-
নানা মুনির নানা মত। এক এক জন মানুষের উদ্দেশ্য এক এক রকম বলে আমার মনে হয়। যেমন আমি একজন ছাত্র আর আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার পড়ালেখার খরচ যেন নিজেই বহন করতে পারি এবং নিজেই নিজের হাত খরচ এর ব্যবস্থা করতে পারি। তাছাড়া ফরেক্স করতে অন্যান্য ব্যবসার মতো এতো ঝামেলা নেই।
-
ব্রোকার ও ট্রেডার যারাই ফরেক্স ব্যবসায়ের সাথে জড়িত আছেন তাদের সবারই একটাই মুল উদ্দেশ্য টাকা আয় করা। আমি এই ব্যবসা করছি প্রচুর টাকা আয় করার জন্য এবং নিজের ভাগ্যকে পরিবর্তন করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য।
-
ফরেক্স এর উদ্দেশ্য হল বৈদেশিক মুদ্রায় ট্রেডিং করা এবং আয় করা। ঠিক ভাবে নিওম কানুন মেনে ট্রেডিং করলে ফরেক্স থেকে ভালো আয় করা সম্ভব। এতে পরাশুনা করা দরকার হয়, সবকিছু বিবেচনা করে জেনে বুঝে ট্রেড করতে হয়।
-
আমি একজন ছাত্র এবং কিছুদিন পূর্বেও বেকার ছিলাম। আমি এখন ফরেক্স মার্কেটে ট্রেড করে মাসে ১০০০০-১২০০০ টাকা আয় করি। তাই আমি নিঃসংকোচে বলতে চাই, আমি ফরেক্স মার্কেটে এসেছি আমার ফরেক্স এর উপর অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি টাকা আয় করতে চাই এবং স্বাবলম্বী হতে চাই।
-
ফরেক্স এর মূল্য উদ্দেশ্য হল আর্থিক ভাবে লাভবান হওয়া বা বলা যায় যে অার্থিক মুনাফা অর্জন করা। যে কেউ এর মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বি হতে পারে। আবার কেউ কেউ ফরেক্স শিখানো সেন্টার বা প্রতিষ্ঠান খুলেও অর্থ উপার্জন করতে পারে। সত্য বলতে কি প্রতিটি মানুষ কোন না কোন ভাবে আর্থিক উপার্জন সক্ষম হতে চায়। ফরেক্স ও এমন একটি আর্থিক উপার্জনের মাধ্যম।
-
ফরেক্স করার পেছনে তো অনেকের অনেক উদ্দেশ্য থাকে। আমার তেমন কোন উদ্দেশ্য নাই। আমি এখানে আসছি ফরেক্স সিখতে।
ফরেক্স ভাল করে সিখে নিজে ট্রেড করব। কারো হেল্প নিব না। দেখি উপর উয়ালা কি রাখসে কপালে।
-
আসলে ফরেক্সের কি উদ্দেশ্য তা আমি জানি না টবে একজন ট্রেডার হিসাবে ফরেক্সে আমার মুল উদ্দেশ্য হল ট্রেডিং এর মাধ্যমে মুনাফা অর্জন করে নিজে আর্থিক ভাবে সচল হওয়া। ধন্যবাদ।
-
ফরেক্সের মুল উদ্দস্েস্য হল টাকা য়ায় করা,কারন এখানে টাকা য়ায় করার উদ্দেস্য ছাড়া এ ব্যবসা কেও করতে আসে না।তাই আমি বলবো ফরেক্স করার মুল হল টাকা
-
অমি মনে করি ফরেক্স ভালো ভাবে শিখলে শেয়ার বাজার সম্পর্কে ভালো তথ্য জানা যায়। চাকরি এর পাশাপাশি ফরেক্স করা যায়। ফরেক্স এর মাধমে প্রতি মাসে ভালো পরিমান অর্থ আয় করা সম্ভব ।
-
ফরেক্স এর উদ্দেশ সমাজ থেকে বেকারত্ত দূর করা। ফরেক্স থেকে প্রচুর মুনাফা অর্জন করা যাই। এ থেকে সমাজ উন্নত হয়,দেশ উন্নত হয়, তথা ইহা শিখে বেকারত্ত এর অভিশাপ মুক্ত করা ইহার উদ্দেশ।