-
আমার মতে অতিরিক্ত পোষ্ট করা ভাল না আমি আপনাকে ও সব নতুনদের জানাতে চাই যে আপনারা একদিনে সর্বচ্চ গেলে ৪০ টি পোস্ট করুন সবচাইতে ভাল যদি আপনারা দিনে তিন বার কমপক্ষে তিন ঘন্টা বাদে বাদে ১০ টি মোট ৩০ টি পোস্ট করেন তো আপনার একাউন্ট এর কোন সমস্যা হবে না এর বেশি করলে একাউন্ট ব্যান্ড*
-
আমার জানা মতে ফোরামে সর্বোচ্চ প্রতিদিন ১০ টির বেশি পোস্ট করা ফোরামের নীতিমালার বিরুদ্ধে যায়। প্রতিদিন ১০ টি করে মাসে সর্বোচ্চ ৩০০ টির বেশি পোস্ট করা যাবে না। অতিরিক্ত পোস্ট করলে একাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।
-
ফরেক্স ট্রেডিং হল 24 ঘন্টা ব্যাসিস্টের সুযোগ কিন্তু এর অর্থ এই নয় যে কোনও ব্যবসায়ীকে সারা দিন ধরে বাণিজ্য করতে হবে। ভাল এবং কার্যকর কৌশলযুক্ত ব্যবসায়ী বেশ কয়েক ঘন্টা ধরে ভাল লাভ করতে পারেন। সুতরাং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার পছন্দসই লাভ করতে পারেন। যদি আপনি লোভী হওয়ার চেষ্টা না করেন তবে ব্যবসায়ের পরে আপনি শিথিল হতে পারবেন এবং বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে কাটানোর জন্য আপনি প্রচুর সময় পাবেন। যদি কোনও ব্যবসায়ী এটি অনুসরণ করতে পারে তবে তার দৈনন্দিন জীবনের কোনও সমস্যা হবে না এবং অবশ্যই এটি তার জন্য আশীর্বাদ হতে পারে। অন্যথায় এটি তার জন্য ওভারলোডের মতো হবে।
-
ফরেক্স বাংলা ফোরামের সর্বশেষ নিয়ম অনুযায়ী একজন মেম্বার দিনে সর্বচ্চো ৫-১০ টি পোস্ট করতে পারবে। ফরেক্স বাংলা ফোরাম এই দৈনিক পোস্টের সংখ্যা ৩০টি থেকে কমিয়ে ১০টিতে নিয়ে এসেছে যাতে করে ফোরাম মেম্বাররা আজেবাজে পোস্ট করে বেশী বোনাস নেওয়ার কথা বাদ দিয়ে শিক্ষামূলক পোস্ট করে আগের চেয়ে বেশী বোনাস নিতে পারে। কিন্তু আমি এখন দেখি যে বেশিভাগ মেম্বার তাদের বদভ্যাস ছাড়তে পারেনি। এখনও তাদের দিনে ২০-৩০টি পোস্ট করে থাকে যেগুলোর কোন কোয়ালিটি নেই। যা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য।
কথা হল যদি একটি পোস্ট ভাল হয় বা শিক্ষামূলক কিচ্ছু থাকে তবে সে পোস্ট থেকে ৫০ডলার পর্যন্ত বোনাস পাওয়া যায়। এছাড়াও মাসিক বোনাসের পরিমনও ২০০ থেকে বৃদ্ধি করে ২০০০ ডলার করা হয়েছে। তাই আমি বলব যে আমাদের ভাল ভাল হয় বা শিক্ষামূলক পোস্ট করা উচিত।
-
আমি মনে করি না আমরা দশ মিনিটের মধ্যে পাঁচটি পোস্টের ঊর্ধ্বে উঠতে পারি এবং আমরা জানি না দশ মিনিট পর আমরা পুনরায় পোস্টিং করা উচিত এবং আমরা প্রতিদিন আপনাকে পোস্ট করা উচিত যাতে আমরা এটি থেকে একটি খুব ভাল বোনাস পেতে এবং আরো ব্যবহার
-
আমি জানি না এইটা।তবে এটা দেখছি ১০ মিনিটের মধ্যে ৫ টি পোস্টের বেশি পোস্ট ক্ক্রা যায় না।শুনেছি দিনে ৩৫-৪০ টি পোস্ট করা যায় কিন্তু মানসম্মত পোস্ট ৫-১০ টি করাই ভালো।
-
আমি যতদূর জানি যে এই ফোরাম মাসে সর্বোচ্চ ২৫০ ডলার বোনাস পোস্টিং এর জন্য প্রদান করে থেকে । আমি এর রুলস গুলো পরে দেখেছি কিন্তু এমন কিছু পাইনি । শুধু পেয়েছি যে পোস্ট গুলো খুব ছোট হওয়া যাবে না , কমপক্ষে দুই লাইন করে হতে হবে , বানান ভুল এর দিকে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি বানান ভুল না হয় , তাছাড়া ফোরাম এর অন্য কোন সদস্য হেয় করে কোন কিছু বলা যাবে না ইত্যাদি । কিন্তু দিনে ঠিক কতটি পোস্ট করা যাবে এমন কিছু নাই। আবার বেশি পোস্ট করতেও ভয় হচ্ছে ।
-
মাসে সর্বোচ্চ ২৫০ ডলার আয় করা যায় পোস্ট করে। অর্থাৎ মাসে সর্বোচ্চ ১২৫০ টি পোস্ট করা যাবে। এই হিসাবে দিনে সর্বোচ্চ ৪১-৪২ টি পোস্ট করা যাবে। তবে দিনে ৩০ টি পোস্ট করাই উত্তম।
-
ফোরামে পোষ্ট করার জন্য কিছু নিয়ম কানুম আছে। যেমন কপি না করা, দিনপ্রতি পোষ্ট করা। ফোরামে সাধারনত প্রতিদিন ১০টা বেশি পোষ্ট করা নিয়ম। এ ছারা যদি আপনি প্রতিদিন এর বেশি পোষ্ট করে থাকেন তাহলে আপনি ফোরামে বোনাস শিকারি হিসাবে গন্য হতে পারনে এমনকি ফোরামে ব্যান হতে পারেন।তাই আমরা শুদ্ধ বানান লিখবো এবং নিয়ম মেনে চলবো
-
ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন সর্বোচ্চ কতোটা পোস্ট করা যায় সেই সম্পর্কে আমার কোনো ধারনা নাই । তবে আমি প্রতিদিন ১০ - ১৫ টি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকি । আমি যতোদূর শুনেছি ফরেক্স বাংলা ফোরামে নিয়মিত অতিরিক্ত থ্রেড পোস্ট করার কারণে আইডি ব্যান্ড করে দেওয়া হয়,,, কথাটা কতোটুকু সত্য সেটা আমার জানা নাই । তবে ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন অতিরিক্ত থ্রেড পোস্ট করা থেকে বিরত থাকায় উত্তম,,,,, ধন্যবাদ ।