-
ফরেক্স মাকেটে হল রিক্সি মাকেট এখাণে আয় করা যেমন সহজ তেমন লস করেও সহজ |তাই আমার মনে হয় ফরেক্স মাকেটে আপনি যত বেশি ইনভেস্ট করবেন আপনার জন্য ফরেক্স মাকেট করতে সুবিধা হবে |ফরেক্স মাকেটে আপনার যদি কম ব্যলেন্স থাকে হোবে আপোণী খূব সহজে লস করবে আর ফরেক্স মাকেট থেকে হারিয়ে জাবেন |
-
প্রথমে ডেমো প্র্যকটিসে দীর্ঘ দিন যদি নিয়মিত প্রফিট করতে পারেন তাহলে তো কম ব্যলেন্স হলেও ভয় পাওয়ার কথাই না৷তবে কম ব্যলেন্স হলে অবশ্যই সেন্ট বা মাইক্রো একাউন্টে সহজেই ট্রেড করা যায় কম রিস্কে৷
-
ফরেক্স মার্কেটে আপনি যদি কম ব্যলেন্স নিয়ে ট্রেড করতে চান তবে আপনাকে অবশ্যই মানিমেনেজমেন্ট ভাল করে মানতে হবে না হলে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে অনেক কষ্ট হবে । তাই কম ব্যলেন্স নিয়ে ছোট ছোট লটে ট্রেড করেতে হবে বলে মনে করি।
-
আসলে কম ব্যলান্স নিয়ে ট্রেড করা খুবই রিক্সি। কেননা মার্কেট আমাদের বিপরীতে গেলে কম ব্যালান্সের কারণে আপনার মার্জিন লেভেল নিচে নেমে আসার দরুন স্টপ আউট খাওয়ার ভয় আছে। তাই কম সে কম একশত ডলার না হলে ট্রেড না করাই ভাল। তবে রিয়েল মানি লস করে শিখতে চাইলে দশ ডলার নিয়ে শুরু করা উত্তম।
-
ফরেক্স ট্রেড মাত্র ১ ডলার দিয়ে ও শুরু করা কিন্তু এটা দ্বারা তো আর ট্রেড করে নিজেকে ট্রেডার বলা যায় না । ফরেক্স এ কম মূলধন নিয়ে ব্যবসায় করা খুব ঝুঁকিপূর্ণ কারণ মার্কেট বিপরীতে গেলে যেকোনো সময় ব্যালান্স জিরো হয়ে মার্কেট থেকে সিঁটকে যেতে পারেন তাই কম মূলধন এ বিনিয়োগ করলে খুব ধীরে ধীরে এগোতে হবে । কম লোভ করে কম ঝুঁকিপূর্ণ ট্রেড নিয়ে কম মুনাফায় বিনিয়োগ করে মার্কেটে আগে নিজের অবস্থান সুদৃঢ় করতে হবে । তারপর আস্তে আস্তে বিনিয়োগ বাড়াতে হবে ।
-
আমার মতে কম ব্যালেন্স দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত না কারন কম ব্যালেন্স থাকলে আপনি শুধু শর্ট টাইম এ ট্রেড করতে পারবেন যা নাকি খুভি রিস্কি
আমার মতে ১০০ ডলারের নিচে পুজি নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা উচিত না তার সাথে আপনাকে ভাল মনি ম্যানেজমেন্ট রুল ফলো করতে হবে যেমন ১০০ ডলার দিয়ে ০.০১ লটের বেশি ট্রেড করা ভাল না
-
আমার মনে হয় কম ব্যলান্স নিয়ে ট্রেড করা খুবই রিক্সি। কেননা মার্কেট আমাদের বিপরীতে গেলে কম ব্যালান্সের কারণে আপনার মার্জিন লেভেল নিচে নেমে আসার দরুন স্টপ আউট খাওয়ার ভয় আছে। তাই কম সে কম একশত ডলার না হলে ট্রেড না করাই ভাল। তবে রিয়েল মানি লস করে শিখতে চাইলে দশ ডলার নিয়ে শুরু করা উত্তম।
-
আমার মতে এই ফরেক্স এ কম ব্যালেন্স থাকলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা বেশী থাকে। কারন মার্কেট যে কোন মুহূর্তে অনেক স্পিড এ উঠানামা করে থাকে। আর তখনই অনেকটা ঝুকি থাকে। তাই আমরা ফরেক্স করব অনেক ব্যালেন্স নিয়ে এবং ব্যালেন্স ম্যানেজমেন্ট করে ফরেক্স এ ট্টেড করব তাহলে ঝুকিটা অনেকটা কমে যাবে।
-
আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার আগে এই চিন্তা করব যে , মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স ব্যবসায় উন্নতি সম্ভব নয় । আমরা সব সময় এই ব্যবসা করব আর মানি ম্যানেজমেন্ট করতে থাকব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার সময় মানি ম্যানেজমেন্ট করব ।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে অনেক অভিজ্ঞ হতে হবে ।কম ব্যালান্স নিয়েও এ ব্যবসা করা যায় তবে যেহুতু ফরেক্স এ ব্যালান্স জিরো হবার ভয় আছে সেক্ষেত্রে ফরেক্স এ বেশী ব্যালান্স নিয়ে ব্যাবসা করা ভালো ।তাহলে যদি মার্কেট ডাউন ও হয় তারপরেও ব্যালান্স জিরো হবে না। আর মার্কেট উঠলে অনেক বেশি প্রফিট করে ল রিকভার করে নেয়া যায়।আর স্বাভাবিক ভাবেই ব্যালেন্স কম থাকলে কম প্রফিট হবে আর একাউন্ট জিরো হবার সম্ভাবনাও বেশি থাকে।