ফরেক্স একটি বিশাল কারেনসি ব্যবসা। আমরা এত কম পরিমান বিনিয়োগ করে ট্রেড করতে পারি এটাই তো অনেক বেশি। এই মার্কেট এ যার যত বেশি ব্যালেন্স সে তত বেশি প্রফিট্যাবল। মার্কেট থেকে অনেক ট্রেডার আছেন যারা হাজার হাজার ডলার লাভ করছেন।
Printable View
ফরেক্স একটি বিশাল কারেনসি ব্যবসা। আমরা এত কম পরিমান বিনিয়োগ করে ট্রেড করতে পারি এটাই তো অনেক বেশি। এই মার্কেট এ যার যত বেশি ব্যালেন্স সে তত বেশি প্রফিট্যাবল। মার্কেট থেকে অনেক ট্রেডার আছেন যারা হাজার হাজার ডলার লাভ করছেন।
ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে কিছুই জানিনা।তারপরেও জতটুকু জেনেচি তাতে আমি ফরেক্স এর প্রতি আগ্রহশীল ।তাই আসা আছে ভবিসসতে ফরেক্স মার্কেট কে নিজের জিবনের সাতে জরিয়ে নিব।আমার আসা আছে ফরেক্স মার্কেট থেকে আমি আমার আয় এর পথ হিসেবে ফড়েক্স মার্কেট কে নিবো । এখোণো আমী ফোড়েক্স মার্কেট থেকে তেমন আয় কোরতে পারিনা তাই আসা আছে ভবিসসতে ভ্ল আয় কোরতে পাড়ব।
আমি যখন ফরেক্স মার্কেটে আসি তখন ফরেক্স মার্কেট সম্পরকে অনেক কথা বলত যে ফরেক্স মার্কেট ভাল না ফরেক্স করার দরকার নাই তাই আমি ফরেক্স মার্কেটে আশার পর থেকে আমার পরিবার এই সকল কথা শুনতে হত কিন্তু এখন আমি ফরেক্স মার্কেটে ভাল করার পর থেকে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করা ধরলে এখন পরিবার ফরেক্স মার্কেটকে খুভ ভাল বলে ।
আমি ফরেক্স থেকে প্রফিট/আয় করে আমার পরিবারের মুখে কতটা হাসি ফুটাতে পেরেছি বা খুশি করতে পেরেছি সেটা আমি বলতে পারবো না তবে আমি যে খুশি সেটা আমি কোন প্রকার সংকোচ ছাড়াই বলতে পারি। আমি সবচেয়ে খুশি এই কারনে যে হ্যা আমি আমার মেধাকে ভালো ভাবে খাটিয়ে সন্মানজনক একটা ভাল কিছু করতে পারছি।
পরিবারের আমাদের আশ্রয়ের সর্বশেষ ও সর্বশ্রেষ্ট স্থল । আমরা বিভিন্নজন বিভিন্ন কাজে যুক্ত থাকি আর আয় নির্বাহ করি শুধু পরিবারকে সুখি রাখার জন্যই । আমি এমন পরিবারকে সুখি রাখতে মুখে হাসি ফোটাতে এই ফরেক্স মার্কেটে আগমন । আর আমি এখনো একজন নতুন অবস্থার ট্রেডার হওয়ার কারণে আমি এখনো কোন ধরনরে আর্নিং করতে পারি নি । আমি আশা করব ভবিষ্যতে এ কাজটা করতে পারব ।
ফরেক্সে কাজ করতে পেরে তখন ট্রেডার নিজেও খুশি হন ফরেক্স এমন একটা বিজনেস যেটা সবার করার সুযোগ থাকে কিন্তু না বোঝার কারনে ফরেক্সে এসে অনেকে লস করে ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন বেশি লাভ করতে পারলেই আপনি আপনার পরিবারের স্বচ্ছলতা আনতে পারবেন এবং সকলের মুখে হাসি ফোটাতে পারবেন তবে এ জন্য অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হতে হবে ।
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে কিছুই জানিনা।তারপরেও জতটুকু জেনেচি তাতে আমি ফরেক্স এর প্রতি আগ্রহশীল ।তাই আসা আছে ভবিসসতে ফরেক্স মার্কেট কে নিজের জিবনের সাতে জরিয়ে নিব।আমার আসা আছে ফরেক্স মার্কেট থেকে আমি আমার আয় এর পথ হিসেবে ফড়েক্স মার্কেট কে নিবো । এখোণো আমী ফোড়েক্স মার্কেট থেকে তেমন আয় কোরতে পারিনা তাই আসা আছে ভবিসসতে ভ্ল আয় কোরতে পাড়ব।
এমন ট্রেডারের সংখ্যা অনেক আছে বাংলাদেশে যারা ফরেক্স করে পরিবারের ভরন পোষণের দায়িত্ব সঠিক ভাবে পালন করে যাচ্ছে। পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। আপনিও ফরেক্সে এগিয়ে আসুন এবং দেশের বেকার সমস্যার সমাধান করুন।
আসলে ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যেখানে ট্রেড করে আপনি খুব সহজেই আপনার নিজের মুখে এবং পরিবার এর মুখে হাসি ফুটাতে পারবেন । কারণ ফরেক্স মার্কেট এ যে কেও ট্রেড করে আয় করতে পারে । ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জান্তে হবে । তাহলেই আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো ।
পারিবারিক জীবনেও ফরেক্সের গুরুত্ব আছে। আপনি যদি কোন চাকরি করেন সেখান তেকে আপনি যা আয় করেন না কেন তা আপনার পরিবারের জন্য পোরাপুরি ভাবে হয়ে উঠে না। তাই সবাই একটি স্টায় ইনকামের দিকে জুকতে চায়। সে ক্ষেত্রে ফরেক্সকে আপনি আপনার পরিবারের জন্য স্টায় ইনকামের উৎস করতে পারেন। হয়ত এখন পর্যন্ত আমি পরিবারে মুখে হাসি ফুটাতে পারিনি ফরেক্স করে। তবে আশা করছি খুব শিগ্রই পরিবারের কাছ হতে আগের সেই সাপোর্ট আমি পাব এবং তাদের মুখে হাসি ফুটবে।