতে হবে৷তারপরে বিভিন্ন ই-ওয়ালেটের মাধ্যমে নগদ টাকার বিনিময়ে প্রয়োজন মতো ডলার কিনে তা ঐ স্ক্রীল বা নেটেলার একাউন্টে জমা রাখবেন৷এরপরে ইন্সটা ফরেক্সে আপনার ঐ রিয়েল একাউন্টের ডিপোজিট লিংক থেকে ঐ স্ক্রীল বা নেটেলার একাউন্ট থেকে জমাকৃত ডলার ডিপোজিট করে নিবেন৷