-
ফরেক্স দুঃখ, কষ্ট কিংবা আনন্দের কোন জায়গা নয়। এটা হল একটা বিজনেস। প্রতিটি বিজনেসেই যেমন দুঃখ, কষ্ট বা আনন্দ আছে। ঠিক তেমনি ফরেক্স এ ও আছে। আপনি যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস।
-
ফরেক্সে সুখ-দুঃখ দুই বিদ্যমান। কাজ করে সফলতা অর্জন করতে পারলে আনন্দ হয়। তবে সফলতা অর্জন করতে না পারলে আনন্দ পাওয়া যায় না। এক্ষেত্রে ফরেক্সে সুখ-দুঃখ দুই বিদ্যমান রয়েছে।
-
ফরেক্স একটি অনলাইন ব্যাবসায়িক সাইড।ফরেক্স এ লাভ হলে ভাল লাগা বা আনন্দ কাজ করে।আর লস করলে দুঃখ কষ্ট বা খারাপ লাগাটা কাজ করবে।যেহেতু এই ব্যাবসা এর সাথে অর্থ ইনকাম এর সম্পর্ক রয়েছে।
-
সান ফার্ম একটি খুশির জায়গা যেখানে আমরা কাজ করে প্রচুর লাভ অর্জন করতে পারি কারণ যারা এই ফোরামে কাজ করে এবং কঠোর পরিশ্রম করে তারা এর থেকে উপার্জন করে তাই আমাদের এটি আরও বাড়ানো দরকার। কঠোর পরিশ্রম করুন এবং এর থেকে সর্বাধিক সুবিধা পান বাণিজ্য শুরু করুন আমরা যদি বেশি অর্থ নিয়ে বাণিজ্য করি তবে আমরা fromশ্বরের কাছ থেকে আরও বেশি লাভ অর্জন করব।
-
প্রতিটা মানুষেরই জীবনে দুঃখ-কষ্ট অনিবার্য। যখন আমরা কোনো কাজ করে লাভবান হই তখন আমাদের আনন্দ হয়। আর যখন কোন কাজ করে লস হয় তখন আমাদের দুঃখ কষ্ট চলে আসে। ফরেক্স মার্কেটের ব্যাপারটাও তেমনই। তবে দুঃখ কষ্টকে মেনে নিয়ে লাভ লোকসানকে মেনে নিয়ে মার্কেটে টিকে থাকতে হবে এটাই প্রত্যেক ট্রেডারের মনে রাখা উচিত। একটা কথা সবসময় মনে রাখা উচিত দুঃখ কষ্টের পরেই কিন্তু আনন্দ চলে আসে।তাই আমাদের ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে লাভবান হয়ে আনন্দে সময় পার করা উচিত।......ধন্যবাদ।
-
ফরেক্স সঠিক ভাবে জানতে পারলে আপনার আনন্দ লাগবে আর যদি সঠিক ভাবে না জানেন তাহলে লস করেন তাহলে দুঃখ কষ্ট পাবেন তাই আমি বলবো ফরেক্ম তখনই আনন্দ লাগে যখন আপনি সফল হবেন
-
দাওয়াত বাড়িতে কেউ যদি খালি ভাত পায় আর তার তরকারি না দেওয়া হয় সেকি করবে ,আবার খালি তরকারি দিলো আর পানি দিলনা সেকি দাওয়াত খাবে??
ঠিক খালি সুখ পেলে জিবন সম্পুন্য হয় না ,বরং কিছু টা দু:খ ও আমাদের জিবনের একটা অংশ বিশেষ ,আর এখানে সবই আছে।
-
ফরেক্সে দুঃখ কস্ট সবই আছে, কেননা আমি লস করলে নিজকে খুব ছোট মনে হয়, আর যখন লাভ করি তখন আনন্দ লাগে। তবে ব্যবসা মানে লাভ লস সবই হবে, প্রধান বিষয় হল আমি জেনে লস করলাম নাকি না জেনে লস করলাম। জেনে লস করলে একদিন লাভ আসবে এটার নিচ্ছয়তা আছে
-
সুতরাং আপনি বলতে পারেন, আমার প্রত্যেকটি বৈশিষ্ট্য হ'ল অহংকার, আমি সময়ে সময়ে বাজারের মধ্যে অহংকার পেতে দেখি যে আমার বাণিজ্যটি এখন কয়েক পাইপগুলির জন্য প্রযুক্তি উপার্জনকে আর আঘাত করে না এবং এখন আবার আমি ক্রুদ্ধ হই। তবে এসবের সাথে বৈদেশিক মুদ্রা কেনা বেচা হয়
-
ফরেক্সের সমস্ত অসুখী চার্জ রয়েছে, আমি একবার হেরে যাওয়ার কারণে আমি খুব ছোট মনে করি এবং অর্জন করার পরে আমি সন্তুষ্ট বোধ করি। তবে বাণিজ্যিক উদ্যোগের অর্থ আয় এবং ক্ষতির সম্পূর্ণতা হতে পারে, মূল বিষয়টি হ'ল আমি জেনে বুঝে ক্ষতি করেছি কিনা। আপনি যদি জেনেশুনে হেরে যান তবে এক পর্যায়ে আপনি উপকৃত হবেন।