ফরেক্স এ লাভ কে বা কারা করেন ?
Quote:
Originally Posted by
salim16
হ্যা অবশ্যই প্রফিট হয়। তবে সেটার জন্য দরকার নিজের পরিপক্কতা। দরকার শিক্ষা , নিজেকে কন্ট্রোল করা । যেটা বেশিরভাগ নতুন ট্রেডার মেনে চলেনা। সফল হতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে , অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে।
প্রথমে ফরেক্স ছিল ব্যাংকারদের জন্য,অনেকদিন পর তা জন সাধারনের জন্য উন্মুক্ত করা হয়। তাহলে বুঝে দেখেন যে, ব্যাংক কি পরিমান ইনভেষ্ট করে লাভ করে। আর আমরা সেই তুলনায় অল্প টাকা ইনভেষ্ট করেই সামান্য টাকা ইনভেষ্ট করেই অনেক ইনকাম করার চেষ্টা করি। আমাদের লিভারেজ এবং মানি ম্যানেজমেন্টই হল লসের বড় কারণ। একটি ট্রেড লাভ হলে তা আর ২/৩ মাস না রেখেই ২/৩ ঘন্টার ভিতরই ক্লোজ করি কিন্তু লস ট্রেড দির্ঘ সময় রেখে দেই।