-
অনেক ভালো ট্রেডার আছেন যারা স্ক্লাপিং করেও মাসে ১০০০ পিপ এর বেশি করতে পারছে। স্কাল্পিং কত আয় করা যাবে সেটা বলা যাবে না। কারন মার্কেট এর অবস্থা সব সময় একরকম থাকে না। মার্কেট এ আপনি অবস্থা বুঝে ট্রেড নিবেন। আর মার্কেট যখন ভোলাটাইল বেশি থাকে তখন স্ক্লাপিং করে বেশী লাভ করা যেতে পারে।
-
ভাই ফরেক্সে স্কালপিং করে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। যদি স্কাল্পিং কি এবং কেমন করে করতে হয় এটা ভাল বুঝেন। তো ঘটনা হলো আপনি যদি ১ মিনিট অথবা ৫ মিনিটের চার্টে বা এগুলো টাইম ফ্রেম নিয়ে এখানে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেডগুলো খুব শিঘ্রই ক্লোজ হবে এটাই সুবিধা আরকি। আর এছাড়াও এই টাইম ফ্রেমগুলোতে বেশি পরিমাণে ট্রেড নিতে পারবেন। তবে দক্ষতা ও সিস্টেম ভাল থাকতে হবে আপনার।
-
স্কাল্পিং করে আপনি অনেক টাকা আয় করতে পারেন। এতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সবসময় আপনাকে মার্কেটে থাকতে হবে। আপনি যদি মার্কেট ভাল এনালাইসিস করতে পারেন তাহলে আপনি স্কাল্পিং করে অনেক টাকা আয় করতে পারেন।
-
স্কেলপিং করে সবাই লাভ করতে পারে না। কারন স্কেলপিং করতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভাল ধারনা থাকতে হয়। ভাল ধারনা না থাকলে স্কেলপিং করে আপনি যা লাভ করবেন তার চাইতে বেশি লস করবেন। তাই আগে ভালভাবে ডেমোতে চেষ্টা করুন। সফল হলে রিয়েল এ শুরু করুন।
-
অবশ্যই আপনি স্ক্যাল্পিং করে আয় করতে পারবেন তবে এজন্য আপনাকে কঠোর অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। যখন আপনি এই মার্কেট সম্পর্কে ভালভাবে জ্ঞান অর্জন করতে সক্ষম হতে পারবেন তখন অবশ্যই স্ক্যাল্পিং করলে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। এছাড়া আপনি যদি অল্প পরিমাণ দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে স্ক্যাল্পিং শুরু করেন যদি তাহলে আমার মনে হয় আপনি লস ছাড়া কিছুই উপভোগ করতে পারবেন না। এজন্য আমি মনে করি স্ক্যাল্পিং সবার জন্য প্রযোজ্য নহে। আপনি যদি স্ক্যাল্পিং করে প্রফিট করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ডেমো ট্রেডিং এবং স্ট্রাডি করতে হবে।
-
স্ক্যাল্পিং সব সময় করা যায় । মার্কেট উঠলে ও করা যায় । মার্কেট নামলে ও করা যায় । সারা দিন রাত যখন ইচ্ছে তখন করা যায় । তবে স্ক্যালপিং করতে গেলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি স্ক্যাল্পিং করছেন । মার্কেট ধরে রাখলে লাভ হবে । এসব চিন্তা বাদ দিতে হবে । কারণ এটি এনালাইসিস করা হয় ৫ থেকে ২০ পিপ্স লাভ করার জন্য । তাই যে কোন সময় মার্কেট আপনার বিপক্ষে যেতে পারে ।
-
স্কালপিং করে অনেক আয় করা সম্ভব। কিন্তু আমি মনে করি সবচেয়ে ভালো লং ট্রেড করতে পারলে। কেননা লং ট্রেড ছাড়া মার্কেট এ টিকে থাকা সম্ভব না। সাময়িক সময় প্রফিট করা গেলেও মার্কেট এ টিকে থাকার জন্য আমদের লং ট্রেড এনালাইসিস করা উচিত।
-
আমার মতে ফরেক্স মার্কেটে আগে ভালোভাবে স্কালপিং শিখতে হবে।ছোটো টাইমফ্রেমে ৫-১০পিপস লাভ হলেই ক্লোজ করতে হবে।এভাবে যত ট্রেড নেওয়া যাবে এবং প্রতিটি ট্রেডেই যদি লাভ হয় তবে স্ব্যালপিং করেও ভালো আয় করা যায়। আপনার ব্যালেন্স যদি ১০ ডলার এর মত হয় তাহলে আপনি সেখান থেকে দিনে ১-১.৫ ডলার প্রফিট করতে পারেন । তবে স্ক্যাল্পিং করার জন্যও আপনাকে ছোট ছোট টাইম্ফ্রেম গুলো এনালাইসিস করতে হবে ।
-
স্ক্যাল্পিং হচ্ছে স্বল্প সময়ে ট্রেড করে মুনাফা উপার্জন করাই হচ্ছে স্ক্যাল্পিং এর কাজ। স্ক্যাল্পিং করে করে আয় করতে হলে আপনাকে আগে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তারপর টাইম ফ্রেম অনুযায়ী ট্রেডিং কৌশল শিখতে হবে, নিউজগুলো সঠিকভাবে পড়ে বুঝতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং তার উপর নির্ভর করবে আপনি স্ক্যাল্পিং করে কত ইনকাম করতে পারবেন।
-
আপনি যেই সিস্টেম দিয়েই ফরেক্স করেন না কেন আপনি নিদিষ্ট করে লাভ করতে পারবেন না। কারন ফরেক্স এর লাভ কোন সিস্টেম এর উপর নিরভর করে হয় না। এখানে লাভ হয় মার্কেট এর মুভমেন্টের উপর ভিত্তি করে, মার্কেট জত নড়াচড়া করবে তত লাভ হবে।