-
ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডারই লস খায়। কেও বেশি কম। বেশিরভাগ ট্রেডার রা লস খায়। তারা ফরেক্স ডেমো তারা ঠিক মত প্রাকটিস করে না। তারা ফরেক্স মানি ম্যানেজমেন্ট বুঝে না। আর একবার লস খাওয়ার পর তারা অনেক বেশি অস্থির হয়ে পরে। তায় তারা লস খায় .ফরেক্স এ কাজ করতে হলে ঠান্ডা মাথায় করতে হয়।
-
নিউজ ট্রেড করার জন্য আমার সাজেশান হল নিউজ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তার পরেই ট্রেড এ এন্ট্রি নেওয়া। কেননা নিউজ পজিটিভ অথবা নেগেটিভ সব দিকেই মার্কেট স্পাইক করে। এবং এরকম স্পাইকে পড়লে আমাদের মত ছোট ট্রেডারের একাউন্ট লাল হতে সময় লাগবে না।
-
বেশীর ভাগ ট্রেডারই ওভার ট্রেডের জন্য লসে পড়ে যায় । আমরা যদগি দক্ষতার সহিত এই ফরেক্স ব্যবসা করতে পারি তাহলেই আর কোন সমস্যায় পড়তে হয় না । অতএব আমরা কখনোই ওভার ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন যে কিভাবে লাভবান হতে পারেন । আর আমরা ধৈর্য়্রেরর সহিত ফরেক্স ব্যবসা করার সিদ্ধান্ত নেব ।
-
ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ যে কারনে লস গুলো করে থাতে তা এই বেসিক এর রুলস গুলো না মেনে চলার কারনে। ফরেক্স মার্কেট এ আয় করাটা খুবই সোজা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভাল করে জানা থাকে এর যে কাজ গুলো আছে তা যখাযখ ভাবে মেনে চলল্লে।
-
ফরেক্স মাকেটে থেকে বেশির ভাগ লস করে থাকে লোভ এর কারনে ফরেক্স থেকে লস এর প্রধান কারন লোভ | ফরেক্স মাকেটে যদি দক্ষ না হয়ে ফরেক্স মাকেট করা হয় তবে ফরেক্স থেকে লস করতে পারে |দুবলতা ডেমো পারতিস ফরেক্স থেকে আপনি যদি কম সময় ডেমো পারতিস করেন তবে আপনি লস করবেন |
-
ফরেক্সে লসের কারণ হল - অভিজ্ঞতা অর্জন না করা, লোভ সামাল দেওয়া দিতে না পারা, মার্কেট এনালাইসিস করা না করা , মানিম্যানেজম্যান্ট সম্পর্কে নাজানা, ধ্যর্য ধরে ট্রেড না করা, ওভার ট্রেডিং করা ইত্যাদি । তাই লস কমাতে হলে উপরিউক্ত অভ্যাস গুলো বর্জন করতে হবে ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ লস করার অনেক গুল কারন আছে তার মধ্য বেশি বেশি টেড করা । আবার অনেক টেড আর আছে যারা টেড ইং সিস্টেম এর বাইরে জাইয়ে টেড করে । ফরেক্স মার্কেট এ লস করার আরও বড় কারন হল নিয়ম করে টেড না করা এই কারন এ অনেক টেড আর ফরেক্স মার্কেট এ লস করে । টেড ইং সিস্টেম ভুল থাকা না না বুজার জন্য অনেক টেড আর লস করে ফরেক্স মার্কেট এ ।
-
না জেনে না বুঝে কাজ করলে তো লস করতে হবে। যে সব ট্রেডার রা লস করে তারা ভাল করে ট্রেড না শিখেই কাজে লেগে যায় ফলে তারা লস এর শিকার হয়। ফরেক্স এ লাভ করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর বেশি বেশি ডেমো তে ট্রেড করতে হবে এই ভাবে ভাল করে ট্রেড শিখতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন।
-
আমরা বেশিরভাগ ট্রেডার ফরেক্সে লস করি আমাদের নিজেদের ভুল সিদ্ধান্ত কিংবা মার্কেটের প্রতিকূল পরিস্থিতির কারণেই । আসলে যে যত বেশি দক্ষ হবে সে তত বেশি পরিমাণে ফরেক্স মার্কেটের বাঁধাগুলোকে টপকাতে পারবে । আর ফরেক্সে টিকে থাকতে হলে এর উপর প্রতিনিয়ত জ্ঞানচর্চা অব্যহত রাখতে হবে । আর দক্ষতাই হলো একজন মানুষের প্রধান শক্তি । তই দক্ষ হোন এবং লস কমান ।
-
কার ও কথা শুনে বা আবেগ এর বশবর্তী হয়ে ফরেক্স ট্রেড এ ইনভেস্ট করা ঠিক না। আপনাকে বুঝে শুনে এখানে বিনিয়োগ করতে হবে। আর ফরেক্স শিখতে হবে, জানতে হবে। তা নাহলে আপনি ও ফরেক্স এ টিকে থাকতে পারবেন না।