-
ফরেক্স মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলা হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফরেক্স মার্কেটে খুব ভালো প্রভাব ফেলে কারন অর্থনীতির প্রধান উপাদানের মধ্যে কারেন্সি বা মুদ্রা অন্যতম।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই এনালাইসিস সম্পর্কে বিশেষ ধারণা থাকতে হবে । কেননা একজন দক্ষ ট্রেডারের প্রথম গুণ কিংবা দক্ষতা হবে সে একজন ভাল বিশ্লেষক হবে এবং নিজের প্রতিটা বিশ্লেষক শতভাগ না হোক বেশিরভাগ ক্ষেত্রে ইফেক্টিভ হবে । আর মার্কেট মুভমেন্ট বোঝার জন্য টেকনিক্যাল এনালাইসিস এর গুরত্ব অপরিসীম । টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে একটি গানিতিক হিসাবের মত,মার্কেট পূর্বে কেমন অবস্থা ছিল এবং বর্তমানে কেমন অবস্থা আছে, পরবর্তীতে মার্কেট কোন দিকে যাবে এইরকম হিসাব বুঝতে টেকনিক্যাল এনালাইসিস করে থাকে ।আমাদের একই বিশ্লেষণটি ব্যবহার করতে হবে যা সূর্য ফার্মে ট্রেড করার সময় আমরা খুব ভাল করে জানি এবং যদি কোনও বিশ্লেষণ ভাল হয়, তবে আমরাও একই কাজ করব। খুব দরকারী হবে এবং এটিতে আমাদের বিশ্লেষণ করা উচিত যা আমরা জানি এবং এটি সঠিক।
-
ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেই তিনটি এনলাইসিসকে আর সেগুলো হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সাইকোলজিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এ যে বিষয়গুলো সাধারণত উঠে আসে সেগুলো হচ্ছে মার্কেট গতিবিধি ডেইলি চার্ট, টাইম ফ্রেম ইত্যাদি আর এসবগুলোর উপর ডিপেন্ট করে সিন্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যায়। আর ফান্ডামেন্টাল এনালাইসিস হচ্ছে আপনার মূলধনের পরিমাণের উপর পর্যবেক্ষণ করে ফরেক্স এ ট্রেড করার পদ্ধতি নির্ভর করবে। এবং সাইকোলোজিক্যাল এনালাইসিস হচ্ছে আপনার মন মানসিকতা আর এটার উপর নির্ভর করেই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড মনোভাব তৈরি করতে হবে। এই তিনটা জিনিস আপনি যদি সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে সফলতা লাভ করবেন।
-
সব সময় টেকনিক্যাল এ্যানালাইসিস পছন্দ করি কারণ টেকনিক্যাল ছাড়া জীবনে উন্নতি করা যাবে না । সুতরাং আগে আমরা টেকনিক্যাল এ্যানালাইসিস করে তারপর ট্রেড শুরু করব তাহলেই সফলকাম হতে পারব । আপনারাও আগে টেকনিক্যাল এ্যানালাইসিস করুন তাহলেই সফলতা অর্জন করতে পারবেন । সবচেয়ে বেশি ভাল মনে করি টেকনিক্যাল এনালাইসিসকে । কেননা টেকনিকেল এনালাইসিস ব্যাতিত এখানে ট্রেড করে কোন লাভবান হওয়া যাবে না । আর টেকনিকেল এনালাইসিসের পাশাপাশি যদি ফান্ডমেন্টাল ও সেন্টিমেন্টাল এনলাইসিসের মধ্য সমন্বয় করে ট্রেড করা যায় তবে অনেক বেশি পরিমাণে আউটপুট আশা করা যাবে ।