-
ফরেক্স মার্কেট এ লসে পুষে থাকার কারণ গুলো হল:- 1) লোভ করা, 2) বেশী লটে ট্টেড করা 3) না বুঝে ট্টেড করা, 4) অনিয়মিত ভাবে ফরেক্স করা, 5) মার্কেট এনালাইসিস না করা, 6) নিউজ না দেখা, 7) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা। এছাড়া আর অনেক কিছুর মাধ্যেমে ফরেক্স এ লসে পুষে থাকে। আর সব চাইতে বড় সমস্যা হল ধৈর্য্য। যার ধৈর্য্য নেই সে ফকেক্স মার্কেট থেকে আয় বা সাফলতা অর্জন করতে পারবে না। আর এ সব এর কারনে ফরেক্স মার্কেট এ লস গুলো করে থাকে।
-
আমার মতে লসকে পুষাই সবচেয়ে বড় ধরনের ভুল কেননা যারা লসকে ফরেক্স মার্কেটে পুষে থাকে তাদের ভবিষ্যত কখনই সুফল বয়ে আনে বলে আমার মনে হয় না। কারণ লস আপনাকে কখনই সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না এমনকি একটি ট্রেডে লসের কারণে বাকী ট্রেডগুলোতেও লস আপনাকে বহন করতে হয়, তার মূল কারণ হচ্ছে লোভ। কারণ আমি মনে করি যে ব্যক্তি সঠিকভাবে ফরেক্স মার্কেটে মানি ম্যনেজমেন্ট, নিউজ, লোভ করা, বেশি লটে ট্রেড ওপেন করা, মার্কেট এনালাইসিস না করে কেবল তারাই এই মার্কেটে লস পুষে থাকে। এজন্য আমি মনে করি আপনি ধৈর্য্য সহকারে যদি মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে লস কভার করে সফলতা ভোগ করতে পারবেন।
-
আমরা জানি ধৈর্যশীল হওয়া একটি উত্তম মানবিক গুণ। এ মানবিক গুণাবলি যার মধ্যে রয়েছে জীবন সংগ্রামে তার পক্ষে জয়ী হওয়া সহজতর হয়। যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবিলায় ধৈর্যশীলতার অবদান অসামান্য। ধৈর্যশীল মানুষ সহজে ভেঙে পড়ে না। চরম বিপদ ও প্রতিকূল অবস্থায় ধৈর্যশীলতা মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে। আল্লাহর হাবিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্যশীলতার প্রতীক। কোনো অবস্থায় তিনি অধৈর্যের পরিচয় দেননি। যে কারণে মুমিনদের চলার পথের উত্তম পাথেয় ভাবা হয় ধৈর্যশীলতাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'ধৈর্য থেকে অধিক উত্তম ও ব্যাপক কল্যাণকর আর কিছুই কাউকে দেওয়া হয়নি।
-
লাভের আশায় আমরা সবাই লসকে পুষে থাকি। কিন্তু কজন ব্যক্তি সেই কাঙ্থিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয় বেশীর ভাগ নতুন ট্রেডাররা প্রফিটের আশায় এবং উপযুক্ত ফরেক্স জ্ঞান না থাকার কারনে লস করে থাকে।
-
আসলে ফরেক্স মাকে'ট লস কে বেশিক্ষন পুষে রাখা ঠিক না। কারন বেশিক্ষন লস দেখলে ট্রেডের প্রতি মোনযোগ কমে যায়।আর তখন যে ট্রেড করবেন সে ট্রেড ই লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফরেক্স মাকে'টে ট্রেড করতে হলে সব সময় ষ্টপ লস এবং টেক প্রফিট বসিয়ে ট্রেড ওপেন করা উচিৎ বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিং এ দুইটি অপশন আছে। একটি স্টপ লস ও অন্যটি টেইক প্রফিট। স্টপ লস এক্টিভেট করলে লস এর পরিমান কমানো যায়। সে ক্ষেত্রে বাজার কি পরিমান লসে থাকলে আপনি তা মার্কেটে ছাড়বেন সেই আমাউন্টটা উল্লেখ করে দিলে ওই পরিমাণ লস হলে আপনার অ্যাকাউন্ট অটো ক্লোজ হয়ে যাবে। অনেকে আছেন স্টপ লস ব্যাবহার না করে শুধু টেইক প্রফিটটাই এক্টিভেট করেন লাভের আশায়। তারা কোন রকমই লস চান না। এভাবে লসটাকে পুশে রাখলে আপনার অনুপস্থিতিতে আপনার অজান্তে ব্যালেন্স শূন্যও হয়ে যেতে পারে।
-
আমরা লসকে পুষে রাখার কারন হল...ট্রেড এখন লসে আছে আরেকটু দেখি সামনে হয়তো লাভ হবে...এই আশায় দিনতিপাত করি....আর এই লোভ টার কারনে অনেক সময় ব্যালেন্স ০ হয়ে যায়।লং ট্রেডের জন্য হলে কিছুটা মানা যায়....বাট সর্ট ট্রেডের জন্য এটি করা ঠিক নয়।তাহলে মার্কেট সবসময় আপনার অনুকুলে নাও থাকতে পারে।এই কথাটা মাথায় রাখতে হবে।
-
বাংলায় একটা প্রবাদ রয়েছে লোভে পাপ আর পাপে মৃত্যু আর আমি ফরেক্স মার্কেটে এর প্রয়োগ দেখেছি এমন অনেক ট্রেডার রয়েছে যারা ট্রেড করার পর সেই ট্রেড থেকে স্বল্প লাভে তুষ্ট না হয়ে ট্রেড গুলোকে রেখে দেয় আরও অধিক প্রফিটের জন্য আর ঐ অতিরিক্ত লোভের ফলে এক সময় দেখা যায় মার্কেট ট্রেডের প্রতিকূরে চলে যায় এবং বড় ধরনের লসের কবলে পরে সর্ব শান্ত হতে হয়।
-
লোভের তাড়নায় আমরা মূলত ফরেক্সে লস কে পুষে রাখি। অনেক ট্রেডার ভাবেন যে তারা লস ছাড়াই ফরেক্স করবেন। ফলে ট্রেড তাদের বিপরীতে গেলেও তারা ভাবে যে পেয়ারের মান তাদের কাঙ্খিত জায়গায় আসবে। এতে কিছু অর্ডারে সুবিধা পাওয়া গেলেও দেখা যায় যে অধিকাংশ সময় আপনার ক্ষতির মাত্রা বেড়ে যায়। এতে করে তাকে হয়তো বড় লস টি মেনে নিয়ে ট্রেড ক্লোজ করতে হয় অত্যথায় একাউন্ট আপনার চোখের সামনে জিরো হবে আর আপনি ভাবতে থাকবেন, ট্রেড হয়তো আপনার অনুকূলে আসবে।
-
কারন আমাদের অধিকাংসদেরই সঠিক কোন স্ট্রাটেজি নেউ এবং আবেগের বশে পরে আমরা লসের কোন অ্যাকাউন্ট কেটে না দিয়ে রিকোভারির আশায় ওয়েট করতে থাকি ফলে আমাদের লসের পরিমান আরো বাড়তে থাকে। তবে এটা নাকরে আমরা যদি এস এল টিপি ব্যবহার করি তবে এর সম্ভাবনা বেড়ে যাবে।