-
আমরা জানি প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। ফরেক্সও ঠিক তেমন। এখানেও লাভ লস আছে। সব ব্যবসাতেই প্রফিট করার পেছনে একটু ভাগ্য কাজ করে। ফরেক্সও তার ব্যতিক্রম না। এখানেও প্রফিট করার পিছনে ভাগ্য কাজ করে। কিন্তু আরেকটা ব্যপারও মাথায় রাখতে হবে। ভাগ্য সুপ্রসন্ন করার পেছনেও নিজের হাত রয়েছে। নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
-
আপনাকে আগে ফরেক্স শিখতে হবে। ফরেক্সে লাভ করা ভাগ্যের উপর নির্ভর করে না। আপনাকে ঠিকমত চিন্তা করে ট্রেড দিতে হবে। তবে এটা যেহেতু বাবসা তাই এখানে লস হবেই আপনাকে তা মেনে নিতে হবে।
-
আমি মনে করি প্রফিট ভাগ্যের ব্যাপার না। কারণ আপনি যদি ভালোভাবে ট্রেড করতে না জানেন তাহলে আপনি কি ভাবে প্রফিট করবেন।আসলে আপনি যদি না পারেন তাহলে তখনতো কপাল এর দোষ দিবেন।আর এতাই স্বাভাবিক। কোন কিছুই ভাগ্যের ব্যাপার না।কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে কাজ এর মাধ্যমে ভাজ্ঞ পরিবর্তন করা যাই।তাহলে আপনারাও ভালো কাজ বা ভালো ট্রেড করার মাধ্যমে আপনার ভাজ্ঞগে পরিবর্তন করে নিন।
-
ব্যবসায় লাভ লস হবেই এইটা ব্যবসার একটি অংশ । ফরেক্স ও তার বাহিরে নয় । ফরেক্স এর লাভ লস আসে তবো লাভ বা লস নির্ভর করে ট্রেডার এর উপর । ফরেক্স যে যত বেশী দক্ষ তার প্রফিট তত বেশী । ফরেক্স এর প্রফিট নির্ভর করে ভাগ্যের উপর এইটা ভূল ধারনা । হ্যাঁ আমি ভাগ্যকে বিশ্বস করি তাই বলব যে যত দক্ষতা দিয়ে ফরেক্স এ টেড করবে তার ভাগ্য তত বেশী উন্নত হবে । আর তার ভাগ্যে প্রফিটও তত বেশী আসবে । তাই আসুন আমার নিজের ধৈর্য দিয়ে প্ররিশ্রম দিয়ে নিজেকে দক্ষ করে তুলি আর সে দক্ষতা দিয়ে নিজের ভাগ্য পরিকর্তন করি ।
-
ফরেক্স মাকেট রিক্সি মাকেট এখান থেকে আয় করা অনেক কথিন আপনাকে ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে | আপনাকে ফরেক্স মাকেটে সম্পরকে সথিক ধারনা থাকতে হবে ফরেক্স মাকেটে কে আমি ভাগ্য বলি না ফরেক্স থেকে আয় করতে হলে আপনাকে ফরেক্স মাকেটে দক্ষতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন |
-
না ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা ভাগ্যের ব্যপার না।আপনি কি ফরেক্স মার্কেট থেকে আয় করে আয় করবেন না করবেন না সেটা আপনার ব্যাপার।আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে আপনি ভালো আয় করতে পারবেন। এখানে ভাগ্যের কি আছে। আমিও আগে চিন্তা করতাম যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করার ভাগ্যের ব্যাপার। পড়ে দেখি আমার ধারণা পুরাই ভুল।তাই এখন আর সে কথা বিশ্বাস না করে নিজে নিজে ভালো ট্রেড করতে সেসটা করি।
-
প্রফিট করাটা ভাগ্যের ব্যাপার এটা মনে করা কখনোই ঠিক হবে না।কারন ফরেক্স একটা ব্যাবসা এটা কোন জুয়া খেলা নয় যে আপনি তা ভাগ্যের উপর ছেড়ে দিবেন।ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে সকলের উচিত হবে কিভাবে ফরেক্স বুঝা যায় তার এনালাইসিস করা।
-
মার্কেটে টিকে থাকলে একসময় না একসময় প্রফিট আসবেই। কিন্তু আপনার যদি একাউন্ট জিরো হয়ে যায় তবে প্রফিট আসবে কোত্থেকে? তাই সবসময় চেষ্টা করবেন মানিম্যানেজমেন্ট ফলো করে একাউন্ট টিকিয়ে রাখতে। ডিপজিটের উপর হিসেব করেই লট নিবেন ট্রেড করার জন্য।
-
প্রফিট করা হল দক্ষতার উপর । যে ট্রেডার যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা মার্কেট এ্যানালাইসিস করব সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব বেশ বেশী আমরা ধৈর্য্য ধারণ করে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা এ্যানালাইসিস করার চেষ্টা করি ।
-
আমি বলবো আমার মতে প্রফিট করাটা কোন ভাগ্যের ব্যাপার নয়। প্রফিট করাটা হচ্ছে ফরেক্স বোঝার ব্যাপার। ফরেক্স ট্রেড সম্বন্ধে বুঝাতে পারলে এখানে প্রফিট করা কোন ব্যাপার নয়। যে সমস্ত ট্রেডারের রা ফরেক্স ট্রেড সম্বন্ধে তুলনা মুলক একটু কম বোঝেন তারা প্রফিট করাটা ভাগ্যের উপর ছেরে দেন।