-
লিভারেজ সাধারনত লাগে না যদি না কোন বড় ট্রেড নিতে হয় বা অল্প এমাউন্ট দিয়ে বেশী নিতে হলে। তবে যদি আপনি লিভারেজ সাধারন মাপে যদি চান ১:৫০ বা ১:১০০ নিয়ে রাখতে পারেন। তবে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে না হলে আপনার একাউন্টের ক্ষতি হতে পারে। আর ট্রেড করার সময় স্টপলস-টেকপ্রফিট দিয়ে ট্রেড করতে হবে। নবাগতরা এসএল-টিপি ব্যবহার করতে চান না তাই বার বার একাউন্ট জিরো হয়। তাই সঠিক ধারনা না নিয়ে ফরেক্স ট্রেড করবেন না।
-
মূলত লিভারেজ বলতে আমাদের ব্যালেন্স এর উপর আমদের একটা লোন প্রদান করাকে বুঝায় । লিভারেজ আমাদের জন্য খুব সুবিধার একটি ব্যাপার । লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি ।একেক ব্রোকার একেক অনুপাতে লিভারেজ দেয় । এটা আমরাই ঠিক করে দিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব এবং লাভবান হতে পারব ।
-
ফরেক্স মার্কেট এ লিভারেজ একটি গুরুত্বপূর্ণ জিনিস,কারণ এটির উপর লাভ লস নির্ভর করে থাকে,তাই আপনার ব্যালেন্স অনুযায়ী লিভারেজ ব্যবহার করা উচিত,আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে থাকি,তাই আমার সর্বোচ্চ লিভারেজ এই বিজিনেস এ ১.৫০,বিভিন্ন একাউন্ট এর জন্য বিভিন্ন লিভারেজ থাকে।
-
ফরেক্সে কি পরিমান লিভারেজ নিবেন সেটা নির্ভর করবে ফরেক্স মার্কেটে আপনার ট্রেডিং দক্ষতা এবং আপনার মূলধনের উপর। আপনি ফরেক্স মার্কেটে একজন দক্ষ ট্রেডার হলে এবং আপনার মূলধন বেশি হলে আপনি লিভারেজ বেশি নিতে পারেন। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার এবং আপনার মূলধন কম হয় তাহলে কম পরিমান লিভারেজ নেওয়াই ভালো। সে ক্ষেত্রে স্টান্ডার্ড লিভারেজ হলো 1:50। ফরেক্স মার্কেটে কোন কোন ব্রোকার সর্বোচ্চ এক ডলারের বিপরীতে এক হাজার ডলার পর্যন্ত লিভারেজ নেওয়ার সুবিধা প্রদান করে থাকে। তবে ইনস্টা ফরেক্স ব্রোকার এর ফ্রি পোস্টিং বোনাস গ্রহণ করতে হলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের লিভারেজ অবশ্যই 1:50 হতে হবে। অন্যথায় আপনি পোস্টিং বোনাস থেকে বঞ্চিত হবেন।
-
লিভারেজ সব সময় সবোর্চ্চটাই নেওয়া উচিৎ কারণ কখনো কখনো ১০০% প্রফিটের সম্ভাবনায় ট্রেড করা যায়। তখন যদি লিভারেজ সর্বোচ্চটা থাকে তাহলে বড় বড় ট্রেড ওপেন করে খুব ভাল প্রফিট অর্জন করা যায়।
-
কি পরিমান লিভারেজ নিবেন এটা নির্ভর করে ডিপোজিটের পরিমান এবং ব্রোকারের ওপর। বিভিন্ন ব্রোকার আমাদের বিভিন্ন অনুপাতে লিভারেজ দিয়ে থাকে । ইন্সটাফরেক্স ব্রোকার ডিপোজিটের ওপর আমাদেরকে সর্বোচ্চ ১ঃ১০০০ গুন পর্যন্ত লিভারেজ দিয়ে থাকে। লিভারেজ হচ্ছে আমাদের ব্যালেন্স ডিপোজিটের উপর আমদের একটা লোন প্রদান করা যাতে আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি। কারণ ফরেক্স মার্কেটে আমাদের মত ছোট ইনভেস্টরদের ছোট ইনভেস্ট দ্বারা ট্রেড করা যায় না যেকারণে লিভারেজ আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয়। লিভারেজ দিয়ে আমরা আমাদের প্রকৃত ব্যালেন্স এর চেয়ে বেশি টাকার ট্রেড ওপেন করতে পারি । এটা আমরাই ঠিক করে নিতে পারি যে আমরা কি পরিমান লিভারেজ নিব । আমরা যত বেশি লিভারেজ নিব তত বেশি বড় ট্রেড ওপেন করতে পারব। আপনি যদি ১ঃ৫০ গুন লিভারেজ নেন এবং আপনার ডিপোজিট যদি ১০০ ডলার হয়ে থাকে তাহলে লিভারেজের ফলে আপনার ডিপোজিট হবে ৫০০০ ডলার। কিন্তু শর্ত অনুযায়ী আপনি ব্রোকারের লিভারেজ লস করতে পারবেন না। শুধুমাত্র লিভারেজটাকে কাজে লাগিয়ে প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে লিভারেজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ব্রোকারই বেশি লিভারেজ দেবার লোভ দেয় যা আসলে মোটেই ভালো নয়। কারন আপনার যদি লিভারেজ বেশি থাকে তখন আপনাকে বেশি বেশি ট্রেড নিতে মনে চাইবে এবং অতিরিক্ত লোভের আশায় যখন বেশি ট্রেড নিবেন তখন লসে পড়ে যেতে হবে। তাই লিভারেজ যত কম নেয়া যাবে ততই ভালো ১ঃ১০০ বা ১ঃ২০০ নিতে পারেন ।
-
লিভারেজ নেওয়ার অর্থ হল লোন নেয়া, অর্থাৎ বিভিন্ন ব্রোকার আমাদেরকে বিভিন্ন ধরনের লোন প্রদান করে থাকে, যাতে করে আমরা স্বল্প ব্যালেন্স ডিপোজিট করেও অনেক বড় লটে ট্রেড ওপেন করতে পারি,তারমানে লিভারেজ এর সুবিধা নিয়ে আমরা 100 ডলার ডিপোজিট করে ও 1000-10000 ডলার ব্যালেন্সের সমপরিমাণ ট্রেড ওপেন করতে পারি, এবং আমরা যারা স্বল্প পরিমাণ ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে চাই এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, কিন্তু আমার মতে লেভারেজ এর পরিমাণ 1:50 এর থেকে বেশি নেওয়া উচিত নয়,কেননা আমার যখনই অনেক বেশি লেভারেজ নিয়ে বড় লটে ট্রেড ওপেন করব তখন যদি মার্কেট আমাদের বিপরীত দিকে যেতে থাকে তাহলে যেকোনো সময় আমাদের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে,তবে কেউ যদি খুব ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারে তাহলে সে এর থেকে বেশি লিভারেজ নিউ একাউন্ট ওপেন করতে পারে, কিন্তু আমার কাছে 1; 50 লেভারেজ নেওয়াই সবথেকে উত্তম বলে মনে হয়, কারণ এতে আমার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার ঝুঁকি কম থাকবে।
-
লিভারেজ কম নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হতে পারে কারন বেশি লিভারেজ নিলে দেখা যায় অল্প এমাউন্ট নিয়েও অধিক টৃরেড করা হয়ে যাচ্ছে কারন লিভারেজ যেহেতু বেশি তাই ট্রেড অনেক বেশিই নিতে পারবেন এতে করে অতিরিক্ত লাভ বা অতিরিক্ত লস হবার সম্ভাবনা থাকে। তবে লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই লিভারেজটা কম নেওয়াই ভালো হবে ১ঃ৫০,১ঃ১০০ লিভারেজ নিতে পারেন আপনি।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিভারেজ আমার মনে হয় ১ঃ৫০ নেয়াই যুক্তিযুক্ত। কেননা এই পরিমাণ লিভারেজ নিয়েই অনেক ট্রেডারই ট্রেড করে থাকেন। এবং যেহেতু আমাদের বিনিয়োগ কম আর তাই আমি মনে করি আমাদের এই পরিমাণ লিভারেজ নিয়েই কাজ করা উচিত। তবে যাদের মূলধন বেশি তারা চাইলে কম লিভারেজ নিয়েই কাজ করতে পারেন। এতে কোন সমস্যা নেই। ধন্যবাদ