-
ফরেক্স মার্কেট এ আমি রিয়েল ট্রেড করতেছি প্রাই তিন মাস ধরে।তার আগে আমি ফরেক্স মার্কেট নিয়ে লেখাপড়া করেছি।তারপর আমি ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হওয়ার জন্য ডিমু একাউন্ট এ ট্রেড করি।ডিমু একাউন্ট এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এর রিয়েল ট্রেড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।আমি এখন ফরেক্স মার্কেট এ রিয়েল ট্রেড করি।এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারতেছি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি ফরেক্স মার্কেট এ দৈনিক ২-৩ঘন্টা সময়দি।
-
আমি মূলত ডেমো ট্রেড করছি এবং আমি রিয়াল ট্রেডে ট্রেড করার যথার্থ যোগ্যতা অর্জন করতে পারিনি । তবে আমার খুব ইচ্ছা আমি রিয়েল একাউন্টে ট্রেড করব এবং নিজরে স্বপ্নগুলো পূরণ করব । রিয়েলেএকাউন্টে চাইলে যে কোন সময় ট্রেড করা যায় তবে ট্রেড করার জন্য যে যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন আছে তা ইচ্ছা হলেই পাওয়া যায়না । দক্ষতা অর্জন করার জন্য চেষ্টা থাকতে হয় এবং পরিশ্রম করতে হয় ।
-
হ্যা আমি রিয়েল ট্রেড করতেছি তবে এখনো অনেক লসে আছি। কারণ আমি ফাস্ট ৫০ ডলার দিয়ে ট্রেড করা শুরু করি আশা করি সামনে আরও উন্নতি হতে পারব। কারণ লস খেলেও সমস্যা নেই কারণ কেন লস খেতে হয় তা লস হওয়ার পর বুঝা যায়।
-
হ্যা আমি ফরেক্স মার্কেটে গত একমাস যাবৎ ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করে আসছি। কিন্তু আমি ফরেক্স মার্কেটে রিয়াল ট্রেড করার আগে আমি ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করেছি প্রায় ছয় মাসের মত।কিন্তু আমি মনে করি রিয়াল ট্রেডের ছেয়ে ডেমো ট্রেড করে লাভ করা যায় অনেক বেশি। তবে ডেমো ট্রেড করা খুবই দরকার।
-
জ্বি ভই আমি অনেক আগে থেকেই রিয়েলে ট্রেড করি । প্রথমে কিছুদিন ডেমোতে ট্রেড করতাম । ডেমোতে ট্রেড করে কিছু বুঝার পরপরই আমি রিয়েলে ট্রেড শুরু করি । আর এখন রিয়েলে ট্রেড করি এবং ডেমোটা্ও প্যাকটিস করি রেগুলার । আমার কাছে মনে হয় ডেমো না করে রিয়েলে ট্রেড করা ঠিক না ।
-
হ্যা আমি রিয়েল ট্রেড করি। প্রায় এক বছর যাবত আমি রিয়েল ট্রেড করি। এবং এই এক বছরে মাঝে মাঝে প্রফিট করেছি আবার মাঝে মাঝে লসও করেছি। আসলে রিয়েল ট্রেড করতে গিয়ে অনেক কিছুই জানতে পেরেছি। অনেক ভুল ত্রুটিও করেছি । অনেক শিখেছিও।
-
হ্যা আমি রিয়েল ট্রেড করি। এবং প্রতিদিন ভালই টাকা আয় করি। আমি যতটুকু ততটুকুই আমি ফরেক্স থেকে পাই। আমি খুব বেশি লোভ করিনা। তাই লসের পরিমানটা অনেক কম।
-
আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আসলে ফরেক্স এ রিয়েল ট্রেড করা অনেক বড় একটা বিষয়। না যেনে বুজে ত আর এখানে আমরা ট্রেড করতে পারি না। রিয়েল ট্রেড এ আমার এখন ও তেমন কোন প্রফিট হয় নি। তবে আশা করছি হবে। তবে এটা সত্য যে আমি অনেক দিন ডেমোতে কাজ করেছি এবং ভাল রেজাল্ট করায় রিয়েল এ পা বারিয়েছি। আমি মনে করি রিয়েল ট্রেড করতে আমাদের একটু সময় নিতে হবে এবং সবকিছু বুঝতে হবে।
-
হ্যা , অবশ্যই আমি রিয়েল ট্রেড করি । কিন্তু আমি যতটা এখনো ভুল করি অদূর ভবিষ্যতে ফোরাম করে এই সমস্যা আর থাকবে না । সুতরাং আমার মত আপনারাও এই ব্যবসা করার আগে ফোরামে যোগদেন তারপর রিয়েল ট্রেড করুন তাহলে সফলকাম হতে পারবেন ।
-
আমি রিয়েল ট্রেড করি এবং পাশাপাশি ডেমো ট্রেডও করি।কারন ডেমোতে বিভিন্ন স্ট্রাটেজি এবং প্লান টেস্ট করে রিয়েলে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এতে করে ট্রেড ভালোভাবে শিখা যায়। শুধু ডেমো ট্রেড করে সবসময়ই ভালোভাবে ফরেক্স শিখা যায়না। অল্প পুজি দিয়ে অল্প রিস্কে ট্রেড করে ট্রেড শিখা সম্ভব হতে পারে।