ফরেক্স সারাবিশ্বব্যাপি অনলাইভিত্তিক মুদ্র বিনিময়ে কাজ করে । তবে এটা শুধু মুদ্রা বিনিময় নয় বরং এখানে মেটাল ও অয়েলও বিনিময় করা হয় । আর এই সুযোগটা দিয়ে থাকে ফরেক্স মার্কেট । প্রকৃতপক্ষে একটা মুদ্রার বিপরীতে আরেকটা মুদ্রার দাম এখানে প্রতিনিয়ত উঠানামা করে ।ফরেক্স মার্কেট অনেক বড় মার্কেট প্রতিদিন অনেক ডলার লেনদেন হয় এই ফরেক্স মার্কেট এ আপনি ফরেক্স মার্কেট / ব্রোকার এ ডলার ডিপোজিট করলে ব্রোকার আপনার ডলার দিয়ে কিছু করবে না আপনাকে সেই ডলার বাই সেল করার মাধ্যমে টাকা ইনকাম করতে হবে ।