ফরেক্স সবের জন্য। জারা চাকরি করেন , জারা ছাত্র, যে বেকার, যে গৃহিণী সবাই এটা করতে পারেন। পার্টটাইম ফুল টাইম সব রকম পেসা হিসাবে আতি করা জেতে পারে। আক্তু শ্রম দিলেই ফরেক্স থেকে অনেক টাকা আই করা সম্ভব। তাই জার টাকা উপরি আই করার দরকের তার জন্য ফরেক্স।
Printable View
ফরেক্স সবের জন্য। জারা চাকরি করেন , জারা ছাত্র, যে বেকার, যে গৃহিণী সবাই এটা করতে পারেন। পার্টটাইম ফুল টাইম সব রকম পেসা হিসাবে আতি করা জেতে পারে। আক্তু শ্রম দিলেই ফরেক্স থেকে অনেক টাকা আই করা সম্ভব। তাই জার টাকা উপরি আই করার দরকের তার জন্য ফরেক্স।
বতর্মানে ফরেক্স একটি স্মার্ট ও আধুনিক ব্যাবসা। যারা শুধু মনে করেন শুধু টাকা উপার্জন করবেন তাহলে আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত। এখান থেকে টাকা আয় করা যতটা সহজ ঠিক ততটুকুই কঠিন যদি না আপনি ফরেক্স সম্পর্কে ভাল এনালাইসিস না করে ট্রেডিং শুরু করেন। আপনি অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স করুন তাহলে সহজ ভাবে আয় করে বিলাসি জীবন কাটাতে পারবেন।
ফরেক্স সবের জন্য। জারা চাকরি করেন , জারা ছাত্র, যে বেকার, যে গৃহিণী সবাই এটা করতে পারেন। পার্টটাইম ফুল টাইম সব রকম পেসা হিসাবে আতি করা জেতে পারে। আক্তু শ্রম দিলেই ফরেক্স থেকে অনেক টাকা আই করা সম্ভব। তাই জার টাকা উপরি আই করার দরকের তার জন্য ফরেক্স।
ফরেক্স মাকেট থেকে আয় করার জন্য দরকার পরিশ্রম করে দক্ষতা আপনি আমি সবাই ফরেক্স করতে পারি আমাদের দক্ষতা থাকলে আমরা ফরেক্স থেকে আয় করতে পারব আর না থাকলে লস করন | ফরেক্স সবাই করতে পারেন শ্রমিক ছাত্র,ছাত্রি,শিক্ষক , সবাই |
ফরেক্স পৃথিবীর সকল মানুষের জন্য। ফরেক্স তাদের জন্য যাদের আর অন্য কোন উপায় নেই, যারা মনে করেন বেকার, যারা নিজে কিছু করতে চায় অন্যেন কিংবা ফ্যামিলির কোনরকম সহযোগিতা ছাড়াই তাদের জন্য ফরেক্স। এটা উন্মুক্ত একটা স্বাধীন পেশা যেটা কিনা এখানে ছেলে মেয়ে উভয়েই করতে পারবেন, এটা যারা নিজেকে নিজের পরিচয়ে পরিচিত করতে চান তাদের জন্য। সুতরাং পরিশেষে বলতে চাই লাইফে যারা প্রচুর ইনকাম করতে চান ফরেক্স তাদের জন্যও বটে।
ফরেক্স ব্যবসা সবার জন্য উন্মুুক্ত যে কেউ করতে পারেন তাই এখানে সবাই চেষ্টা করেন ব্যবসা করার জন্য। অনেকে চিন্তা করে আসেন অল্প সময়ে অনেক টাকা পয়সা বাড়ী-গাড়ী ইত্যাদি কত কিছু। আসলে ফরেক্স কিন্ত সেরকম নয় যার কারনে ৯৫ ভাগ নবাগত ট্রেডার ঝরে পরে। মাত্র ৫ ভাগ ট্রেডার টিকে থাকেন কারণ একটাই ধৈর্য্য আর প্রতিদিন শেখার ইচ্ছা। আমার জানামতে একজন ট্রেডার তার অনেক কিছু মেইনটেইন করতে হয় তবে তা সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিটি মূহুর্তকে কাজে লাগান তারপরে গিয়ে সাকসেসফুল ট্রেডার হন। ফরেক্স আসলে সহজ বিষয় নয়।
না ভাই,আমি বিপরীত কথা বলি৷যারা প্রচুর ধৈর্য্যশীল,কম খাওয়া-কম রোজগারে তুষ্ট থাকেন,যারা মেধাবী অথচ অত্যন্ত গরীব-পুঁজিহীন কিন্তু ব্যাবসায়ী মাইনডেড...ফরেক্স ট্রেড তাদের জন্য-এটা আমার ব্যাক্তিগত মতামত৷ফরেক্স ট্রেডে কখোনোও কোনোও প্রকার বিলাসী জীবন ও প্রচুর টাকা পয়সার স্বপ্ন না দেখাই উচিৎ৷
ফরেক্স এমন একটি পেশা যা কেউ চাইলে করতে পারে কিন্তু কিসুটা নিয়ম রয়েছে তা মেনে চলতে হয়,তা না চললে কিছু না কিছু সমস্যা পেশ করতে হয়।কেন না ফরেক্স কে মানুষ অনেকে ভাল মনে করে আর অনেকে খারাপ মনে করে তাই ফরেক্স কে বুজে শুনে করতে হয় তাহলে ভাল ফল পাওয়া যায়। তবে ভালোভাবে শিখে ইনকাম করতে পারেন।
ফরেক্স সকলের জন্য হলেও সবাই এখানে টিকে থাকতে পারে না । টিকে থাকার জন্য এখানে অনেক দক্ষ হতে হয় । আর দক্ষতা অর্জনের জন্য এখানে প্রচুর সময় দিতে হয় । অনেকেই আছেন যারা এখানে এসেই কিছু না বুঝেই ট্রেড করনে । যেটা করা ঠিক নয় । প্রকৃতপক্ষে ফরেক্স মার্কেট তাদের জন্য যারা এখানে নিজেকে দক্ষতা অর্জনের পূর্ব পর্যন্ত চেষ্টা করে যান ।
ফরেক্স সবার জন্য এখানে সকলেই কাজ করতে পারে যদি মিনিমাম ইনভেস্ট করার ক্ষমতা থাকে ।এখান থেকে যদি কেউ নিজেকে দক্ষ করে তুলতে পারে তবে স্বল্প পুজি দিয়েও অনেক বেশি আয় করা সম্ভব ।আর ব্যালেন্স যতই হোক না কেন দক্ষতা না থাকলে এখানে থেকে প্রফিটও সম্ভব নয় ।