-
আমার মতে ফরেক্স মার্কেট এ নিউজ এর সময় ট্রেড করা উচিত না কারন আপনি যখন নিউজ এর সময় ট্রেড করবেন তখন আপনার বড় লস হতে পারে তাই নিউজ এর সময় ট্রেড করা যাবে না আপনি যদি নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করেন সেটা আলাদা ব্যাপার কারন নিউজ এর সময় নিউজ ট্রেডিং সিস্টেম এ ট্রেড করলে ভাল লাভ করা যায়
-
নিউস পড়ে ট্রেডিং করতে পারলে অনেক ভালো লাভ করা যাই. কিন্তু ভালো ভালো নিউস কোথায় পাবো কেউ বলে না. যদি আমরা সবাই যে যেখান থেকে যত নিউস পাই বা এনালিসিস পাই সব গুলির লিংক গুলি পোস্ট করলে সবাই উপকৃত হতো আমি যে লিংক এ নিউস পড়ি সেটা হলো-https://www.instaforex.com/forex_analysis আপনারা যে যে লিংক এ নিউস পড়ে ট্রেড করেন দয়া করে পোস্ট করেন তাইলে সবাই উপকৃত হবে.
-
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের সফলতা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর অনেকটাই নির্ভর করে৷ ফান্ডামেন্টাল এনালাইসিসের মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কারেন্সি পেয়ারের ওপর নিউজ ইমপেক্ট৷ যখন কোনো বড় ধরনের নিউজ প্রকাশিত হয় তখন মার্কেটে লেনদেন শুরু হয়ে যায়৷ফলে ঐ নির্দিষ্ট পেয়ারের ভলাটিলিটি অনেক বৃদ্ধি পায়৷মার্কেটে বড় বড় নিউজের ইমপেক্টের কারণেই লেনদেন করার পরিবেশ সৃষ্টি হয়৷ফলে সব সময় ট্রেডারগণ এই নিউজ ইম্প্যাক্ট গুলোর উপর অত্যন্ত সজাগ দৃষ্টি রাখেন৷দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগণ এই নিউজগুলোর ইমপেক্টের সময়ে ট্রেড করে পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷এজন্য নিউজ ইমপেক্টগুলোকে খুবই গুরুত্ব দিতে হয়৷
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে অনেকে শুধু নিউজ ট্রেড করেই টাকা উপার্জন করে । কারন নিউজ এর সময় মার্কেট কয়েকশ পিপস পর্যন্ত মুভ করতে পারে । আর যারা নিউজ ট্রেডার তার মার্কেট এর এই জিনিস্টা কাজে লাগিয়ে একবারেই অনেক আয় করে নেয় । আসলে নিউজ ট্রেড করতে পারলে অনেক লাভ করা যায় কিন্তু আমরা নিউজ এনালাইসিস করতে পারি না তাই নিউজ এর সময় লাভ না করে বেশি লসই করে থাকি ।
-
ফরেক্সে নিউজ ট্রেডিং এর গুরত্ত অনেক বেশি , কারণ এই নিউজের উপর অনেকাংশে আপনার লাভ লস নির্ভর করে । তাই ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে খবর রাখাটা খুবই জরুরী । আর বিশেষ করে তো নতুনদের জন্য ত অবশ্যই ।
-
ট্রেডিংয়ে নিউজের গুরুত্ব বেশ দেখার মতো।তবে নিজগুলো হতে হবে শক্তিশালী উচুমানের নিউজ।হাই ইমপ্যাক্ট নিউজগুলো পরিস্তিতি বিবেচনায় মার্কেটে ব্যাপক পরিবর্তন ঘটাতে সহায়ক হয়।যেমন আজ (১৫-০৫-২০১৫ ইং)শুধুমাত্র মার্কেটের পজিশন বিবেচনায় euro/usdপেয়ারে রাত ৮টার সময় নি�জে ১০০পিপস আপ হয়েছে।এটা শুধু নিউজ এবং পজিশনের কারনে এতো মুভ করেছে।সুতরাং ফরেক্স এ নিউজের গুরুত্ব অনেক।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডাররা সাধারণত ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর অনেক বেশি নির্ভরশীল। ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূল কারণ হচ্ছে নির্দিষ্ট পেয়ারে উপর যে নিউজটি প্রকাশিত হয় সেটার উপর নির্ভর করে উক্ত পেয়ারের বড় ধরনের লেনদেন শুরু হয়। অর্থাৎ মার্কেটে যে সব বড় বড় নিউজগুলো যে পেয়ারের উপর প্রকাশিত হয় তার উপর ভিত্তি করে ফরেক্স মার্কেটে বড় ধরনের লেনদেন তৈরি হয়। ফলে যে সকল ট্রেডাররা উক্ত নিউজগুলো যদি সঠিকভাবে বুঝতে পারে তাহলে সে মোটামুটি ভাল মুনাফা উপার্জন করতে সক্ষম হয় উক্ত নিউজগুলোর উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেটে আমি মনেকরি সবচেয়ে নিউজ কে বেশি গুরুত্ত দেয়া উচিত কারন মারকেট সবসময় নিউজ এর উপর বেশি প্রভাব পরে তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে আগে নিউজ দেখতে হবে তারপর ট্রেড করতে হবে নিউজ কে ভাল করে গুরুত্ত দিতে হবে।
-
নিউজ ট্রেড অবষ্যই ভাল। তবে তার জন্য একাউন্ট ব্যালান্স একটু বেশিই প্রয়োজন। নিউজ ট্রেড করতে হলে অবষ্যই ক্যাণ্ডেল ষ্ট্রিক সাপট রেজিষ্ট্যান্স এবং ডেইলি নিউজ খুব ভাল মত পড়ে বুঝতে হবে। তা না হলে নিউজ ট্রেড করা যাবে না। নিউজ ট্রেড বুঝে করতে পারলে এখান থেকে ভাল প্রফিট করা সম্ভব।
-
আমরা জাফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেডের সফলতা ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর অনেকটাই নির্ভর করে৷ ফান্ডামেন্টাল এনালাইসিসের মূল বিষয় হচ্ছে নির্দিষ্ট কারেন্সি পেয়ারের ওপর নিউজ ইমপেক্ট৷ যখন কোনো বড় ধরনের নিউজ প্রকাশিত হয় তখন মার্কেটে লেনদেন শুরু হয়ে যায়৷ফলে ঐ নির্দিষ্ট পেয়ারের ভলাটিলিটি অনেক বৃদ্ধি পায়৷মার্কেটে বড় বড় নিউজের ইমপেক্টের কারণেই লেনদেন করার পরিবেশ সৃষ্টি হয়৷ফলে সব সময় ট্রেডারগণ এই নিউজ ইম্প্যাক্ট গুলোর উপর অত্যন্ত সজাগ দৃষ্টি রাখেন৷দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগণ এই নিউজগুলোর ইমপেক্টের সময়ে ট্রেড করে পর্যাপ্ত প্রফিট করে থাকেন৷এজন্য নিউজ ইমপেক্টগুলোকে খুবই গুরুত্ব দিতে হয়৷নি