ফরেক্স সম্পর্কে না জানা, অভিজ্ঞতার অভাব, তড়িঘড়ি করে কাজ শুরু করা। অল্পতে ভেঙে পড়া। আর সবসময় হারানোর ভয় থাকা। ফরেক্স এ লস আমার গুরুত্বপূর্ণ কারণ।
Printable View
ফরেক্স সম্পর্কে না জানা, অভিজ্ঞতার অভাব, তড়িঘড়ি করে কাজ শুরু করা। অল্পতে ভেঙে পড়া। আর সবসময় হারানোর ভয় থাকা। ফরেক্স এ লস আমার গুরুত্বপূর্ণ কারণ।
ফরেক্স মার্কেটে ট্রেডারা যখন ট্রেড করেন তখ অনেকে একটা লোভ আসে য়ে তাহারা হয়তো একটা মোটা মুটি ধরনা নিয়ে ট্রেড করেন তখন মানিম্যানেজমেন্ট ঠিক না রেখেই ট্রেড করেন, হতে পারে মার্কেটে যখন ট্রেডারের ট্রেডং চাপ থাকে তখন এনালাইসিস গুলা তখন প্রচুর ওঠানামা করে তখন মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে না বার বার ট্রােডিং করতে থাকে তখনি লস বেশির ভাগ ট্রেডারদের হয়ে থাকে।
ফরেক্স ট্রেডিং হল পৃথিবীর সবচেয়ে বড় ট্রেডিং মার্কেট । এই মার্কেটে প্রচুর পরিমান ট্রেড হয়ে থাকে । তাই অনেক ট্রেডার প্রতিদিন নতুন করে আসছে। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং মার্কেটে লস করার অনেকগুলু কারন থাকে তারমদ্দে অন্নতম কয়েকটি কারন হল অজ্ঞতা, ইমোশনাল ট্রেড , না বুজে ট্রেড ,সিগন্যাল অনুসরন করা ইত্যাদি।
ফরেক্সে বিগিনার লেভেলের ট্রেডাররা বেশি লস করেন। লস করার প্রধান কারন বলে আমি মনে করি অভিজ্ঞতা কম থাকা। ধৈর্য না থাকা। এলোপাথাড়ি ট্রেড করা। মার্কেট এনালাইসিস না করা। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনা থাকে।তবে হ্যা অতিরিক্ত লস খাওয়া ভাল না। আপনি যদি অতিরিক্ত লস করে থাকেন তাহলে বুঝতে হবে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা অনেক কম বা নেই বললেই চলে। আর জ্ঞান ও অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসায় টিকে থাকা অসম্ভব।
ফরেক্সে যে কারনে লস গুলো করে থাকে তা হল ধৈর্য্য ও পরিশ্রম এর অভাব। কম সময়ে বেশী আয় করা। এছাড়া মার্কেট এনালাসিস না করে বেশী লটে ও বেশী পেয়ার এ ট্রেড করা মানি ম্যানেজমেন্ট না ফলো করে ট্রেড করা। এছাড়া লোভ করে আসা আবেগ না নিয়ন্ত্রন না করে ট্রেড করা এই কারনে ফরেক্সে লস গুলো করে থাকেন। ধন্যবাদ।
আমি বলবো নিজের খাম খেয়ালীপনার কারণেই বেশীর ভাগ ক্ষেত্রে ফরেক্স ট্রেডিংয়ে লস হয়। কারণ ফরেক্স ট্রেডিং চমৎকার একটি ব্যবসা। হ্যাঁ, ব্যবসা হিসাবে ফরেক্সেও একটা ঝুকি রয়েছে,লাভ লসের ঝুকির নামই হলো ব্যবসা। তারপরেও ফরেক্স ট্রেডিং একটা সিস্টেমে চলে , কেউ যদি নিয়ম নীতি ফলো করে ট্রেড করে তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে লিভারেজ,লট/ভলিউম,মানি ম্যানেজমেন্ট এর সঠিক ব্যবহার ,মার্কেট এ্যানালাইসিস করে ট্রেড ওপেন ইত্যাদি যথাসম্ভব মেনে চলি তাহলে লস হওয়ার কোন কারণ নেই।
আমি আপনি যদি সাঁতার না শিখে, বিশাল সমুদ্রে সাঁতার কাটতে যাই, তাহলে আমরা উত্তাল সমুদ্রে ডুবে যাব এটাই স্বাভাবিক।ফরেক্স কি যদি সেই বিশাল সমুদ্রের ন্যায় কল্পনা করি ,তাহলে এখানে সাঁতার বলতে বোঝানো হয়েছে, ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা। কেননা ফরেক্সে টিকে থাকার প্রধান পূর্বশর্তই হলো, ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ধৈর্যধারণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা।তাই আপনি যদি ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন না করেই রিয়েল ট্রেডিং শুরু করেন, তাহলে আপনি লস করবেন এটাই স্বাভাবিক। এছাড়াও ওভারলটে ট্রেড ধরা, মার্কেট এনালাইসিস না করে ট্রেড ধরা, প্রতিহিংসামূলক ট্রেডিং, মাত্রাতিরিক্ত ট্রেডিং করলেও প্রতিনিয়ত লসের সম্মুখীন হতে হবে*।
ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার তারা প্রায় সময় লসের মুখোমুখি হয়ে পড়েন । তার কারন হল তারা ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন অবিজ্ঞতা, দক্ষতা নায় । বিশেষ করে যারা নতুন ট্রেডার তারা বেশিরভাগ ক্ষেত্রই লোভের বসে ভুল করে বসে আর এজন্য লস খেয়ে বসে।ফরেক্স এ ট্রেড করার আগে আগে ভাল করে ডেমো ট্রেড করে শিখতে হবে তারপর রিয়্যাল ট্রেড করতে হবে।
ফরেক্স এ অনেক কারনেই লস হয়ে থাকে। ফরেক্স থেকে সাফলতা অর্জন করাটা অনেকটা ধৈর্য্য ও পরিশ্রম এর ব্যাপার। যার ধৈর্য্য ও পরিশ্রম আছে সেই ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারে। যে কারনে ফরেক্স এ লস হয়ে থাকে তা হল:
১. লোভ করে আসা
২. আবেগে ট্রেড করা
৩. বেশী লটে ট্রেড করা
৪. একাধিক লটে ট্রেড করা
৫. মার্কেট এনালাসিস না করা
৬. নিউজ না দেখা
৭. মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে ফরেক্স এ।
অন্য সকল বিজনেসের মতন ফরেক্স বিজনেসেও লাভ লস রয়েছে। ফরেক্স মার্কেটে দক্ষ অদক্ষ সব রকমের ট্রেডাররা লস করে থাকেন। লস করা পিছনে বেশ কিছু কারন রয়েছে। ভালভাবে মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে লস হবার সম্ভাবনা থাকে। যেমন একটি কারণ হল লোভ । এই কারণে আমার মনে হয় ৬০% ট্রেডগুলি লসের সম্মুখীন হয় । এছাড়াও রয়েছে ফরেক্স সম্পর্কে অজ্ঞানতা , অতিরিক্ত ট্রেড করে ফেলা , বেশী লট সাইজের ব্যবহার ইত্যাদি ।