-
আমি ফরেক্স মার্কেটের একজন নতুন সদস্য। আমি কখনো ডলার কেনা বেছা করি নাই তাই এই ব্যপারটা আমার একধম জানা নাই। আপনার যদি ফরেক্স মার্কেট করার জন্য ডলার প্রয়োজন হয় তবে আপনি বিভিন্ন জায়গায় খোজা খোজ করে কিনতে পারেন। আমি ফরেক্স মার্কেটে কখনো ডলার না কিনে ট্রেড করেছি।
-
ফরেক্সে ইনভেস্ট করার জন্য আপনি ডলারের সন্ধান করছেন, এটা ভাল কথা তাই আপনার জ্ঞাতার্থে বলতে চাই আপনি কষ্ট করে যদি একটু ইউ-টিউব কিংবা গুগোলের মধ্যে সার্চ করেন, তবে দেখবেন যে এরকম অনেক ওয়েব-সাইড রয়েছে যারা কিনা ডলার কেনা-বেচা করে থাকেন। আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে পারলে আমার মনে হয় বেশি ভাল হত।
-
আমি ফরেক্স মার্কেটের একজন নতুন সদস্য। আমি কখনো ডলার কেনা বেছা করি নাই তাই এই ব্যপারটা আমার একধম জানা নাই। আপনার যদি ফরেক্স মার্কেট করার জন্য ডলার প্রয়োজন হয় তবে আপনি বিভিন্ন জায়গায় খোজা খোজ করে কিনতে পারেন। আমি ফরেক্স মার্কেটে কখনো ডলার না কিনে ট্রেড করেছি।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমার জানামতে বাংলাদেশে অনেক ফরেক্স ব্যবসায়ী আছে যারা এই সব ডলারের কাজ করে । তাদের কাছে টাকা দিলে তারা আপনার একাউন্টে টাকার বিনিময়ে ডলার দিয়ে দেবে । ফরেক্সে কাজ করতে কোন ঝামেলা বা ঝুকি নেই । আপনি ইচ্ছা করলে প্রবাসী কল্যান ব্যাংক থেকে ব্রকারের অনুমোদিত ব্যাংকে টাকা পাঠিয়ে ডিপোজিট করতে পারেন। আর এই ঝামেলা না গেলে দেশে অনেকে ফ্রিল্যান্সিং করে যে ডলার আয় করে আপনি তাদের থেকে অনলাইন ব্যাংক ব্যবহার করে ডলার ক্রয় করে ফরেক্সে বিনিয়োগ করতে পারেন। অনলাইন ব্যাংক গুলি হচ্ছে নেটেলার, স্কিল, ফারপেক্ট মানি, ওয়েব মানি ইত্যাদি।
-
ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই ইনভেস্ট করার প্রয়োজন হবে।এজন্য অনেকই ফোরামের বোনাস ইনভেস্ট হিসেবে কাজে লাগিয়ে ট্রেডিং করে।তবে কেউ যদি ফোরামের বোনাস ছাড়া সরাসরি ইনভেস্ট করতে চাই তাকে কোনো ফ্রিলানসারদের কাছে থেকে ডলার কিন্তে হবে।অনলাইনে অনেক ফ্রিলানসারদের কাছ থেকে আজকাল সহজেই ডলার কেনা যায়।
-
ফরেক্স মার্কেটে ডলার কিনে আদান-প্রদান করা যায় না। বর্তমান ক্ষেত্রে ডলার হওয়া থেকে বিরত থাকুন। এবং আপনি ফরেক্স মার্কেটে হারাতে থাকলে আপনি আবেগগতভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। সুতরাং ফোরামে পোস্ট করে, আপনি প্রথমে জিতে থাকা বোনাসের সাথে বাণিজ্য করতে পারেন। আপনি যদি পরে অভিজ্ঞ হন তবে ফরেক্সে বিনিয়োগ করা আরও নিরাপদ।
-
আমি যতটুকু জানি তাতে ফরেক্ন ফ্রোরামের মাধ্যমে আমরা ডলার বোনাস পেলে সেই বোনাস দিয়ে আমরা ফরেক্স ট্রেডিং করি। আবার ফরেক্স ট্রেডিং ডিপজিট করেও করা যায়। ডিপজিট করতে হলে যারা ফরেক্স ব্যবসা করে এবং যাদের কাছে ডলার আছে তাদের কাজ থেকে কিনত হবে।আমি মনে করি প্রথমে কিছু জিপজিট করেই ফরেক্স ব্যবসা শুুরু করলে ভালো হয়।
-
আসলে ফরেক্স আমি নতুন সদস্য ,,আমি আমার নতুন অভিজ্ঞতা থেকে বলছি ,, ফরেক্স ডলার ইনভেস্ট করার জন্য ফোরামে পোস্টিং করাটাই বেটার কারন ফরেক্সে যেমন লাভ আছে তেমন লস ও আছে । যদি এখানে আপনি নিজের টাকা ইনভেস্ট করেন একটা সময় এসে লসের মুখে পরলে আপনি মানসিক ভাবে অনেক ভেঙে পরবেন । আর ফোরামে পোস্টিং এর মাধ্যমে আপনি এখান থেকে আপনি বোনাস হিসেবে প্রতি মাসে কিছু ডলার ও পাবেন আর সবচেয়ে বড় কথা এখানে আপনার নিজের টাকা ইনভেস্ট করতে হয় না ।তাই আমি মনে করি ফরেক্সে ইনভেস্ট করার জন্য ফোরামে পোস্টং করাই বেটার । ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে লস করলে আপনি মানসিক ভাবে হতাশাগ্রস্থ হয়ে যেতে পারেন । তাই আপনার উচিত প্রথম অবস্থায় ফোরামে পোস্টের মাধ্যমে অর্জিত বোনাস দিয়ে ট্রেড করা । তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ডলার নিয়ে অনেক ধরনের অসাধূ ব্যবসা করা হয় আবার আপনাকে না ধরনের কায়দায় ফাঁদে ফেলা হতে পারে যা আমি কিছু দিন পূর্বে এক জন ভায়ের নিকট লক্ষ্য করি ।
-
ফরেস্ক করতে হলে অবশ্যই ইনভেস্ট করতে হয়, আর ইনভেস্টের জন্য ডলার সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু ইনভেস্ট করার জন্য ডলার পাওয়া একটু কঠিন। ফরেস্ক বাংলাদেশে আইনগতদিক দিয়ে নিশেধ আর এজন্য অনেকেই এই ব্যবসা করতে চায় না।যারা করে তারা *বিজ্ঞাপন না দিয়ে করে যাচ্ছে চুপে চাপে,আর এজন্য ইনভেস্ট করার জন্য লিগ্যালি ডলার পাওয়ার কোনও সোর্স নাই।বিভিন্ন সোস্যাল সাইটে যদিও পাওয়া যায় কিন্তু প্রতারকের জন্য ঠকার সম্ভবনা বেশি।তাই কোনও পরিচিত ব্যাক্তির কাছ থেকে ডলার কিনাই সবচেয়ে ভাল, এতে প্রতারণার পরিমান সবচেয়ে কমে যায়।তাই ইনভেস্ট করতে হলে অবশ্যই পরিচিত কারও কাছ থেকে নিতে হবে।