-
মনে করি রিয়ালে ব্যাবসা শুরু করার আগে অবশ্যই ডেমোতে প্রেকটিস করা প্রয়োজন । কমপক্ষে ৬মাস ডেমোতে প্রেকাটিস করে ফরেক্স সম্পর্কে ধারণ,জ্ঞান অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে তারপর রিয়ালে ব্যাবসা করতে পারেন ।এতে করে আপনার ব্যাবসায় সফলতা আসা ১০০ভাগ নিশ্চিত। ডেমো করার অনেক সুফল রয়েছে এবং এর মধ্য প্রদান হল ডেমো করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স কৌশল শিখতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের স্কিল বৃদ্ধি করতে পারবে । এছাড়াও একজন নতুন ট্রেডারকে লোভহীন এবং ধৈর্য্যশালী হতে হবে ।
-
ফরেক্সে নতুনদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটা জায়গা । ফরেক্সে নতুনদেরকে সাবধানতার সহিত এগিয়ে যেতে হবে । ফরেক্সে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অবশ্যেই অনেক বেশি পরিমাণে জ্ঞান অজর্ণ করতে হবে । এবং এই মার্কেটে নতুন ট্রেডারদেরকে প্রথম অবস্থায় ইনকামের চিন্তা বাদ দিয়ে ডেমো ট্রেড করতে হবে মনযোগের সহিত । ডেমো করার অনেক সুফল রয়েছে এবং এর মধ্য প্রদান হল ডেমো করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স কৌশল শিখতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে নিজের স্কিল বৃদ্ধি করতে পারবে । এছাড়াও একজন নতুন ট্রেডারকে লোভহীন এবং ধৈর্য্যশালী হতে হবে ।
-
হ্যা ফরেক্স মার্কেট এর মধ্যে আমিও নতুন তাই আমিও অনেক কিছু ভূল করতে পারি তবে কথা হচ্ছে সব কিছু দক্ষতার উপর নিরভর করে কাজ করলে ভাল ফল পাওয়া যায়।আমি মনে করি যখন একজন নতুন ট্রেডার হিসেবে আছে তখন অনেক নিয়ম মেনে চলতে হয়,নাহলে ভাল হয় না,যেমন এনালাইসিস করা মানি মেনেজম্যন্ট করা,চাট প্যাটান ইত্যাদি বিষয় গুলো অনুসরন করতে হয়।
-
ফরেক্স এ যারা নতুন আসে তাদের জন্য একটি নির্দিষ্ট গাইড লাইন থাকা উচিত । কারণ প্রথমেই এসে অনেকেই গোলক ধাধায় পড়ে যায় যে কিভাবে শুরু করব এবং কোথা থেকে শুরু করব বা কোন বিষয়ে বেশী গুরুত্ব দিব । তাই এই সময় তাদের যদি সঠিক রাস্তায় পরিচালনা করা যায় তাহলে তারা আমাদের মত ওই বিষয়গুলো শেখার জন্য এত সময় এবং অর্থ নষ্ট করবে না । ফলে তারা কম সময়ের মধ্যেই ফরেক্স এ যে প্রফেশনালি দরকার তা নিজেদের গড়ে তুলতে পারবে ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক লাভজনক ঝুকি পূন ব্যবসা।এই ব্যবসায় টিকে থাকা অনেক কঠিন।যে টিকতে পারে সেই সফলতা বয়ে আনতে পারে।নতুন হিসেবে এই মার্কেট এ টিকে থাকতে হলে অনেক প্ররিশম করতে হবে।অনেক ধেয ধারন করতে হবে।একদম লোভ করা যাবে না।মনে রাখবেন লোভ করলেন তো মরলেন।প্রথম ডেমো অ্যাকাউন্ট এ প্রাকটিস করতে হবে।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমার জ্যন এই কথা গুল খুবই উপকারি। যেমন, লোভ ত্যাগ করতে হবে, ধৈর্য ধরতে হবে, ডেমোতে বেসি বেসি ট্রেড করতে হবে,প্রথমেই ডিপুজিট করা যাবে না,ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। আপনাকে ধন্যবাদ, এই পরামর্শ দেবার জ্যন ।
-
আমি প্রথমে ফরেক্সে নতুন করে আসার জন্য সবাইকে নিরুৎসাহিত করবো। কারণ ফরেক্স একটা অত্যান্ত ঝুকিপূর্ণ ব্যাবসা। এখানে ৯৫% ট্রেডারই লস করে। তবে যদি কেউ এসে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, কমপক্ষে ৬ মাস ধারাবাহিক ভাবে কম ক্যাপিটাল নিয়ে ডেমো প্রাক্টিস করা। পাশাপাশি ফরেক্স সম্পর্কে প্রপার জ্ঞান অর্জন করা। ক্যান্ডেলস্টিক চেনা, ট্রেন্ড লাইন চেনা, বিভিন্ন ধরনের এনালাইসিস গুলো শিখা। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মুলধন কম।লোভ বেশি করা।ডেমোতে বেশী লটে ট্রেড করা
-
এই উপদেশগুলো আমাদের জন্য অবশ্যই অনেক বেশি ইফেক্টিভ । আসলে আমরা যারা ফরেক্স ট্রেড করি তারা জানি যে প্রথম অবস্থায় নিজেদের গুছিয়ে তোলা অনেক বেশি পরিমাণে কষ্টকর ব্যাপার । আর আমি নিজেও একজন নতুন ট্রেডার হিসেবে সবসময় চেষ্টা করছি নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য । তবে নিজের ধৈর্য্য ধরে রাখাটা অনেক বেশি গুরত্বপুর্ণ এখানে ।
-
ফরেক্সে নতুন দের জন্য কিছু কথা
১। লোভ ত্যাগ করতে হবে।
২। ধৈর্য ধরতে হবে।
৩। ডেমোতে ট্রেড করতে হবে।
৪। প্রথমেই ডিপুজিট করা যাবে না।
৫। ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে।
সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
নতুন ট্রেডারদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে ধৈর্যের সাথে ধীর-স্থির ভাবে লোভ নিয়ন্ত্রণ করে নিয়ম মেনে ট্রেডিং করা উচিত। মূলধনের উপরে দৈনিক সর্বোচ্চ ২% হরে রিস্ক রেশিও নির্ধারণ করে ট্রেডিং করতে হবে। ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই নিয়ম মেনেই ফরেক্স ট্রেডিং করতে হবে। ফরেক্স এর রুলস এন্ড রেগুলেশনগুলো ভালো করে মেনে চলতে হবে। নিজের খেয়াল খুশি মতো এলোমেলো ট্রেড নেয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বুঝে ট্রেড করতে হবে।
ফরেক্স কেউ এসেই সফলতা পায় না। প্রথমে সবাইকেই লস করতে হয়। এটা কোন গেইম নয় যে আপনি ভাগ্যের উপর ডিপেন্ড করেই ট্রেড নিবেন আর আপনি প্রফিট অর্জন করবেন। এখানে প্রফিট করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে এবং ডেমো ট্রেডিং করতে হবে, অন্যথায় কখনোই ফরেক্স মার্কেটে সফল হওয়া সম্ভব নয়।