যে কোন কাজে কনফিডেন্ট থাকা ভাল কিন্তু কোন কিছুতে অভার কনফিডেন্ট দেখাতে গেলে অনেক সময়ে ক্ষতির সম্মক্ষিন হতে হতে হয়।আর ফরেক্স মার্কেটে যদি কেউ অভার কনফিডেন্ট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায় তবে তার খু একটা ভাল ফল হকবে না বলে আমি মনে করি।
Printable View
যে কোন কাজে কনফিডেন্ট থাকা ভাল কিন্তু কোন কিছুতে অভার কনফিডেন্ট দেখাতে গেলে অনেক সময়ে ক্ষতির সম্মক্ষিন হতে হতে হয়।আর ফরেক্স মার্কেটে যদি কেউ অভার কনফিডেন্ট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায় তবে তার খু একটা ভাল ফল হকবে না বলে আমি মনে করি।
যে কোন কাজে কনফিডেন্ট থাকা ভাল কিন্তু কোন কিছুতে অভার কনফিডেন্ট দেখাতে গেলে অনেক সময়ে ক্ষতির সম্মক্ষিন হতে হতে হয়।আর ফরেক্স মার্কেটে যদি কেউ অভার কনফিডেন্ট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে চায় তবে তার খু একটা ভাল ফল হকবে না বলে আমি মনে করি।
হাই সবাই, সবাই কেমন করছে? আমি আশা করি সবাই এই এমটি ফোরামে আশ্চর্যজনকভাবে ভাল করছে। আমার নিজের দৃষ্টিভঙ্গি অনুসারে, আমি মনে করি বেশিরভাগ ব্যবসায়ীদের ব্যর্থ হওয়ার কারণটি হ'ল ট্রেডিং ব্যবসায়ের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব। যেমনটি আমরা সবাই জানি যে ফরেক্স সত্যই বুঝতে এবং বুঝতে অসুবিধা এবং সত্যিকারের ট্রেডিংয়ে যাওয়ার আগে আমাদের শেখার এবং অনুশীলন থেকে প্রথমে ট্রেডিংয়ের আরও ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োজন
ফরেক্স মার্কেটে কাজ করতে হবে অবশ্যই নিজের দক্ষতা অর্জন করতে হবে।এবং নিজের কনফিডেন্স বাড়াতে হবে।আর এই কনফিডেন্স একদিনে অর্জন করতে পারবেন না।এই কনফিডেন্স অর্জন করতে হলে অবশ্যই আপনাকে অনেক অনেক এনালাইসিস করে নিজের দক্ষতা অথবা কনফিডেন্স অর্জন করতে হবে।অনেকেই বলবে অতিরিক্ত কনফিডেন্স কখনো ভাল নয় কন্তু আমি বলবো ফরেক্স মার্কেটে অতিরিক্ত কনফিডেন্স অবশ্যই ফরেক্স মার্কেটের জন্য ভালো।তাই নিজের কনফিডেন্স না বাড়াতে পারলে ফরেক্স মার্কেটে কাজ করে লাভ করা যাবেনা।
কোন ট্রেডেই ওভারকনফিডেন্ট হওয়া উচিত নয়। কারণ ফরেক্স এমনই একটি ব্যবসা যেখানে ভবিষ্যতবানী করা অসম্ভব। অর্থাৎ ভবিষ্যতে মার্কেট কোনদিকে যাবে সেটা ১০০% নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই সবসময় ওভারকনফিডেন্ট এডিয়ে চলুন। কারণ আপনি যদি আপনার ট্রেডে ওভারকনফিডেন্ট হয়ে বড় লটে ট্রেড করেন এবং আপনি যদি কোন ভুল এন্ট্রি পেয়ে যান তাহলে আপনি বড় ধরনের লস করতে পারেন। তাই যাই করবেন এই মার্কেটে অতি সাবধানে করবেন।
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড করি তখন ধীরে ধীরে ট্রেডিং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে থাকি সাথে সাথে লাভ বাড়তে থাকে ৷ এতে করে আমাদের কনফিডেন্স লেভেল ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে ৷ আমরা যখন কনফিডেন্স নিয়ে ট্রেড করি তখন আমরা কম বেশি প্রফিট করতে পারি কিন্তু যখন ওভার কনফিডেন্ট হয়ে যাই তখন আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের তুলনায় অনেক বড় বড় ভলিওম নিয়ে ট্রেড করতে শুরু করি । ওভারট্রেড করতে শুরু করি,মানি ম্যানেজমেন্টকে পাত্তা দেই না ফলে তখন প্রফিটের পরিবর্তে লস হতে থাকে ৷ তাই সবাই চেষ্টা করবেন মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে ।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমরা অনেক সময় অভার কনফিডেন্স হয়ে ট্রেডিং করে থাকি কিন্তু এই অভার কনফিডেন্স অনেক সময় ফরেক্স মার্কেট এর ট্রেডার কে অনেক লুজার বানায়,তাই আমাদের অভার কনফিডেন্স থেকে বিরত থাকতে হবে, মার্কেট কখন কি হয় বলা যায় না।
আসলে কোনো কাজেই ওভার কনফিডেন্স ভালো নয়। কনফিডেন্স থাকা ভালল ডবে ওভার কনফিডেন্স নয়। কারন অনেক সময় এটা ক্ষতির কারন হয়ে থাকে। আপনাকে সবকিছু নরমাল ভাবে নিতে নরমালি ট্রেড করতে হবে, মার্কেটে একটি পজিশন দেখেই ওভার কনফিডেন্সের জোরে ট্রেড করবেন না এনালাইসিস ব্যাতিত।
ফরেক্সে ট্রেড করতে হলে যে গুন টা প্রয়োজন সেটা হলো কনফিডেন্স কনফিডেন্স ছাড়া এখানে টিকে থাকা সম্ভব নয় আপনি একটি বড়সড় লস করার পরেও যদি কনফিডেন্স ধরে রাখতে পারেন তবে আপনি রিকভার করতে পারবেন কিন্তু কনফিডেন্স না থাকলে আপনি টিকতে পারবেন না ফরেক্স মার্কেটে আপনি অধিকাংশ ট্রেডে লাভ করলেও মার্কেটে আপনার উচিত হবে প্রতিটি ট্রেডই ভেবে চিন্তে নেওয়া ট্রেড ওপেন করার আগে আপনাকে মার্কেট ভালভাবে এ্যানালাইসিস করতে হবে অন্যতায় অভার কনফিডেন্স নিয়ে ট্রেড করতে গিয়ে আপনি মার্কেটে লসও করতে পারেন ।