-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫দিন খোলা থাকে শনিবার আর রবিবার বাদে এই পাঁচ দিনের মধ্যে সবসময়ই আমরা ট্রেড করতে পারবো কারন এই মার্কেট সবসময় নরাচরা করে দিনের মধ্যে কখন মার্কেটে ট্রেড করা যায় ফরেক্সএর নিউজ আছে সেই নিউজ অনুযায়ী দিনের মধ্যে ট্রেড করার জন্য সবচেয়ে ভালো উপায় বলে আমি মনে করি।
-
দিনে কিংবা রাতে যেকোনো সময়ই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। ফরেক্স মার্কেট সপ্তাহের 5 দিনের 24 ঘন্টাই ট্রেড করার জন্য ওপেন থাকে। আপনার সময় সুযোগ মত যেকোনো সময়ে ট্রেড করতে পারেন। তবে যে সময় ফরেক্স মার্কেটে ভালো মুভমেন্ট হয় সে সময়ে ট্রেড করা ভালো। সেই হিসেবে বাংলাদেশে টাইম সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ফরেক্স মার্কেটে ভালো মুভমেন্ট থাকে এবং এই সময়ে ট্রেডিং করার জন্য উপযুক্ত সময়। তাছাড়াও মার্কেট যখন ওপেন হয় তথা ভোররাতের দিকে মার্কেটে ভালো মুভমেন্ট থাকে বিধায় এ সময় ট্রেডিং করার উপযুক্ত সময়। সব থেকে বড় কথা হল আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার পরে ট্রেড করতে হবে তাহলে আপনি যেকোনো সময় ট্রেডিং করে প্রফিট বের করে আনতে পারবেন।
-
ফরেক্স মার্কেট কখনো ঘুমায় না, এখানে রাত দিন এর কোনো পার্থক্য নাই, রাতে ভালো ট্রেড হবে, আর দিনে হবে না, অথবা দিনে ভালো ট্রেড হয় আর রাতে হয় না, এই বেপা টা সঠিক হয় না। তবে হ্যা আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য ঐ সময় গুলোই উত্তম যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি ভাল থাকে অর্থা মার্কেটের যখন মুভমেন্ট যখন অনেক বেশি উঠা নামা করে।
-
ফরেক্সে ট্রেড করার পূর্বে অবশ্যই আমাদের মার্কেট মুভমেন্টের উপর বিশেষ ভাবে নজর রাখা উচিত কারন তা না হলে বড় ধরনের লসের পাল্লায় যেকোনো সময় পরতে হতে পারে।তাই ফরেক্সে সেই সময়গুলোতেই আমাদের ট্রেড করা উচিত যখন মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট অনেক ভাল থাকে।মার্কেট মুভমেন্ট অনেক বেশি ভাল থাকে অর্থা মার্কেটের যখন মুভমেন্ট যখন অনেক বেশি উঠা নামা করে কারন ঐ সময় ট্রেড করলে ভাল প্রফিট লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে।
-
The Forex market is open 5 days a week. These five twenty-four strikes have been traded. Because these twenty-four aircraft have a move in the market. However, if there is no move in all the markets, move to the market with the second investigation dialogue overlap. And can't be traded. Make a good move in the middle of the week. Still being traded.
-
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরেক্সে আপনার মতো করে তথ্য দেওয়া ফরেক্সারদের সংখ্যা খুবই কম। অন্য ফরেক্সাররা যেভাবে তথ্য প্রদান করেন তাতে আমরা নতুন ফরেক্সাররা খুব একটা বুঝে উঠতে পারি না। তবে আপনার দেওয়া তথ্যটি আমরা নতুনরাও সহজে বুঝতে পারছি। পাশাপাশি যদি ওভার ল্যাপিং বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বললে আরো উপকৃত হতাম। আবারো ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছুটা জেনেছি আরো কিছু জানার চেষ্টা করছি।ফরেক্স ট্রেডিং এখুনো করিনি যখুন ফরেক্স ফ্রোরামের বোনাস পেলেই ট্রেডিংটা শুুরুু করব।জানিনা করে থেকে শুুরুু করতে পারব।তবে আমার মনে হয় খুব তারাতারি শুুরুু করতে পারব।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে অতএব যার যখন সুবিধা সে তখন ট্রেড করে । দিনে ভালো ট্রেড হয় আর রাতে হয় না কারন মার্কেট মুভ করে কম । আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য ঐ সময় গুলোই উত্তম যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি ভাল থাকে অর্থা মার্কেটের যখন মুভমেন্ট যখন অনেক বেশি উঠা নামা করে।
-
ট্রেড করার কোন নিদ্দিষ্ট কোন সময় আছে কি না তা আমার জানা নেই। তবে ট্রেড সন্ধ্যার দিকে ভালো মুভমেন্ট করে থাকে। সেই সময় যদি ট্রেড আপনার অনুকূলে যায় তবে ভালো প্রফিট করার সম্ভনা থাকে। তবে নিশ্চই দিনের যেকোন সময় ট্রেড করা যেতে পারে এবং আপনি লাভ এবং লস দুইটিই করতে পারেন।।।।
-
দিন কিংবা রাত বলে কোন কথা নেই। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন খোলা থাকে এবং দুই দিন বন্ধ থাকে। 15 দিনের মধ্যে আপনি যেকোনো সময় ট্রেডিং করতে পারেন। এর জন্য কোন সময় সীমার বাধ্যবাধকতা নেই যে আপনি রাতে কিংবা সকালে করবেন। মূলত নিউজ এর উপর ভিত্তি করে আপনার ট্রেডিং করা উচিত রাত কিংবা সকালের উপর ভিত্তি করে নয়। নিউজ আপনার ট্রেডিং এর উপর ইফেক্ট ফেলবে রাতদিন কখনোই ইফেক্ট তৈরী করবে না।