-
ফরেক্স মার্কেট এ আমরা অনেক কারেন্সিতে ট্রেডিং করে থাকি তার মধ্যে ক্রস কারেন্সিতে ট্রেডিং করে থাকি,তাই আমাদের আগে জানিতে হবে ক্রস কারেন্সি কি,তাই আমি মনেকরি আমি ডিপোজিট করলাম ইউএসডি ডলার আর আমি ট্রেডিং করলাম ইউরো জিবিপি,তাই আমি ক্রস কারেন্সিতে ট্রেডিং করলাম
-
ফরেক্স মার্কেটে মূলত দুই ধরনের কারেন্সি পেয়ার রয়েছে। একটি হল মেজর কারেন্সি। মেজর কারেন্সি বলতে বুঝায় যে সমস্ত কারেন্সি পেয়ারে ইউএসডি থাকে। আর অপরটি হল ক্রস কারেন্সি । ক্রস কারেন্সি বলতে বলতে বোঝায় যে সমস্ত কারেন্সি পেয়ারে ইউএসডি এর কোনো সম্পৃক্ততা নেই।
-
ফরেক্স মার্কেটে সবগুলো কারেন্সি পেয়ার আকারে কেনাবেচা করা হয় । আপনি সেসব পেয়ারে ট্রেড করেন তার মধ্যে দেখবেন কতগুলো পেয়ারে ইউএসডি আছে আবার কতগুলো পেয়ারে ইউএসডি নাই । যেসব কারেন্সি পেয়ারের যেকোন একটি ইউএসডি তাকে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার বলে । আর যেসব কারেন্সি পেয়ারের দুটি কারেন্সির মধ্যে কোনটি ইউএসডি নয় তাকে ক্রস কারেন্সি পেয়ার বলে । আশা করি ক্রস কারেন্সি পেয়ার এর ব্যাপারটি আপনাদের কাছে পরিস্কার ।
-
যখন একটি কারেন্সি পেয়ারের কোনটি তেই ডলার থাকবে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে। ক্রস কারেন্সি পেয়ারে সাধারনত স্প্রেড অনেক বেশি থাকে এবং প্রফিট করা কঠিন হয়ে যায়। ফরেক্সে ক্রস এবং মেজর কারেন্সির প্রকার রয়েছে।ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।eur/jpy, gbp/jpy,eur/aud এগুলো প্রত্যেকটি ক্রস কারেন্সি পেয়ার। খেয়াল করলে দেখতে পাবেন এগুলোর কোনটি তেই ডলার নেই।যখন একটি কারেন্সি পেয়ারের কোনটি তেই ডলার থাকবে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে।
-
মেজর পেয়ার হল সংক্ষেপে ইউএসডির বিপরীতে সব কারেন্সি। আর ক্রস কারেন্সি হল ইউএসডি ছাড়া অন্য সব কারেন্সি পেয়ার। ক্রস পেয়ার এ ট্রেডার সংখ্যা অনেক কম। কারন এই সব পেয়ারে মুভ অনেক বেশী হয়। স্পেড ও অনেক বেশী থাকে। অনেককে আবার এই সব পেয়ার এর বৈশিষ্ট জানেন না। ইউএসডি পেয়ার এর সাথে সম্পর্কিত নয় এমন সব পেয়ার এ ট্রেড করা । যেমন ইউরো এইউডি পেয়ার । যেসব পেয়ার এর সাথে ইউএসডি আছে সেগুলোকে মেজর কারেন্সি পেয়ার বলে । ফরেক্স ট্রেডিং এর জন্য এটি জানা খুব বেশি দরকার ।
-
একটি কারেন্সি পেয়ারের কোনটি ডলার থাকে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে। ক্রস কারেন্সি পেয়ারে সাধারনত স্প্রেড অনেক বেশি থাকে এবং প্রফিট করা কঠিন হয়ে যায়।কারেন্সি পেয়ার গুলো হল ডলার, ইউরো, জিবিপি, জেপিওই,আর অনেক পেয়ার আছে এর মধ্যে ইউএসডি পেয়ার যদি না থাকে সেই পেয়ারকে ক্রস পেয়ার বলে যখন একটি কারেন্সি পেয়ারের কোনটি তেই ডলার থাকবে না তখন তাকে ক্রস কারেন্সি পেয়ার বা ক্রস পেয়ার বলা হয়ে থাকে।
-
আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি । কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। যেমন ইউরো জেপিওয়াই । আমরা ক্রস কারেন্সী পেয়ারে ভালোভাবে কাজ করার চেষ্টা করব ।
-
তবে একটা জিনিস কী জানেন- ক্রস পেয়ারে স্প্রেড একটু বেশিই হয় এবং এই পেয়ার গুলো মূভমেন্ট একটু বেশিই করে। তাই আমি মনে করি এই পেয়ার গুলো তে ট্রেড করার আগে একটু বুঝে শুনে ট্রেড করবেন কেননা এখানে বেশি লস হবার সম্ভাবনা খুবই বেশি হতে পারে। আমি পারত পক্ষে এই পেয়ার গুলোকে সমীহ করে চলি।
-
ফরেক্স মার্কেট এ দুই দরনের কারেঞ্চি রয়েছে।যেমন-মেজর কারেঞ্চি এবং ক্রস কারেঞ্চি।সকল ইউ এসডি সম্পর্কিত কারেঞ্চি হচ্ছে মেজর কারেঞ্চি এবং ইউ এসডি ব্যতীত সকল কারেঞ্চি হচ্ছে ক্রস কারেঞ্চি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে আমরা মেজর কারেঞ্চি কে বেসি প্রাধান্য দিয়ে থাকি।এছাড়া ফরেক্স মার্কেট এ আমরা আরও বিভিন্ন জিনিষ নিয়ে ট্রেড করি।যেমন-ফেইসবুক,গুগোল,ইত্য াদি।এই বিষয় গুলোর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।তবে এই গুলতে ট্রেড না করাই ভালো।ডলার এর সাথে যে পেয়ার গুল নাই সে গুল কে ক্রস কারেন্সি পেয়ার বলে যেমন gbp/jpy, eur/gbp, aud,cad এই রকম যত পেয়ার আছে তাদের কে ক্রস কারেন্সি পেয়ার মধ্য পরে আপনি ক্রস কারেন্সি পেয়ার অনেক বেশি মুভ করে ক্রস কারেন্সি পেয়ার এ হটাট করে মুভ করার কারন এ নতুন টেড আর অনেক বেশি লস করে ফেলে তাই নতুন টেড আর দের ক্রস কারেন্সি পেয়ার এ টেড করা উচিত না
-
কারেন্সি পেয়ারের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করা হয়। যদি এই কারেন্সি পেয়ারের কোনটিই ডলার না হয় তবে এই কারেন্সি পেয়ারকে ক্রস কারেন্সি পেয়ার বলা হয়।ফরেক্সে মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে ডলার বেইজড। যেমনঃ eur/usd, gbp/usd, usd/jpy, aud/usd ইত্যাদি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক কারেন্সির একটি হচ্ছে ডলার (usd)। ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ক্রস কারেন্সি পেয়ার দেখতে এরকম eur/jpy, gbp/jpy, eur/gbp । ক্রস কারেন্সি পেয়ারগুলো চলে আসায় অনেক সুবিধা হয়েছে ফরেক্স ট্রেডারদের।এখন অনেক বেশি কারেন্সি পেয়ার ট্রেড করা যায়।ফরেক্সে ক্রস এবং মেজর কারেন্সির প্রকার রয়েছে।ইউএসডি ব্যতীত যে কোনো পেয়ার দেখা গেলে তাকেই ক্রস পেয়ার বলা যায়।অর্থাৎ যে পেয়ারের সাথথে ইউএসডি নেই সেটাই ক্রস পেয়ার।যেমনঃEuro/Jpy,Cny/Jpy,Cad/Cny,Euro/Chf ইত্যাদি পেয়ারগুলোকেই ক্রস কারন্সি পেয়ার বলা হয়ে থাকে।