-
ধৈর্য ছাড়া আসলে কোথাও সফল হওয়া যায় না । ছোট থেকেই আমাদের নান ভাবে শিখানো হয় যে ধৈর্য ছাড়া কিছুই সম্ভব না তবুও আমাদের অনেকের মাঝেই ধৈর্য জিনিস টা নাই। তাড়াহুড়া করা শয়তানের কাজ ।
আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে কাজেই তাড়াহুড়া করবেন সে কাজেই কোন না কোন ঝামেলা হয়েই যায়। আমাদের সব কিছুতেই ধৈর্য ধরতে হবে। নয়তো কোন কিছুতেই আমরা সফল হতে পারবো না সহজেই । সফলতার জন্য আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
-
ফরেক্স মার্কেটে ধৈর্য্য অনেক গুরুতপুর্ণ। অাপনাকে ট্রেড দেওয়ার আগে ধৈর্য্য দরে দেখে ট্রেড দিতে হবে। ধৈর্য্য সফলতার মুল চাবিকাঠি। সমাজিক, রাজনৈতিক, অর্থনীতিক ভাবে প্রতিস্ঠিত হতে হলে ধৈর্যধারণ করে কাজ করতে হবে।
-
আসলেই ধর্য আমাদের জন্য অত্যন্ত গরুত্বপূর্ণ, ধ্য না থাকলে আমরা জীবনেও সফল হতে পারব না, ধ্য না থাকার কারণেই আমরা ডেমো ট্রেডিং এ বেবহার করতে চাই না, সরাসরি লাইভ ট্রেডিং এ চলে আশি, বড় টাকা ইনভেস্ট করি জলদি লাভবান হবার জন্যে, এবং তারাতারি সেই টাকা হারিয়েও ফেলি, ধর্য নেই বলে প্রতিনিইত আমরা লস খচি, ধর্জশীল এবং অধাবশায় থাকতে হবে.
-
মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনেও ধৈর্য ও সহনশীলতার প্রয়োজন অনেক বেশি। ধৈর্য একটা মহৎ গুন এ গুনের কারনে মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে। ধীরে ধীরে মানুষ বড় হতে পারে । তাই ফরেক্স থেকে সফলতা অর্জনের জন্য ধৈর্য-এর বিকল্প নেই। এখানে ভালো কিছু পেতে কিংবা নিজের সঠিক লক্ষে যেতে দরকার ধৈর্য সহ পরিশ্রম । তাই আমদের প্রচুর ধৈর্য শক্তি থাকা দরকার ।
-
ধৈর্য্য ছাড়া জীবনে কখনই সফলতা আসে না। কেননা জীবনে কোন কিছু পেতে হলে তার জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন আর এই অনুশীলন এর জন্য প্রয়োজন ধৈর্য্য , প্রকৃত পক্ষে ধৈর্য্য হীন ব্যাকি নিয়মিত অনুশীলন করতে পারে না ফলে সে সফল হতে পারে না। তাই বলা যায় ধৈর্য্য মানব জীবনের জন্য অমূল্য সম্পদ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে অনেক ধর্য্যর দরকার।আর আমি মনে করি ধর্য্য ব্যাতিত কোন ব্যক্তি সাফল্য অর্জন করতে পারেনি।ফরেক্স ট্রেডিং ব্যবসা করতে হলে অনেক ধর্য্যর দরকার আছে।আপনি ধর্য্য ধরতে পারেন তাহলে ফরেক্স থেকে অনেক কিছু করতে পারবে।
-
ব্যক্তিজীবনে সফলতা অর্জন করতে ধৈর্য এর কোনো বিকল্প নেই ।পরিশ্রমের পাশাপাশি ধৈর্য না থাকলে জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয় ।জীবনে সফল হতে হলে অবশ্যই পরিশ্রমের পাশাপাশি লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে ধৈর্য্য রাখতে হবে ।অল্পে ধৈর্য হারালে জীবনে সফলতা আসবে না ।
-
আমার নিজের দৃষ্টিকোণ থেকে সফল ব্যবসায়ী এমন কেউ নন যিনি ব্যবসায় থেকে বড় লাভ করেন তবে যে ব্যক্তি পিপস তৈরি করতে, পিপস রাখতে সক্ষম হন এবং পিপস পুনরাবৃত্তি করতে সক্ষম হন তিনিও। আমি যে তিন ব্যবসায়ীকে উল্লেখ করেছি এই তিনটি কাজ করতে সক্ষম তিনি হলেন সেই ব্যক্তি যাকে আমি ফরেক্স ব্যবসায় সফল ব্যবসায়ী হিসাবে বিবেচনা করি
-
এটি অনলাইন ব্যবসায়ের কর্তা bo আপনি যদি এটিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং সেই সময়ে সমস্ত খারাপ অভ্যাসগুলি সরিয়ে আপনার আঘাত থেকে এটিকে আপনার জীবন বদলে দেবে। প্রতিটি বাণিজ্য থেকে আরও ভাল বাণিজ্য করার এবং আপনার বাণিজ্য থেকে লাভের সম্ভাবনা রয়েছে। তবে কখনই ভুলে যাবেন না যে এখানে অভিজ্ঞতা এবং দক্ষতা সাফল্যের সন্ধানের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম খেলে। সুতরাং আপনি যখন সময়টি পান তখন অনুশীলন এবং অনুশীলন করুন।
-
ধর্ষ্যকে ধৈর্য হা ভাই ধৈর্য ধারণকারীকে এবং সবুরকারিকে আল্লাহ্* পছন্দ করেন আর পুরষ্কার দান করেন । আমরা বলে থাকি সবুরে মেওয়া ফলে । ধৈর্য ধারন করলে মানুষ তার পুরষ্কার পাবেই । ফরেক্স বিজনেস এ ধৈর্য ধারন করতে হয় । ফরেক্স বিজনেস এ লস হলে আপনি ভেগ্নে পরবেন না ধৈর্য ধারন করবেন দেখবেন একদিন আপনার সফলতা আসবেই ।