-
বাংলা ফরেক্স ফোরাম ইন্সটা ব্রোকার এর একটি সাইট,তাই বাংলা ফরেক্স ফোরাম এর বোনাস ইন্সটা ফরেক্স ব্রোকার এর ট্রেড একাউন্ট এ মাস শেষ বা শুরুতে যোগ হয়ে থাকে,একটু দেরি হলেও আমরা আমাদের বোনাস আমাদের ট্রেডিং একাউন্ট এ পাই এবং তা দিয়ে ট্রেড করতে পারি খুব সহজে।ইন্সটা ফরেক্স ব্রোকার আমার দেখা একটি ভালো সাইট।
-
ফরেক্স বাংলা ফোরাম সাইটি ইন্সটা ফরেক্সের আওতাভুক্ত।এখান থেকে আপনি পোস্ট করে যে বোনাস লাভ করবেন সেটা মাস শেষে আপনার ইন্সটা ফরেক্সের রিয়াল একাউন্টে যোগ হবে যদি সেটা রিয়াল একাউন্টের সাথে এটাচ করা থাকে। এ বোনাস ডলার দিয়ে আপনি রিয়াল একাউন্টে ট্রেড করতে পারবেন এবং যে প্রফিট হবে সেটা আপনি একটি নির্দ্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তুলতে পারবেন।
-
আপনি এই বাংলা ফোরামে পোস্ট করে সেই বোনাস ইন্সতা ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্টে পাবেন। এর জন্য আপনাকে ইন্সতা ফরেক্সে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্ট আপনার ফোরাম অ্যাকাউন্ট এ যোগ করতে হবে। আর আপনি এই বোনাস আপনার রিয়েল অ্যাকাউন্ট এই পাবেন। আপনি ট্রেড করে লাভ করতে পারলে আপনার লাভের টাকা উত্তোলন করতে পারবেন।
-
আপনার ফোরাম এর টাকা ইন্সটাফরেক্স একাউন্ট এ যোগ হবে।আর এই বোনাস আপনার লাইভ একাউন্ট এ যোগ হবে। ফোরাম এর বোনাস টাকা ইন্সটাফরেক্স একাউন্ট এ যোগ করতে হলে আপনাকে ,ফোরাম থেকে এটাছ ফর বোনাস এই অপশন থেকে যোগ করা লাগবে।তবেই আপনার একাউন্ট এ আপনার টাকা যোগ হবে।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ইন্সটাফরেক্স ব্রোকারের একটি এফিলিয়েট প্রোগামের অংশ। তারা এখানে নতুন ট্রেডার তৈরির উদ্দেশ্যে বোনাস প্রদান করে থাকে আর এই বোনাস নিতে হলে আমাদেরকে ইনস্টাফরেক্সে একটা একাউন্ট খুলতে হবে এবং সেই একাউন্টটি ফোরামের সাথে সংযুক্ত করতে হবে তাহলেই আমাদের বোনাস রিয়েল একাউন্টে চলে আসবে।
-
হলে আমাদেরকে নিয়ম মেনে ফরেক্স করতে হবে । ফরেক্স অনেক ঝুকিপূর্ন একটি ব্যাবসা । এখান থেকে যেমন অনেক বেশি আয় করা যায় তেমনি অনেক বেশি লসও হয় । তাই আমাদেরকে যথাযথ সাবধানতা অবলম্বন করে ফরেক্স ট্রেড করতে হবে । আআমদের উচিত খুব বেশি রিস্ক নিয়ে ট্রেড না করা । রিস্ক রিওয়্যার্ড রেশিও হিসাব করে ট্রেড করতে হবে । রিস্ক এর চেয়ে রিওয়্যার্ড বেশি হলেই আমরা ট্রেড এ এন্ট্রি নিব না হলে না ।
-
ইন্সতাফরেক্স একমাত্র ব্রোকার যাদের ফোরাম কমিউনিটি আছে এবং যারা নতুন ট্রেডারদের জন্য অনেক সুযোগ দিয়ে থাকে । তাছাড়া যে কেউ চাইলে পোষ্ট করে তার ক্যাপিটাল গুছিয়ে নিতে পারেন এখান থেকে । আর ফোরাম এ বোনাস পাওয়ার সিস্টেম টি হল আপনি যেই মাসে ফোরাম পোস্টিং করবেন ঐ বোনাস আপনি পরের মাসে প্রথম সপ্তাহে আপনার ইনেস্টা ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন ।
-
ফোরাম পোস্টিং এর ব্যালেন্স আপনার ইনেস্টা ফরেক্স এর লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট এ যোগ হবে আপনি যেই মাসে ফোরাম পোস্টিং করবেন ঐ বোনাস আপনি পরের মাসে প্রথম সপ্তাহে আপনার ইনেস্টা ফরেক্স এর ট্রেডিং অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন ফোরামের কতৃপক্ষ কিংবা অনার আপনার কাছ থেকে একটি ট্রেডিং একাউন্ট নাম্বার চাইলে আপনাকে সেই নাম্বারটি তাদেরকে দিতে হবে ।
-
এই ফোরামে যা পোস্ট করবেন তার পোস্টিং বোনাস আপনার লাইভ ট্রেডিং এ যোগ করা হবে তবে কোন ধরনের ডেমোতে যোগ করার প্রশ্নই অাসেনা আর আপনার ফরেক্স লাইভ একাউন্টটি হতে হবে ইন্সটাব্রোকারের অন্য কোন ব্রোকার এর লাইভ একাউন্টে আপনার পোস্টিং বোনস যুক্ত করতে পারবে না কেননা ফরেক্স ফোরাম বাংলাদেশ পরিচালিত হয় ইন্সটাব্রোকারের অধীনে যার কারণে আপনার পোস্টিং বোনাস সহ যাবতী কার্যাবলি হবে ইন্সব্রোকারের সাথে
-
বাংলা ফরেক্স ফোরাম আমাদের জন্য খুবই উপকারী ।আমরা এই ফোরামের ডলার থেকে আমরা ইন্সটাফরেক্স এ রিয়েল ট্রেড করতে পারছি । আমরা যদি ঠিক মত রিয়েল অ্যাকাউন্টে ডলার যোগ করতে পারি তাহলে আমরা যখন লাভ করব তখন সেই টাকা দিয়ে আমরা আরও বেসি ভলিউম দিয়ে ট্রেড করতে পারব । আর তখন প্রফিট হলেও আমরা তা তুলতে পারব ।