-
আমরা জানি ব্যবসা এমন একটা জিনিস যেখানে লাভ লস হলো মৌলিক ব্যপার। প্রতিটা ব্যবসাতেই লাভ লস থাকবে। লাভ লস ছাড়া ব্যবসা সম্ভব না। ঠিক তেমনি ফরেক্সেও আছে লাভ লস। এটা ফরেক্সের মৌলিক ব্যপার। প্রতিটা ট্রেডারই লস করে। এখন লস করলে সবারই একটু খারাপ লাগে, কারো বেশি কারো কম। আমার মতে লস হলে মন খারাপ না করে সামনে এগিয়ে যাওয়া উচিৎ।
-
লাভ লস নিয়েই শুরু হয় ব্যবসা । এমন কোন ব্যবসা নেই যার মধ্যে লাভ লস নেই । আসলে ফরেক্স ব্যবসা করে তারা সকলেই জানে যে ফরেক্স ব্যবসায় লাভ লস হয় । তাই যারা ফরেক্স ব্যবসা করে তাদের সকলকেই এ কাজের মানুষিকতা নিয়েই ফরেক্স ব্যবসায় নামতে হবে । এবং লাভ লসকে হাসি মুখে মেনে নিতে হবে ।
-
লস হলে মনে খুব কষ্ট আসে। কেননা আমাদের প্রতিটি বিনিয়োগ অনেক কষ্টে গড়া। যখন মার্কেটে ব্যালেন্স জিরো হয়ে যায়, তখন নিজেকে নেপোলিয়নের মত বড় পরাজিত সৈনিক বলে মনে হয়। এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা নিয়মিত ট্রেড করে প্রফিট করা শিখতে পারি।
-
ভাই আপনি যদি নতুন অবস্থায় লস করেন তাহলে মন-মানসিকতা দেখবেন যে একেবারেই ভেঙ্গে পড়ে, মনে হবে যেন এখান থেকে আর উপার্জন করা সম্ভব নয়। তবে যারা মনে করেন একটু পুরাতন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন কেননা তারা জানেন কিভাবে লস রিকভার করতে হয়। তাই এ বিষয়ে আমার পরামর্শ হলো আপনি যতই এখানে লস করেন না কেন সেটাকে মনের মধ্যে নিবেন না বরং এটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন, তাহলেই সামনে অগ্রসর হতে পারবেন।
-
আমি বলবো ফরেক্স ট্রেডিং এ লস হলে প্রথম প্রথম একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক । আমার ও প্রথম প্রথম যখন লস করতাম তখন খুব খারাপ লাগত । এখন আর খারাপ লাগে না । এখন লস করলে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি । মূলত লাভ হোক আর লস হোক দুটোই ফরেক্স ট্রেডিং এ স্বাভাবিকভাবে মেনে নেয়ার মানসিক অবস্থা থাকতে হবে।
-
আসলে লসকে আমরা কেউই খুব সহজ ভাবে নিতে পারি না। আমরা লসকে খুবই বিরক্তিকর ভাবে দেখে থাকি। তবে আমি মনে করি লসকে কেউই খুব সহজ ভাবে নিতে পারে না। তাই আমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত তা হল লস কতটুকু আমি নিতে পারব। অযথা বেশি রিক্স নিতে যাব কেন?
-
ফরেক্স এ লস করলে মানসিক অবস্থা অনেক খারাপ হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি লস আমাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়। আর প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। লাভ লস ব্যতিত কোনো ব্যবসা হতে পারে না। তাই লস করার পরে ফরেক্স থেকে বিদায় না নিয়ে কি কারনে লস হলো সেটি খুজে বের করা এবং ভালো ভাবে ট্রেড শুরু করা।
-
আমরা লসকে কোন ভাবেই মেনে নিতে পারি না । অন্যদিকে লস না করলে ভাল ট্রেডারও হওয়া যায় না । মার্কেটে লস করলে আমরা মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে লস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত । বারবার লস করতে থাকলে ট্রেড করার প্রতি অনিহা চলে আসে যা আমাদের ফরেক্স মার্কেট থেকে অনেক দুরে ঠেলে দেয় ।
-
লস হলে অনেকেরই মানসিক অবস্থা কিছুটা হলেও ভেঙ্গে পরে তবে আমি মনে করি কোন ভাবেই ভেঙ্গে পরা উচিত না কারন ব্যবসায়ে লাভ যেমন হবে ঠিক তেমনি লসও হবে তবে সেক্ষেত্রে আপনাকে কিসের জন্য লসটি হল তার কারন অনুসন্ধান করে বের করতে হবে এবং ঐ কারনে আপনি যেন আর কখন লস না করেন সে ব্যাপারে শিক্ষা গ্রহন করতে হবে।
-
অবশ্যই ফরেক্স এ লস করলে মানসিক অবস্থা অনেক খারাপ হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি লস আমাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়। আর প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। লাভ লস ব্যতিত কোনো ব্যবসা হতে পারে না। তাই লস করার পরে ফরেক্স থেকে বিদায় না নিয়ে কি কারনে লস হলো সেটি খুজে বের করা এবং ভালো ভাবে ট্রেড শুরু করা।