-
রিস্ক সব সময় কম হওয়া উচিত অর্থাৎ সব সময় কম ঝুঁকিতে ফরেক্স ট্রেডিং করা উচিত। এতে আমাদের মূলধনের নিরাপত্তা সংরক্ষিত হয়। মূলধন অনুযায়ী আমাদের 5 থেকে 10 পার্সেন্ট ঝুঁকি নিয়ে ট্রেড করা উচিত কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ 20 পার্সেন্ট ঝুঁকি নেওয়া যেতে পারে তবে কখনোই 20 পার্সেন্ট এর বেশি ঝুঁকি নেওয়া আমাদের জন্য নিরাপদ নয়। কারণ ফরেক্স মার্কেট সর্বদা পরিবর্তনশীল এবং এর আগাম গতিপ্রকৃতি কখনোই বলা সম্ভব নয় তাই যেকোনো সময়ই মার্কেটের অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের ফলে যদি বেশি ঝুঁকিতে ট্রেডিং করা হয় তাহলে লসের পরিমাণ বেড়ে যাবে। এ কারণে যত কম ঝুঁকি নিয়ে ট্রেডিং করা যাবে ততই আমাদের জন্য মঙ্গল।jআমি মনে করি না যে বৈদেশিক মুদ্রার বাজারটি আমার দৈনন্দিন জীবনে প্রভাবিত করার কোনও উপায় আছে কারণ আমি যখন সকালে আমার কাজের জায়গায় ব্যস্ত থাকি এবং আমি অফিসে থাকি ঠিক তেমনই আমি বাজারে বাণিজ্য করি তখনই আমি বাজারে বাণিজ্য করতে আসি ফরেক্স মার্কেটের ট্রেডিং পুরো দিনের জন্য নয়, তবে দিনের কয়েক ঘন্টা বাদে, সেই ব্যবসায়ীরা যারা বাজারটি বুঝতে পারেন না তারা সবসময় সকাল থেকে সন্ধ্যা অবধি ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে বসে থাকে। সুতরাং আমার কাছে সময় আছে অন্য অনেক কাজ।
-
ট্রেড রিক্স আসলে নির্ভর করবে আপনার একাউন্টে থাকা আপনার ডলারের উপর। রিক্স ছাড়া আপনি কোন ব্যবসা করতে পারবেন না। তাই আপনাকে যে কোন ব্যবসা করতে রিক্স নিয়েই করতে হবে। আপনি আপনার একাউন্টে থাকা ১০% রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তাহলে আপনার রিক্সটা কম হবে
-
ফরেক্স এ ট্রেড করার সময় অবশ্যই স্টপ লস সেট করতে হবে, তার সাথে সাথে আপনার ট্রেড তির জন্য রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। রিস্ক আপনি ৫%-১০% নিতে পারেন, এতে করে আপনি যদিও লস খান তারপর ও আপনার একাউন্ত একবারে ফাকা হবেনা। হয়ত পরের বারের ট্রেড এ আবার আপনি আপনার হারানো ব্জলেন্স ফেরত পেতে পারবেন। তাই ট্রেড করার সময় আপনি কত পারসেন্ট রিক্স নিয়ে ট্রেড ওপেন করবেন তা হিসাব করে নিতে হবে। যা একজন সফল ট্রেডারের বিশিষ্ট।ঝুকি আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার উপর। তাছাড়া এই মার্কেটে বেশি ঝুকি না নেওয়াই ভাল। কারণ এই মার্কেটে সফলভাবে মুনাফা করা এতটা সহজ নয়। তাই আমি মনে করি আপনি যদি আপনার প্রতিটি ট্রেডে ১%-২% ঝুকি নিয়ে ট্রেড করতে পারেন তাহলে আপনি এই মার্কেটে অনেক নিরাপদে ট্রেড করতে পারবেন। আমরা সাধারণ আমাদের সম্পূর্ণ মূলধনের ঝুকি নিয়ে ট্রেড করে থাকি ফলাফল দেখা যায় আমাদের একাউন্ট খুব তাড়াতাড়ি শুন্য হয়ে যায়। তাই আমাদের উচিত ঝুকিটা সবসময় নির্দিষ্ট করে ট্রেড করা।
-
আসলে আমার জানা মতে সব থেকে প্রচলিত রিক্স রেশিও হল ৫%। অর্থাৎ আমি যখন একটা ট্রেড নেই তখন আমি আমার একাউ্ন্টের ৫% হারাতে রাজি থাকি। মানে আমার স্টপলস এমন জায়গায় থাকে যা হিট হলে আমার একাউন্টের ৫% এর বেশি ব্যালান্স লস হবে না। এখানে অনেকে ২% রিক্স হিসেব করে তবে তা আমার কাছে পারফেক্ট মনে হয় না বলে আমি ৫% ধরে থাকি।
-
আপনি যে ছবিটা দিয়েছেন তার রেজুলেশন খুবই কম । একারনে আমি কিছুই বুঝতে পারছিনা। আপনি যদি ভালো রেজুলেশনের কিংবা ভালো মানের একটা ছবি আপলোড করতেন তবে আমার পক্ষে বুঝতে উবিধা হত। আশাকরি সবাই বুঝতো। আশাকরি আপনি ভালোমানের ছবি দিবেন। আর রিস্কের ব্যপারে যেটা বললেন আমার মতে রিস্ক খুবই হিসাব করে নেয়া উচিত।
-
আপনি যে ছবিটা দিয়েছেন তার রেজুলেশন খুবই কম । একারনে আমি কিছুই বুঝতে পারছিনা। আপনি যদি ভালো রেজুলেশনের কিংবা ভালো মানের একটা ছবি আপলোড করতেন তবে আমার পক্ষে বুঝতে উবিধা হত। আশাকরি সবাই বুঝতো। আশাকরি আপনি ভালোমানের ছবি দিবেন। আর রিস্কের ব্যপারে যেটা বললেন আমার মতে রিস্ক খুবই হিসাব করে নেয়া উচিত।