-
আমাদের বাণিজ্য জার্নালটি বজায় রাখা খুব ভাল। আমি আমার ট্রেডিং জার্নাল বজায় রাখতে পছন্দ করি যাতে আমি দেখতে এবং পরে আবার পরীক্ষা করতে পারি। আমি বাণিজ্য করতে পারি এবং আমার আগের ক্ষতি থেকে শিখতে পারি। তাই আমি সর্বদা আমার ট্রেডিং জার্নালটি দেখি এবং বজায় রাখি এবং এটিও বজায় রাখার জন্য আমি আপনারা সবাইকে পরামর্শ দেব। ছোট লট ট্রেড বা বড় লট ট্রেড যা আপনার ক্ষতি বা লাভ দেয় তা প্রতিটি জিনিসই লেখা ভাল। আপনাকে অবশ্যই সমস্ত বাণিজ্য রেকর্ড করতে হবে এবং সেগুলি ট্রেডিং জার্নালে লিখতে হবে।
-
বেশি ট্রেড ওপেন করলে আমাদের মূলধনের উপর চাপ পড়বে। মার্কেট বিপরীত মুখী হলে অল্পতেই আমাদের একাউন্ট জিরো হবার সম্ভাবনা আছে। তাই জন্য সব সময় মানি ম্যানেজমেন্ট রুল মেনে ট্রেড করাটাই সবার জন্য ভাল। ওভার ট্রেড কখনো সুফল বয়ে আনে না।
-
আপনি যদি ট্রেড করতে চান এবং অনেক মুনাফা করতে পারেন, তাহলে তা হারাতে হবে না এবং এর মধ্যে আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য ধরতে হবে । পরিশ্রম করে কখনও হাল ছেড়ে দিও না ।
-
ওভার ট্রেড ওপেন করা ঠিক না।আপনার মানি ম্যানেজমেন্ট করে,বুঝে শুনে একটা ট্রেডে প্রফিট অর্জন করা ভালো।ওভার ট্রেড করতে গেলেই লসের মুখোমুখি হয়ে লস করতে হয়।
-
অতিরিক্ত কোন কিছুই ভাল না । ভাল ট্রেডাররা অতিরিক্ত ট্রেড করেন না । তারা অনেক কিছুর বিশ্লেষণ করার মাধ্যমে অল্প ট্রেড করে বেশি লাভবান হতে পারে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করে সফল হতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজের মধ্য বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করতে হবে । আর ফরেক্স নিয়ে যত বেশি স্টাডি করবে তত বেশি নিজের লাভ ।
-
বেশি ট্রেড ওপেন করলে কোন সমস্যা নাই তাবে আপনাকে প্রতিটি ট্রেড নেয়ার আগে সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি যদি কোন এনালাইসিস ছাড়া ট্রেড এন্ট্রি নেন তাহলে অনেক বড় লস এর সম্মুখিন হতে পারেন । এই জন্য আপনাকে ফরেক্স ট্রেডিং এ সঠিক নিয়ম কানুন মেনে চলতে হবে । প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে ।
-
ওভার ট্রেড করলে আপনি জীবনেই ফরেক্স থেকে আয় করতে পারবেন না। ফরেক্স থেকে আয় করতে চাইলে বেশি ট্রেড করা যাবে না। আপনি একটা ট্রেড লাভ করার পর মার্কেটে থেকে বের হয়ে যান। আবার যখন মার্কেট এ ভালো একটা পজিশন পাওয়া যায় তখন টে্রড ধরুন।
-
আরও এক্সচেঞ্জ খোলার বিষয়টি কোনও সমস্যা নয়, তবুও আপনার সেই রেকর্ডের সমীকরণ এবং সেই প্রান্ত থেকে মুক্ত প্রান্তটি মনে রাখা উচিত, এমন ক্ষেত্রে যে মুক্ত প্রান্তটি উচ্চতর না হয় আপনি নিজের ইচ্ছানুসারে এক্সচেঞ্জটি খুলতে পারবেন না। আমরা বাসি এক্সচেঞ্জের অফ অফ সুযোগে, সেই সময়ে কোনও লাভ বা দুর্ভাগ্য হবে না। আপনারা কী ভাবেন তা আমাদের উল্লেখ করুন।
-
আয় বুঝে ব্যয় করতে হবে। বেশি ট্রেড ওপেন করা মোটেও ঠিক নয় । ভলিযম বেশি হলে মাকের্ট ৩০০-৪০০ পিপস মুভকরলে একাউন্ট জিরো বা মাইনাস বেশি হয়ে যাবে। সুতরাং বেকআপ রাখতে হবে । আপনি মারজিন লেভেল ৪০০ এর উপরে রাখতে চেষ্টা করবেন।
-
অতিরিক্ত ট্রেড ওপেন করবেন না। তাতে মানি ম্যানেজমেন্ট রুল ব্রেক হবে। এতে আপনার একাউন্ট জিরো হতে বেশি সময় লাগবে না। বেশিরভাগ ট্রেডাররাই ওভার ট্রেড করে সব হারিয়ে ফেলে। কেননা তারা মার্কেট না বুঝে ট্রেড করে। লাভ করতে হলে ফরেক্স শিখতে হয়।