-
ফরেক্স এ কিভাবে ট্রেড করতে হয় ফরেক্স ট্রেড করার জন্য প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে বেসিক অ্যানালাইসিস করার অ্যাবিলিটি থাকতে হবে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস জানতে হবে ফরেক্স ইকোনমি কিভাবে কাজ করে এটা ভাল ভাবে জানতে হবে তাহলে ফরেক্স ট্রেড ভাল ভাবে করা যাবে।
-
ফরেকট্স ট্রেড করতে হলে আগে ফরেক্স ট্রেড সম্পর্কে বিস্তারিত জানতে হবে।আপনি অনলাইনে থেকে শিখতে পারেন ফরেক্স করার জন্য সবার আগে দরকার হল একটি ডেমো একাউন্ট এবং এই ডেমো একাউন্ট দিয়েই আপনি পারবেন ট্রেড করতে তাহলেই ফরেক্স থেকে লাভ সম্ভব । এটি অনেকটা শেয়ার বাজারেরমত কিন্তু এটিতে বেশী জনার প্রয়োজন হয় তাই আমাদের সকলের উচিত আগে ভিালভা্বে শিখে তারপর ট্রেড করা । আপনার আগে এটা বুঝতে হবে যে ফরেক্স মার্কেটে কেন পিপস উঠানামা করে কারন ফরেক্স মার্কেট নির্দিষ্ট কতগুলো দেশের মুদ্রার মানের সাথে মার্কেটের মুভমেণ্ট হয় আর তাই আপনাকে মার্কেট সম্পর্কে বিশ্লেষণ করতে হবে এবং ভালভাবে বুঝতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করা খুবই সহজ । আপনার পিসিতে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে । তারপর মাউসের ক্লিকের মাধম্যে শুধু বসে বসে বাই অথবা সেল করতে হবে । আর আপনার একাউন্টে ডলার জমা হতে থাকবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে একজন ট্রেডার যদি ফরেক্স ডেমোতে ট্রেড করে তাহলে বুঝে যাবে কিভাবে ট্রেড করতে হয় এবং কিভাবে ট্রেড করলে লাভ করা যায়।ট্রেড করা খুব সহজ। যেমন ফরেক্সে মেতা ট্রেডারে গিয়ে বাই সেল করলেই ট্রেড ওপেন হয়ে যাবে।
-
আসলে অনুমান করেই বাই/সেল দিলেই ফরেক্সে লাভ করা অসম্ভব ! ফরেক্স করতে হলে আগে ফরেক্স ট্রেডিং শিখতে হবে এবং এই শিখার ক্ষেত্রেই আপনাকে অনেক বেশি দ্বায়িত্বশীল হতে হবে ফরেক্স মৈলিক জিনিসগুলোকে আপনাকে আয়ত্তে আনার চেষ্টা করতে হবে ফরেক্স মার্কেটে আপনি যদি প্রফিট করতে চান তবে অবশ্যই আপনাকে বিশ্লেষণ করার মত যথেষ্ট দক্ষ হতে হবে তাই বলা হয় ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হওয়ার পূর্বে একজন সফল ও দক্ষ বিশ্লেষক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ
-
ফরেক্সের সাথে শেয়ার বাজারের মূল পার্থক্য হলো শেয়ার বাজার একমুখি আর ফরেক্স মার্কেট দ্বিমুখী। এখানে মার্কেট উপরে নিচে যেদিকেই যাক না কেন আপনি লাভ করতে পারবেন। মার্কেট উর্ধ্বমুখী ঝক থাকলে বাই নিয়ে লাভ করা যায়। আর মার্কেট নিম্নমুখী ঝোক হলে সেল নিয়ে লাভ করা যায়।
-
প্রথমে ফরেক্স বেসিক শিখতে হবে। তারপর টেকনিক্যাল এনালাইসিস করে ডেমোতে ট্রেড করতে হবে। একটানা এক বছর মার্কেটে পড়ে থাকলে অনেক কিছু শিখা যাবে। প্রত্যেক ট্রেডারকেই ডেমো থেকে প্রাকটিস করে রিয়েল মার্কেটে উঠে আসতে হয়। ডেমো ছাড়া প্রফিট করা শেখা খুব কঠিন হয়ে পড়ে।
-
প্রথমে ফরেক্স এর কাজ শিখতে হবে কাজ না শিখে সফল ভাবে ফরেক্স করা যায় না । প্রাথমিক ভাবে সকলের ই ডেমো অ্যাকাউন্ট থেকে শিক্ষা নেয়া উচিৎ ।ফরেক্স হলো শেয়ার ব্যাবস্য। ফরেক্স এ যখন শেয়ার বারবে বা কমবে সেটি দেখে ফরেক্স এ বাই বা সেল করতে হই। ট্রেড করা আপনাকে শিখতে হবে মার্কেটের গতিবিধি লক্ষ রেখে বাই সেল করতে হবে।
-
ফরেক্সে অামরা দ্বিমুখি ট্রেড করতে পারি । একই সময়ে বাই সেল করা যায় বলে ট্রেডারা এর বাড়তি সুবিধা ভোগ করে । ফরেক্স হল বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক মার্কেট প্লেস । আর এই মার্কেট প্লেসে টিকে থাকার জন্য আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমানে জ্ঞান অর্জন করতে হবে । আর সেই জ্ঞান হতে হবে ফরেক্স সম্পর্কিত । যত বেশি জ্ঞন অর্জন করা যায় তত বেশি দক্ষ হওয়া যায় । আর ট্রেডিং দক্ষতাই একজন ট্রেডারকে অনেক বেশি মুনফা দিতে পারে ।
-
আমি ফরেক্সে এক বছরের বেশি সময় ধরে আছি। এর মাঝে বেশ কিছু ব্রোকারে কাজ করেছি। শুরুটা করেছি ডেমো ট্রেডিং দিয়ে কারন আমি জানি ডেমো ট্রেডিং আমার ট্রেড শিখতে সহায়তা করবে। এরপর ইন্সটা ফরেক্স ব্রোকারে ট্রেড করি। আমি এখনও ডেমো ট্রেড চালিয়ে যাচ্ছি ফরেক্সে আরও দক্ষ ও অভিজ্ঞতা অর্জনের জন্য ।