-
আমি যতটুকু জানি ফরেক্স হালাল কারণ ফরেক্স কোন জুয়া খেলা না এখানে সারিরিকেবং মানসিক পরিস্রম করেই টাকা আয় করতে হয় আর এর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় ফরেক্স মার্কেট নিয়ে আর ইসলামিক দৃষ্টিতে এটা হালাল ফরেক্স যেহেতু একটি ব্যবসা এবং টাকা বিনিয়োগ করে যেহেতু ট্রেডিং এর মাধ্যমে টাকা আয় করতে হয় সেহেতু ফরেক্স একটি হালাল ব্যবসা বলে আমার মনে হয় তাছাড়া আপনার একাউন্ট যেন সোয়াপ ফ্রি হয় সে বিষয়ে খেয়াল করতে পারেন ।
-
ইসলামে ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করা হয়েছে এটা আমরা সবাই জানি । ফরেক্স যেহেতু একটা ব্যবসা তাই আমার মনে হয় এটা অবশ্যই হালাল । তবে আমারা এটাও জানি যে যাবতীয় সুদ হারাম এবং লোভ করা মহাপাপ । তাই আমরা যদি আমাদের লোভকে নিয়ন্ত্রনে রেখে কাজ করি এবং আমাদের অ্যাকাউন্টকে সুদ মুক্ত রাখি তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট এ ব্যবসা করা আমাদের জন্য হালাল হবে ।
-
ফরেক্সে দুইভাবে কাজ করার সুযোগ রয়েছে প্রথমত এখানে সুূদ নিয়ে একাউন্ট ওপেন করা যাবে আর দ্বীতিয়ত মুসলিমদের জন্য বিশেষ সুবিধার্তে সুদ ছারা ট্রেডিং করার সুবিধা। তাই আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই সোয়াপ ফ্রি/সুদমুক্ত একাউন্ট ক্রিয়েট করবো কারন আমাদের জন্য সুদ গ্রহন করা বা প্রদান করা দুটোই হারাম। তাই আমরা সুদমুক্ত একাউন্ট এর মাধ্যমে ফরেক্সে ব্যাবসা করলে সেটা হালাল হবে বলেই আমি মনে করি।
-
ফরেক্স হালাল ভাবে করার এক ধরণের সিস্টেম আছে যা হল সোয়াপ ফ্রি । আপনি যদি 100% সুদ মুক্ত হালাল ব্যাবসা করতে চান তাহলে অবশ্যই সুদ মুক্ত বা সোয়াপ ফ্রী বা ইসলামিক একাউন্টে ট্রেড করবেন ৷ যে কোন ব্যবসাকে আপনি হালাল ভাবে করতে পারেন, যদি সেই ব্যবসা থেকে আপনি কোন সুদ গ্রহণ না করেন ।
-
এখানে হারাম এবং হালাল দুইটি কথা এসেছে । ফরেক্স যেহেতু একটা ব্যবসা, যেহেতু ইসলামিক দৃষ্টিতে এটি হালাল । কারণ আমি মেধা খাটিয়ে অর্থ উপাজন করছি । যদি ফ্রি কোন কাজ এর মাধ্যম আয় করা হত বা টাকার বিনিময়ে সুদ নেওয়া হত তা হলে হারাম হত । আর বৈধ ব্যবসা মানেই হচ্ছ হালাল।
-
ফরেক্স ট্রেডিং একটা ব্যবসা আর যেহুতু ব্যবসা তো ইসলামিক দৃষ্টিতে হালাল সেজন্য ফরেক্স ট্রেডিং ব্যবসা হালাল বলে মনে করি । এছাড়াও প্রায় সব ব্রোকারই বর্তমানে ইসলামিক অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে । আমরা আমাদের ইচ্ছে অনুসারে সুগুল ব্যবহার করতে পারি । তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিংকে হারাম মনে করার কোন কারণই নেই ।
-
আমার মতে ফরেক্স একটি হালাল ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আমরা যদি সুদ মুক্ত এ্যাকাউন্ট করি তাহলে আমার মনে হয় ফরেক্স আমাদের জন্য হালাল। কারন- যে ব্যবসায় লাভ লস আছে তা হালাল ব্যবসা। সুধু লাভ থাকলে ভিন্ন কথা ছিল। আর যেহেতু এখানে আমাকে পরিশ্রম করতে হচ্ছে তাই আমি মনে করি হারাম হওয়ার কোন কারন নেই।
-
ফরেক্স মার্কেট এ শুধু টাকা বিনিয়োগ করে বসে থাকলেই আয় করা যায় না। আপনাকে সঠিকভাবে ট্রেড করতে হবে। সব কিছু জানতে হবে। আর না জেনে করতে গেলে বাশ খেতে হবে েএটা নিশ্চিত। যেখানে কস্ট করে অর্থ উপার্জন করতে হয় সেখানে কোন হারাম বলতে কিছু থাকতে পারে না। ফরেক্স ব্যবসা অবশ্যই হালাল একটি ব্যবসা।
-
ফরেক্স ইসলামিক দুষ্টিতে একদম হালাল হবে যদি আপনি আপনার একাউন্ট সুদ মুক্ত করে নেন তাহলে। ফরেক্স একটা ভাল ব্যবসা যে ব্যবসার সাথে অনেক মুসলিম ধর্মের মানুষ জরিত্ব আছে আর তারা সুদ মুক্ত একাউন্ট থুলে তারপর তার একাউন্টকে একদম হালাল করে নিচ্ছে। তাই আমাদের সবার উচিত ফরেক্স এ কোন ব্রোকারে একাউন্ট করার সময় সুদ মুক্ত করে নেয়া উচিত তাহলে আপনার ব্যবসাটা পুরোপুরি হালাল ব্যবসা হবে আর আপনি পাপ থেকে মুক্তি পাবেন।
-
অন্যান্য হালাল ব্যবসায় যেমন শ্রম , বুদ্ধি , সময় দিয়ে ব্যবসা পরিচালিত হয় ঠিক তেমনি ফরেক্স ব্যবসায় শ্রম , বুদ্ধি , সময় দিয়ে ব্যবসা পরিচালনা করা হয় । তাই আমি মনে করি ফরেক্স ব্যবসা হালাল ব্যবসা । অন্যান্য ব্যবসায় যেমন লাভ লস আছে তেমন ফরেক্স ব্যবসায় ও লাভ লস আছে । ইসলামিক দৃষ্টিতে সুদ খাওয়া হারাম আর ফরেক্স ব্যবসায় কোন সুদ খাওয়া যায়না তাই আমি মনে করি ইসলামিক দৃষ্টিতে ফরেক্স ব্যবসা একটি হালাল ব্যবসা ।