-
লস রিকভার এ বিষয়টা আপনাকে সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। তাই এক্ষেত্রে আপনি আগের মতই আপনার সিস্টেমে ট্রেড করে যান তবে, শুধু একটা জিনিষ মাথায় রাখতে হবে সেটা হলো রির্স্ক ম্যানেজম্যান্ট। কারন আপনি পূর্বে যে ভলিওমে ট্রেডগুলো ওপেন করেছিলেন সেগুলোর তুলনায় বর্তমানে, লর্ট সাইজ কম রেখে ট্রেড নিতে হবে।
-
আমার কাছে মনে হয় লসকে রিকভার করে ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে একজন দক্ষ ট্রেডারের দক্ষতার প্রমাণ রাখা সম্ভব আর যে সকল ট্রেডার গান লস এর পর উক্ত লসকে রিকভার করার সর্বোচ্চ চেষ্টা করে এবং রিকভার করতে সক্ষম হন সেই সকল ট্রেডারই প্রকৃতপক্ষে দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার। ফরেক্স মার্কেটে কম বেশি লস এর অভিজ্ঞতা আমাদের সকলের রয়েছে কিন্তু লস এর পরে সবাই পুনরায় লসকে রিকভার করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় না আর এর প্রধান কারণ হলো সকলের ট্রেডিং দক্ষতা, অভিজ্ঞতা এবং জ্ঞান সমান থাকে না জ্ঞানের পাশাপাশি ধৈর্যের একটা ব্যাপার থাকে যা সকলের মধ্যে উপস্থিত থাকে না যে কারণে ফরেক্স মার্কেটে লসের পড়ে অনেকেই দেখা যায় চিরতরে মার্কেট থেকে বিদায় নেয় আবার অনেকেই দেখা যায় ফরেক্স ট্রেডিং কে জুয়া বলে আখ্যায়িত করতে শুরু করে। তাই পরিশেষে বলব ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং দক্ষতা আমাদেরকে শুধুমাত্র প্রফিট অর্জন এবং তার সাধ উপভোগ করার শিক্ষাই দেয় না পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে সে ব্যাপারেও প্রেরণা বা উৎসাহ যোগায় তাই লস এর পরে প্রত্যেকেরই উচিত তার ট্রেডিং দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে উক্ত লসকে রিকভার করে ঘুরে দাঁড়ানো।
-
ফরেক্সে লস আমরা ধৈর্যের সাথে রিকভার করবো।তাহলে অবশ্যই আমরা খুব সহজেই এই লস টা রিকভার করে নিতে পারবো।ফরেক্সে সফলতা পেতে হলে অবশ্যই লাভ লস হতে পারে সেটা ধৈর্যের সাথে রিকভার করে নিতে হবে।
-
ফরেক্স একটি ব্যবসা। প্রত্যেক ব্যবসায়ে যেমন লাভ লস থাকে তেমনি ফরেক্সে লাভ লোকসান দুটোই হয়। লসকে ও সেরকম ভাবে মেনে নিতে হবে যে রকম লাভ কে আপনি মেনে নিচ্ছেন। অধৈর্য হয়ে বা অস্থিরতার কারণে ফরেক্সে লাভ বেশি হয়। তাই ধৈর্য সহকারে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। আর লস হলে রিকভার করতেই হয় কারণ লস নিয়ে বসে থাকা যাবে না। ধৈর্য সহকারে ট্রেড করে লসকে রিকভার করতে হবে।
-
এক্ষেত্রে আমার মনে হয় আপনি মার্কেট এনালাইসিস না করে ট্রেড করেন যার কারণে আপনার বারবারই লস হচ্ছে। আপনি আরো কিছু মূলধন নিয়ে এইবার টোটালি মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে করে ট্রেড করতে পারেন তাহলে হয়তো আপনার লস হবে না ভালো লস এর টা অনেক কম থাকবে। আগে মার্কেটের অবস্থানটা বুঝুন এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করুন সঠিকভাবে তারপরে মার্কেটের মুভমেন্ট এনালাইসিস করে ট্রেড করুন তাহলে আপনি সফলতা পাবেন আশা করি।
-
আপনাকে লস রিকভার করতে চাইলে সর্বপ্রথম আপনার একাউন্টকে টিকিয়ে রাখতে হবে।এজন্য দেখতে হবে যে আপনি কি পরিমান লস করেছেন এবং মার্কেট কি বর্তমান অবস্থা থেকে উন্নতি লাভ করবে কিনা, এবং যদি আরো নিচের দিকে যায় তাহলে আপনি কত লস পর্যন্ত মোকাবেলা করে টিকে থাকতে পারবেন। যদি দেখেন এই সবকিছু আপনার অনুকূলে তাহলেই আপনি সময় নিয়ে অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি এগুলো আপনার অনুকূলে না থাকে তাহলে বলব ট্রেড গুলো ক্লোজ করে দিয়ে একাউন্ট কে টিকেয়ে রাখেন, সেই সাথে যে সকল কারনে লস করেছেন সেই সকল কারণগুলো খুঁজে বের করে নিজেকে সেই সকল বিষয়ে সচেতন করে তুলুন যাতে করে পরবর্তীতে আর এরকম লস না হয়। এবং তার পরেই আপনার যা অবশিষ্ট ব্যালেন্স আছে সেটা দিয়েখুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করেআপনার অভিজ্ঞতা ও দক্ষতা কে কাজে লাগিয়ে ট্রেডিং এর মাধ্যমে একটু একটু করে প্রফিট করে আপনার লস টাকে রি কভার করে নিয়ে আসতে পারেন।
-
যদি অনেক লস পড়ে যায় তবে আমার মতে লস বহন না করাই ভালো। আর যদি মার্কেট ঘোরার সম্ভাবনা থাকে তবে রেখে দিলেও সমস্যা নেই। আর না থাকলে ট্রেড ক্লোজ করে দিয়ে পজিশন বুঝে ট্রেড নিতে হবে । তখন লট বাড়িয়ে ট্রেড করলে সহজে রিকভার হওয়ার চান্স থাকবে। যেখান সেখান থেকে ট্রেড নিলে লস বহন করেই যাওয়া লাগবে। আমরা অনেক সময় ইমোশনে পড়ে যখন ট্রেড ক্লোজ করা উচিত তখন করিনা, আবার যখন উচিত না তখন করি।
-
আসলে কিছু ট্রেড লসে পড়ে গেলে তখন মাথা উলটাপালটা কাজ করে। আমার মতে অতিরিক্ত লস বহন না করাই ভালো। ট্রেড ক্লোজ করে মার্কেট বুঝে ট্রেড নিতে হবে। কিন্তু মার্কেট যদি ঘুরার চান্স থাকে তবে ট্রেড রেখে দেয়া যেতে পারে। আসল কথা মার্কেট না বুঝতে পারলে লস রিকভার করা অনেক কষ্টকর। তাই বলবো আগে মার্কেট বঝার চেষ্টা করতে হবে তারপর লস রিকভারের চেষ্টা করতে হবে।
-
যদি লসকে রিকভার করতে চাই তাহলে আগে লসের কারন খুজে বের করতে হবে। চীনহিত করে শুধরে নিয়ে তা থেকে শিক্ষা গ্রহন করতে হবে,যেমটা আমি করেছি।যেন পরবর্তিতে এই রকম ভুলের কারনে লস গুনতে না হয় আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে।। আর লসকে রিকভার করতে সবসময় জটিল ট্রেড থেকে নিজেকে দূরে রাখতে হবে।তাহলে লস থেকে দূরে থাকা যবে।
-
ফরেক্স মার্কেটে এ আপনার লস রিকভার করতে হলে আপনাকে জানতে হবে ট্রেড ওপেন করতে গিয়ে আপনি কোথাই কোথাই ভুল করেছেন যদি মনে করেন আপনি আপনার ভুল গুলিকে ধরতে পারছেন না তাহলে বুঝতে হবে ফরেক্স মার্কেট এ আপনার আরও অনেক কিছু জানার আছে, আর যদি ভুল গুলি ধরতে পারেন তাহলে আপনাকে শপথ করতে হবে যে একি ভুল আর বার বার করবেন না তাহলেই চলবে আশা করি বুজতে পেরেছেন