-
আপনি ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্ েট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
-
প্রথমত আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্স মার্কেটে ফুল টাইম ট্রেডার হতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হবে এবং অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে। এযাবত অনেক ট্রেডার ফুল টাইম ট্রেডার হওয়ার চেষ্টা করেছে যেখানে অনেক ট্রেডার দক্ষতাবলে প্রফেশনাল আর অনেকেই দক্ষতার অভাবে ঝরে পরেছে। মূলত আমি পার্ট টাইম ট্রেডার, ফুলটাইম ট্রেডার হতে চাই না।
-
আমি পার্টটাইম ট্রেডার হতে চাই। ফরেক্স এ কাজ শুরু করার কয়েক দিনের পর আমার ভেতর কেমন একটা উত্তেজনা কাজ করে। যে কারণে আমি ফরেক্সে সারাক্ষণ কাজ করি। এখন কমানো দরকার। কিভাবে কমাতে পারি বুঝতে পারছিনা।
-
কেউ পার্ট টাইম আবার কেউ ফুল টাইম ট্রেডার হিসাবে ফরেক্সে কাজ করছে বা করতে চায় আমি ফরেক্সে ফুল ট্রেডার হতে চায় না কারন আমি ফরেক্সে নতুন আমি আস্তে আস্তে ফরেক্সে পার্ট টাইম ট্রেডার হিসাবে কাজ করতে করতে পরে ফুল টাইম ট্রেডার হবো ক্স এ ফুল টাইম ট্রেডার হতে চান তাহলে আগে আপনার সমস্ত লোভ লালসা পরিহার করে ফরেক্স শেখার দিকে মনোনিবেশ করতে হবে ফরেক্সের সকল নিয়ম কানুন জানতে হবে সব ধরনের এনালাইসিস জানতে হবে মানি ম্যানেজমেন্ট কি তা কেন মানতে হবে সবই জানতে হবে ।
-
ফুলটাইম ট্রেডারদের অনেক অভিজ্ঞতা থাকা প্রয়োজন লোভ বর্জন করা প্রয়োজন মানি ম্যানেজমেন্ট এবং ফরেক্সের রুলসগুলো মেনে চলা প্রয়োজন পড়ে যখন প্রফিট করা শুরু হয় তখন মনে চায় যে পার্ট-টাইম বা ফুল টাইম ট্রেড করি তবে ফরেক্স মার্কেট টা ফুল টাইমই অ্যানালাইসিস করা উচিত এতে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে যথেষ্ঠ ধারণা থাকবে তাই আমি মনে করি যে মার্কেটে ফুল টাইম দেওয়া উচিত
-
ফরেক্স মার্কেট সম্পর্কে যথেষ্ট অফভিজ্ঞতা না থাকলে আপনি কিছুতেই ফুল টাইম ট্রেডা হিসেবে নিজেকে নিয়জিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার টেডিং সিস্টেম নিয়ে আপনার মধ্যে একটুও সন্দেহ থাকবে তখক্ষন পর্যন্ত আপনি ফুল টাইম ট্রেডার হওয়ার কোন ধরনের ট্রেড এর সিদ্ধান্ত না নিলেই ভাল করবেন।
-
ফুল টাইম ট্রেডার হতে হলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট,মার্ েট analysis সম্পরকে যথেষ্ট ধারনা রাখতে হবে।ডিসিপ্লিন মেনে চলতে হবে।লোভ থেকে নিজেকে সংগত রাখতে হবে।অনেক সময় আপনি লস করতে পারেন সে বিষয় মানসিকভাবে আপনি নিতে পারবেন কিনা তা চিন্তা করে ট্রেড করতে হবে।কিছু কতিপয় বিষয় মেনেনিলে আপনি সঠিকভাবে ট্রেড করতে পারবেন
-
ফুল টাইম ট্রেডার হওয়ার জন্য প্রয়োজন ফরেক্সে দক্ষতা।।। ফরেক্সে দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে মার্কেটে টিকে থাকা কোন্ েভাবেই সম্ভব নয়। আমরা দু এক ট্রেডে প্রফিট করলেই মনেকরি আমরা ফরেক্সে শিখে ফেলেছি।।।। এটা ভাবা মুটেও উচিত নয়। যতদিন না আমরা নিয়মিত ভাবে প্রপিট করতে না পারি ততদিন ফরেক্সে স্টাডি করে যাওয়া উচিত,
-
একটি সম্পূর্ণ ব্যবহারিক পূর্ণ সময়ের দালাল হওয়ার জন্য আপনার এক্সচেঞ্জিং কাঠামোর উপর আপনার পর্যাপ্ত ভরসা থাকা উচিত। নির্ভীকতার অনুপস্থিতি ঘটতে, সেই সময়ে আপনার পছন্দগুলি গ্রহণের ক্ষমতা কমে যায়। আপনাকে বিবেচিত সমস্ত জিনিসই অনুপযুক্ত পছন্দ নিয়ে বসে থাকতে পারে।
আপনার কোনও দুর্ভাগ্য রয়েছে তা নির্বিশেষে আপনি আপনার নিশ্চিততা হারাতে পারবেন না। আপনার উপলব্ধ জোর বজায় রাখা প্রয়োজন। মনে রাখবেন যে আমরা তাকে বাজারের সেরা ব্যবসায়ী হিসাবে বিবেচনা করব যিনি বুঝতে পারেন যে কীভাবে দুর্ভাগ্য ফিরিয়ে আনা যায়! দুর্ভাগ্য পুনরুদ্ধারের জন্য আরও কী আপনার অবশ্যই নিশ্চিত হওয়া উচিত।
-
হ্যাঁ আমরা বলতে পারি যে ট্রেডিংয়ের মাধ্যমে আমাদের পক্ষে ভাল আয় করার সুযোগ রয়েছে তবে তার জন্য প্রথমে আমাদের এটি সঠিকভাবে শিখতে হবে এবং সেই দক্ষতাগুলির উপর কিছু ডেমো অনুশীলনও শেখা উচিত যা আমরা তখন ফরেক্স মার্কেটে একটি ভাল ব্যবসায়ী হতে সক্ষম হয়েছি । তবে হ্যা এক জন দক্ষ ট্রেডার হয়ে আমি অবশ্যই ফুল টাইম ট্রেড করবো। নিজেকে সেই রকম ভাবে তৈরী করার চেষ্টা করছি। একজন ট্রেডার যখন ৯৫% ভাবে লাভবান হবে তখন সে বিনিয়োগ করে ফুল টাইম ট্রেড করার চিন্তা করতে পারে।