- 
	
	
	
	
		ফরেক্স হচ্ছে একটি অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক বিজনেস । তাই এই বিজনেস এর যাবতীয় সকল ধরনের কাজ আমাদের কে অনলাইনের মাধ্যমেই করতে হয়। অনলাইনের মাধ্যমে কাজ করার ফলে আমাদের জামেলা কম হয় তাছাড়া এখানে সময় বেশি লাগে না। ফরেক্স মার্কেটে ডিপোজিট করার জন্য আমাদের কে অবশ্যই অনলাইনের সহায়তা নিতে হবে। এ জন্য যদি আমাদের কোন অনলাইন ব্যাংকিং থাকে তবে সেটা কাজে আসবে। আমরা আমাদের স্ক্রিল , মাস্তের কার্ড, পেয়পাল ইত্যাদি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ফরেক্স মার্কেটে এ ডিপোজিট করতে পারি।
	 
 
- 
	
	
	
	
		ইন্সটফরেক্স মাষ্টার কার্ড থাকতে হবে। যদি ইন্সটফরেক্স মাষ্টার কার্ড থাকে তাহলে ইন্সটফরেক্স মাষ্টার কার্ড এ কিভাবে টাকা ডিপোজিট করা যায়। তাছাড়া ফরেক্স এ ডিপোজিট করার জন্য আপনি ব্রোকারের সাহায্য নিতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		বাংলাদেশ থেকেও ডিপোজিট করার সুনির্দিষ্টভাবে কিছু পদ্ধতি রয়েছে যেমন ইন্সটা ফরেক্স সাপোর্ট দেওয়ার মতো ভিবিন্ন হেল্প লাইন আছে সেগুলোর মাধ্যমে জেনে নিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে ওদিতে পারেন স্ক্রিল থেকে দিতে পারেন মানি বুকারস আছে সেটাতেও দিতে পারেন নোটেলার আছে আবার ইন্সটা ফরেক্স এর মাস্টার কার্ডের মাধ্যমে দিতে পারেন সহজ আরও পদ্ধতি থাকতে পারেন আমার জানা নেই।
	 
 
- 
	
	
	
	
		কিভাবে ডিপোজিট করবেন এটা সম্পুর্ণ নির্ভর করে আপনার ব্রোকার সাইটের ওপর । আমি ইন্সটা ফরেক্স এর কথা বললাম । ইন্সটা ফরেক্স ডাইরেক্ট ব্যাঙ্ক সাপোর্ট করে । তাছাড়া ও মাস্টার কার্ড , ভিসা কার্ড বা বিচিন্ন ই কারেন্সি এর মাধ্যমে ডিপোজিট করা যায় । ই কারেন্সি এর মধ্যে স্ক্রিল এবং পেইজা খুবই জনপ্রিয় আমাদের দেশে ।
	 
 
- 
	
	
	
	
		ইন্সটা ফরেক্সের ব্রোকারগন তাদের নতুন শাখা চালু করেছেন বাংলাদেশে । আপনি লোকাল ডিপোজিট করতে পারবেন ইন্সতাফরেক্সে । এতে আপনি অটোম্যাটিক আপনার একাউন্টে সরাসরিডলার জমা করতে পারেন । যদি আপনি এই ইন্সটাফরেক্স খুলতে না পারেন তো আপনি তাদের সাথে মিট করতে পারেন ।
	 
 
- 
	
	
	
	
		বাংলাদেশ থেকে আপনি ব্যাংকের মাধ্যমে ফরেক্স মার্কেটে কোন ডলার ডিপোর্জিট করতে পারবেন না কারন এখানে বাংলাদেশ ব্যাংকের একটি নিষেধাজ্ঞা রয়েছে কারন এটি সরাসরি মানিলন্ডারিংয়ের সামিল তাই বাংলাদেশ থেকে আপনি টাকাকে ডলারে কনভার্ট করে সেএ ডলার এখানে বা ফরেক্স মার্কেটে আপনি নিতে পারবেন না। তাই বলেতো আর ফরেক্সের কার্যক্রম থেকে দূরে থাকা সম্ভাব না আপনি চাইলে সেক্ষেত্রে যারা ফ্রিল্যান্সিং পেশায় রয়েছে তাদের কাছ থেকে ডলার সংগ্রহ করে আপনি তা ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		ফরেক্স করার জন্য আমাদের টাকা  ডিপোজিট করতে  হয় এর জন্য অনেক পধতি অবলম্বন করতে হয় ইন্সটা ফরেক্স ডাইরেক্ট ব্যাঙ্ক সাপোর্ট করে । তাছাড়া ও মাস্টার কার্ড , ভিসা কার্ড বা বিচিন্ন ই কারেন্সি এর মাধ্যমে ডিপোজিট করা যায়
	 
 
- 
	
	
	
	
		এর জন্য আপনাকে কিছু পেমেন্ট প্রসেস এর সাহায্য নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে মানি বুকারস, পেইজা, লিবার্টি রিজার্ভ এর সহযোগীতা নিতে হতে হবে ।তাহলে বাংলাদেশ থেকে আপনি চাইলেই ডিপোজিট করতে পারবেন।
	 
 
- 
	
	
	
	
		ট্রেডাররা খুব সহজেই ব্রোকারে তাদের মুলধন বিনিয়োগ করতে পারি। মুলধন বিনিয়োগ করার জন্য কিছু পদ্ধতি ব্যবহার করা হয় যেমন মানি বুকারস, পেইজা, নেটেলার, অ্যালার্টপে প্রভৃতি।এ ছারা ফেসবুকে অনেক সাইটে ডলার কেনাবেচা হয় আমি সেই খান থেকে একজনের কাছ থেকে ডলার কিনে তারপর আপনি ইনভেষ্ট করি কিন্তু এটি একটু রিক্স হয়ে যায় করান আমি তাকে শুধু ফোন এ কথা বলেছি কিন্তু তাকে চিনি না তাই আপনাদেরকে বলবে আপনারা কথা বলে দেখা করে হাতে হাতে ডলার লেনদেন করলে সহজেই আপনি ইনভেষ্ট করতে পারবেন । আর যদি তা না করেন তাহলে আপনি মাস্টার কার্ড ও ওনলইন কাজ করলে করতে পারেন।
	 
 
- 
	
	
	
	
		আপনি একমাত্র সরাসরি ব্যাংক ডিপোজিট ছাড়া বিভিন্ন উপায়ে ফরেক্সে টাকা তুলতে পারেন। এখন দুই একটা ব্রোকারের শাখা বাংলাদেশে আছে। আপনি তাদের সাথে যোগাযোগ করে টাকা জমা দিবেন তারা আপনার একাউন্টে ডলার ডিপোজিট করে দেবে। আবার স্ক্রিল না নেটেলার এর মত অনলাইনভিত্তিক পেমেন্ট পেসেসরে ডলার কিনে তা আপনার একাউইন্টে ডিপোজিট করতে পারেন।