-
অতীত না হলে ভবিষ্যত হত না। অতীত আছে বলেই আমারা ভবিষ্যত নিয়ে ভাবি। অতীতকে সাথে নিয়ে ভবিষ্যত তৈরি করতে হবে। ফরেক্স মার্কেটের অতীত কে অনুশরন করে মার্কেট তৈরি করতে হবে। অতীত সম্পর্কে যত জানতে পারবেন ফরেক্স মার্কেট তত উন্নতি করতে পারবেন। আপনি সফলতা অর্জন করবেন।।।
-
ফরেক্সে প্রতিটা ট্রেড নেয়ার আগে আমাদের মার্কেট ভালোচভাবে এনালাইসিস করা উচিত। এই এনালাইসিস করলে দেখতে পারবো ইতিহাসের বারবার পুনরাবৃত্তি হয়েছে। অপরপক্ষে আমরা এই ইতিহাসের পুনরাবৃত্তির কথা মাথায় রেখেই ট্রেড করবো। ইতিহাসের পুনরাবৃত্তির ব্যপার টা মাথায় রেখে ট্রেড করলে লাভ করাটা সহজ হয়ে যাবে।
-
আমাদের পক্ষে আমাদের অতীতকে কিন্তু ভুলে থাকা কুন ক্রমে সম্ভব নয়। জীবনের প্রতিটি স্টেপে আমাদের অতীতকে সাথে নিয়েই চলতে হয়। ফরেক্স এর বেলায় ও তা অনুরুপ। এখানে আমরা ফরেক্স এর অতিত ইতিহাস ফেলে রেখে সামনে এগিয়ে যেতে পারব না। বিশেষত ফরেক্স মার্কেটিং এর বেলায় যখন আমরা ট্রেড করি। আমরা ট্রেড করার ক্ষেত্রে তার অতীত কে ফলো করতে হয় এবং তা থেকেই পরবর্তী সিদ্দান্ত নিতে হয়।
-
হ্যা, ফরেক্স মার্কেটে ইতিহাসের পুনরাবৃত্তি বার বার হয়ে থাকে। অর্থাৎ মার্কেটের সাপোর্ট এবং রেসিসটেন্স ইত্যাদি হিসেবে মার্কেট অনেক সময়ে মুভ করে থাকে। অতীতে যেভাবে মুভ করে ভবিষ্যতে প্রায় সে নিয়মেই মুভ করে। এজন্যই ট্রেডাররা অ্যানালাইসিস করার সময় অতীতের মার্কেটের প্রাইস কোথায় কেমন ছিল তা অ্যানালাইসিস করে থাকে।ফরেক্স মার্কেট একবারে কোন দিকে স্রতের মত প্রবাহিত হয় না এটি অধিকাংশ ক্ষেত্রেই উপর নিচ উপর নিচ করতে করতে আগে যেখান থেকে উঠেছে তার কাছে ফিরে এসে আবার উঠতে পারে তার মানে আগে ইতিহাসের অনুসারী হয়।
-
ফরেক্স মার্কেট যেখানে আপনি একটি ইতিহাস পুনরাবৃত্তি হবে এটাই স্বাভাবিক বিষয়। কেননা ফরেক্স মার্কেটে দেখা গেছে ট্রেড করে আপনি লস করছেন কিংবা লাভ করছেন। মার্কেটে একইভাবে আপ এন্ড ডাউন এর সমন্বয়ে চালিত হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনাকে একই ইতিহাস বা একই ঘটনা বারবার সম্মুখীন হতে হবে। তাই আমরা ফরেক্স মার্কেটকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটনা হিসেবে বিবেচিত পুনঃরাবৃত্তি ঘটনা বলে থাকি।
-
ফোরেক্স মার্কেটে ইতিহাসের পুনরা বৃত্তি একটি সাধারন ঘটনা কেউ যদি আসলে কয়েক বছর ধরে এই মার্কেটে থাকে এবং মার্কেটে ফলো করে তাহলে আমাদের অনেক কিছু সম্পর্কে জ্ঞান চলে আসবে। মার্কেটে যদি আমাদের বড়বড় মুভমেন্টগুলো নোট করে রাখতে পারি তাহলে আমাদের অনেক বিষয়গুলো চোখের সামনে থাকবে।
-
ফরেক্স মার্কেট বার বার পুনরাবৃত্তি হয় এ কথার সাথে আমি একমত । কেননা আমাদের দৈন্দিন জীবনে যেমন পরিবরতন আছে , ইতিহাস এর পুনরাবৃত্তি হয় , ফরেক্স মার্কেট ও সেই রকম পরিবর্তন আছে বা হয় । ফরেক্স মারকেটে সবসময় কারেন্সি পরিবর্তন হয় । কখনো মার্কেট আপ , কখনো মার্কেট ডাউন হয়, আবার কখনো মার্কেট পূর্বের অবস্থায় ফিরে আসে । অর্থাৎ বার বার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে । আবার ভাল ভাবে মার্কেট এনালাইসিস করতে গেলে পূর্বের মার্কেট ইতিহাস দেখে তারপর এনালাইসিস করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয় । তবেই ভাল প্রফিট করা সম্ভব ।
-
ফরেক্সে ব্যবসায়ে ক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃতি হয় বলে আমরা এখন পর্যন্ত ফরেক্সে ভাল ভাবে পোস্টিং করে আমাদের আর্থিক আয় বৃদ্ধি করতে পারছি । যারা অতীতে পরিশ্রমী ছিল আমরা তাদের কে ফলো করে অনেব দুর এগিয়ে যাচ্ছি।মাঝে মাঝে আমাদের ট্রেডে কিছু ভুল হয় কারন আমরা কখোনোই আমদের ট্রেডের ইতিহাস দেখি না এবং তার উপর প্রাকটিস করি না যার কারনে আমরা আমাদের কিছু লস করে থাকি।আমি এর সাথে এক মত যে মাঝে মধ্যে ইতিহসের পুনরাবৃতি হয়ে তাকে ।অনেক সময় মার্কেট উপরে গেলেও মৃার্কেট তার অবস্থানে ফিরে আসে।কারন মার্কেট প্লেস এর সাপোর্ট এবং রেজিসটেন্ট তৈরি করে এই মার্কেটের পুরানো অবস্থানগুলোই তাই ফরেক্স মার্কেটের ক্ষেত্রে পুরানো ইতিহাস সম্পর্কে ধারনা রাখা অবশ্যই অতিব জরুরি।
-
ইতিহাসের বার বার পুনরাবৃত্তি হয় বলেই আমরা মার্কেটে টেকনিক্যাল এ্যানালাইসিস করে থাকি । মার্কেট পূর্বে কোথায় গিয়ে ব্রেক করেছিল এবং কোথায় গিয়ে মার্কেট সাপোর্ট নিয়েছিল তা আমরা চ্যাট দেখে বুঝতে পারি এবং আমরা আশা করি ভবিষ্যতেও মার্কেট একই জায়গায় গিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে ।
-
ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রেই পুনারাবৃত্তি হয়ে থাকে । এ কথাকে গুরত্ব দিয়েই ট্রেডাররা এখানে ট্রেড করে থাকে । অার পুরোনো চার্টগুলো দেখে মার্কেটের কন্ডিশন বুঝা যায় । আর মার্কেট কন্ডিশন বুঝে সে অনুযায়ী এনালাইসিস করে তা থেকে আমর যদি ভাল কিছূ শিখতে পারি তবে তা আমাদের জন্য অত্যন্ত ভালো হবে বলে মনে করি ।মার্কেট এনালাইসিস করলে আমরা দেখি মার্কেট প্রায় সময় উটা নামার মধ্যে থাকে।তবে কখন কখনও মার্কেট অনেক বেড় যায় পরে একটু সময় নিয়ে হলেও আবার পুণরায় আগের জায়গায় ফিরে আসে। এখানে কখনও এক তরফা ভাবে উটছেতো উটছে আর নামার খবর নাই এমন হয় না। আবার এক তরফা ভাবে শুধু নামতে থাকেনা। একটু কম বেশি উঠা নামা করে দেরিতে হলেও মার্কেট আগের জায়গায় ফিরে আসে। তাই ফরেক্স ইনভেস্ট বেশি হলে লংট্রেড করা ভাল।