- 
	
	
	
	
		ফরেক্স সকল দেশের মানুষ এবং সকল পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে। ইহা একটি মুক্ত পেশা , ঘরে বসেই করা যায়। আধুনিক অনলাইনের যুগে বেকারদের জন্য ফরেক্স আর্শিবাদ হয়ে এসেছে। শিক্ষিত বেকার খুব সহজেই তার বেকারত্ব ঘুচাতে পারবে। ফরেক্স ব্যবসা সম্পূর্ণ স্বাধীন এখানে পার্ট টাইম বা ফুলটাইম কোন ধরা বাধা নিয়ম নেই। ফরেক্সের সবচেয়ে বড় সুবিধা হলো পৃথিবীর যে কোন প্রান্ত থেকে এই ব্যবসা পরিচালনা করা যায়। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে কাজ করার জন্য জন্য বিশেষ পেশা বা বেক্তির কোনো প্রয়োজন নেই তবে ফরেক্স সম্পর্কে বিশেষ ধারনার প্রয়োজন রয়েছে,জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি,মার্জিন কি,ফ্রী মার্জিন কি,লেভারেজ কি,ইকুয়িটি কি ইত্যাদি বিষয়াদি তাহলেই কেবল মাএ আপনি সফলতার সাথে এই মার্কেটে বিচরন করতে পারবেন। 
 
- 
	
	
	
	
		ফরেক্স ঘরে বসে যেকোনো কাজের পাশাপাশি করা যায় ।  ফরেক্স যেকোনো সময় করা যায়। কারন ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘণ্টা ওপেন থাকে ।  ফরেক্স মার্কেটে জাতি ,  গোষ্ঠী , ধর্ম ও বর্ণ সব নির্বিশেষে সকলে কাজ করতে পারে ।   ফরেক্স সমন্ধে জ্ঞান অর্জন করে দেশের বেকারত্ব দূর করার চেষ্টা করি এবং সুন্দর জীবন গড়ি । 
 
- 
	
	
	
	
		যেহেতু ফরেক্স হলো বিশ্বব্যপী সকলের জন্য উন্মূক্ত স্বাধীন ব্যবসা৷যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে৷ফুল টাইম পার্ট টাইম যেদিন ইচ্ছা ট্রেড করলেন৷এক সপ্তাহে বা এক মাসে এক দুই টা ট্রেড করলেন৷পরিবারে কেউ শিক্ষিত গৃহিনী,কেউ আছেন অবসর প্রাপ্ত শিক্ষিত বয়স্ক, কেউ ছাত্রছাত্রী আবার অনেকেই বিভিন্ন পেশাজীবী৷সকলেই ইচ্ছা ও সুবিধা মত সুযোগ কাজে লাগিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে আরোও স্বচ্ছল ও উন্নত করতে পারেন৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷ 
 
- 
	
	
	
	
		ফরেক্স এ ট্রেড করার জন্য শুধু দরকার নিজের ইচ্ছা শক্তি। ইচ্ছা থাকলে যে কোন অসাধ্য সাধন করা যায়। আমরা এখানে দেখতে পাই ট্রেড করার জন্যহ কোন নিয়ম কানুন ও নেই। আপনি হঠাত করে ইনভেস্ট করেও ফরেক্স ট্রেড শুরু করে দিতে পারেন। 
 
- 
	
	
	
	
		ফরেক্স একটা উন্মুক্ত ব্যবসা সা এতে আপনার যদি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি এতে যোগদান করতে পারবেন ফরেক্স মার্কেট সকলের জন্য উন্মুক্ত ফরেক্স মার্কেট এনালাইসিস করার মত ক্ষমতা থাকলে ই এ থেকে অনেক টাকা আয় করা সম্ভব এবং সকল শ্রেণীর লকেরা এটা পারবে 
 
- 
	
	
	
	
		সত্যিই তাই ফরেক্স মার্কেটে সকল দেশের,সকল পেশার সকল বয়সের মানুষই কাজ করতে পারেন নিজের মত করে ফরেক্স মার্কেট এ জযে কোন পেশার মানুষ কাজ করতে পারে কারন এটা একটা ট্রেড জখানে মানুষের কোন ভেদা ভেদ নাই। এখানে ছেলে মেয়ে সবাই কজ করতে পারে। এখানে ছত্র, বেকার , চাক্রিজিবি সবাই কজ করতে পারে। 
 
- 
	
	
	
	
		ফরেক্স ব্যবসা সকল পেশার মানুষই করতে পারে । আমরা যদি ইন্টারনেট সর্ম্পকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলেই আমরা অল্পতেই ফরেক্স ব্যবসা শিখতে পারব । অতএব আপনারাও ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত শেখার চেষ্টা করেন তাহলেই লাভবান হতে পারবেন । আর মনে রাখতে হবে যে সকল শেণীর মানুষ করতে পারবে কিন্তু মার্কেট ধরে রাখাটা হবে অভিজ্ঞতার উপর । 
 
- 
	
	
	
	
		জগায়।ফরেক্স মার্কেটে সকল শ্রেনির মানুস কাজ করে কারন ফরেক্স মার্কেটে যেকোনো শ্রেনির মানুস কাজ করতে পারে এতে কোন নিওম নিতি নাই যে ফরেক্স মার্কেটে এই শ্রেনির লক কাজ করতে পারবে আর এই নিম্ন শ্রেনিএ মানুস কাজ করতে পারবে না । 
 
- 
	
	
	
	
		সকল শ্রেনি পেশার মানুষের জন্য ফরেক্সের দুয়ার উন্মুক্ত।আপনি যে শ্রেনির,যে পেশার মানুষ হন না কেন ? আপনি ফরেক্সে এসে বিভিন্ন ভাবে কাজ করে ইনকাম করতে পারেন ।দিন রাত ২৪ ঘন্টার  যে কোন সময় আপনি ফরেক্সে কাজ/ ট্রেড করতে পারেন।আপনি যে কোন জায়গায় বসে আন্তর্জাতিক মার্কেটে কাজ করে ইনকাম করতে পারবেন এটা এক দারুন ব্যাপার্