-
আসলে ফরেক্সে দক্ষতার বিকল্প নাই। আপনে একজন দক্ষ ট্রেডার হতে হলে আগে অন্তত ডিমো ট্রেডিং এ ১ বছর সময় দিতে হবে। ডিমো ট্রেডিং এ আপনি টেকনিকাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখে ভালো ট্রেড্রার হতে পারেন। আর মানিমেনেজমান্ট সম্পর্কে ভালো ধারনা আপনি ডিমো ট্রেডিং থেকেই পাবেন।
-
আমি এই মুহূর্তে কিছু বলতে পারি না কারণ আমি এটি সম্পর্কে এতটা পরিষ্কার নই। যদি দাম আরও নিচে পড়ে যায় তবে আমি বিক্রি করার চেষ্টা করব তবে দামের ক্রিয়াগুলি দেখার পরেই। যদি দাম উপরে চলে যায় তবে আমি একবারে কেনার চেষ্টা করব না। কারণ গত সপ্তাহগুলিতে আমরা এই জুটিতে কিছু বিভ্রান্তিকর আন্দোলন দেখেছি। এমনকি আমি জুটিটি কিনব এটি কেবল নির্দিষ্ট কারণে ভিত্তিতে তৈরি হবে। আমি বলতে চাই না যে এই জুটি এখন একটি বিপরীত মোডে। জোড়টি মূল সমর্থন ক্ষেত্রগুলি ভাঙ্গতে সক্ষম হলে আমরা আরও পতন দেখতে পাব। আগামীকাল আমি সমর্থন এবং প্রতিরোধের স্তরগুলি দেখার চেষ্টা করব এবং এই বিশেষ জুটির প্রতি আরও মনোনিবেশ করার চেষ্টা করব। এই সময়ে আমি কোনও সিদ্ধান্ত নিইনি। ফরেক্স মার্কেট বিস্ময়ে পরিপূর্ণ তাই আমাদের এর আচরণ অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। এমনকি দামটি বিপরীত হয় আমি খুব বেশি ঝুঁকি না নিয়ে সাবধানতার সাথে বাণিজ্য করার চেষ্টা করব। আপনি gbpusd জুটির উপর আপনার মতামত রাখতে পারেন।
-
একটি মানুষ কখনো এ কোন বিষয়ের উপর দক্ষ হতে পারেন আর যদি তার সম্পর্কে জ্ঞান না থাকে। এবং ফরেক্স সম্পর্কেও একই বিষয় বলছে এটা প্রশিক্ষণ ছাড়া করা সম্ভব নয়।একজন দক্ষ লোকের কাছ থেকে যদি কোন লোক দীক্ষা গ্রহণ না করে এই পরেশ করতে আসে অবশ্যই সে লস করবে ।এই জন্য আমাদের সকলের উচিত একজন জ্ঞানী ও দক্ষ ব্যক্তির কাছ থেকে পড়ে সম্পর্কে জ্ঞান লাভ করা এবং তারপর ট্রেডিং করা।
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং বিজনেস লাভের টাকা পাওয়ার আশা এবং সুযোগ দিয়ে পূর্ণ। এটি কারণ ফরেক্স ট্রেডিং মার্কেট সর্বদা অবস্থার পরিবর্তন করে যা ফরেক্স ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ তৈরি করে। ফরেক্স ট্রেডিং ব্যবসায় উচ্চ ধৈর্য এবং উচ্চ অনুপ্রেরণা সহকারীর জন্য প্রচুর অনুশীলন শিখতে এবং করার জন্য বড় আশা নিয়ে আসে।
-
কেন পারবেন না । প্রশিক্ষক ছাড়া সফল হওয়া যায় । এক্ষেত্রে প্রশিক্ষক ছাড়া সফল হতে হলে প্রশিক্ষক হিসেবে গুগলকে বেছে নিতে পারেন । গুগল হল সবচেয়ে বড় প্রশিক্ষক । তবে পরিচিত ফরেক্স করে এরকম দু একজন পরিচিত থাকলে ভাল হয় ।
-
হ্যা, আমরা প্রশিক্ষক ছাড়াই ফরেক্স মার্কেটে সফল হতে পারব। আমাদের প্রথম উচ্চিত ফরেক্স মার্কেট থেকে বেশি বেশি জ্ঞান অর্জন করা। ফরেক্স কে আমি এমন একটি সেক্টর মনে করি যেখানে যা কিছু অর্জন করা যায় সবই নিজে থেকে করতে হয়। অর্থাৎ এখানে আপনি নিজের দক্ষতাকে বৃদ্ধি করতে পারবেন নিজে অনুশীলন করে।
-
যেকোন কাজের জন্য আপনি যত বেশি শিখবেন তত বেশি জানবেন।ফরেক্স ব্যবসার ক্ষেত্রও কথাটি প্রযোজ্য। ফরেক্স ট্রেড করার জন্য প্রশিক্ষক এর ভুমিকা অনেক।প্রশিক্ষক ছাড়া আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন না।তাই আগে ফরেক্স প্রশিক্ষক হতে ট্রেড শিখে এর পর ফরেক্স ব্যবসা করতে হবে।
-
কোন কিছুই কারো সাহায্য ছাড়া সফল হওয়া যায় না । আর আপনি যখন প্রথম ফরেক্স মার্কেট এ আসবেন , তখন ত আপনি এটা সম্পরকে কিছুই জানবেন না , এটা সম্পুরন নতুন থাকবে আপনার জন্য । কিভাবে কি করতে হবে , কিছুই বুঝবেন না , তাহলে কিভাবে আপনি ট্রেডিং করবেন , আর লাভ করা ত দূরে থাক । তাই কারো সাহায্য ত লাগবেই ।
-
প্রশিক্ষকের সহযোগিতায় থেকে হাতে কলমে ট্রেডিং কৌশল গুলো শিখা সত্যিই সৌভাগ্যের ব্যাপার৷ফরেক্সের ক খ গ শিখেছি বেশ কিছু দেশী বিদেশী ফোরাম থেকে ৷ আর আমাদের দেশীয় কয়েকটা ফোরাম থেকে বাংলা ভাষার কারনেই খুব সহজেই ভালো ভাবে লেখা পড়া ও প্র্যাকটিস করে করে শিখেছি ৷ ফরেক্স এমন একটি মার্কেট যেখানে আপনার জ্ঞানএবং দক্ষতা আপনাকে সফল করবে । তাই আপনি এই জ্ঞান আর দক্ষতা প্রশিক্ষক নিয়ে যেমন অর্জন করতে পারেনন ঠিক তেমনি প্রশিক্ষক ছাড়াও অর্জন করতে পারেন । প্রশিক্ষক থাকলে সহজে এবং অল্প সময়ে হাতে কলমে শেখ যায় ।
-
আপনি প্রশিক্ষন ছাড়া ও সফল হতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার শিখার ও জানার প্রবল ইচ্ছে থাকতে হবে তবে আপনি যদি কোন প্রশিক্ষকের সাহয্য নেন তবে আপনি দ্রুত ধারনা নিতে পারবেন এই অবিজ্ঞতা ছাড়া আমরা এই মার্কেট এ কোন ভাবেই সফল হতে পারি না ফরেক্স মার্কেট এ যদি প্রশিক্ষন ছাড়া ট্রেড করা জেত তাহলে সবাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হত আর তাই ফরেক্স মার্কেট এ প্রশিক্ষন এর কোন বিকল্প নেই