-
ফরেক্স্ একটি ব্যবসার জন্য ভালো মাধ্যম। এটা বেকার সমস্যা দুর করে। তাই এটি দিয়ে মানুষ দিন দিন ইনকাম করছে। আস্তে আস্তে বেকার সমস্যা দূর হয়। যারা এ বিষয়ে যানে তারা অল্প সময়ে সাবলম্বি হতে পেরেছে। তাই এ বিষয়ে আমাদের জানতে হবে। আমি আশা করি ফরেক্স এ ব্যবসা জানলে ভালভাবে করা সম্ভব। বেশি বেশি ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে । এতে করে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমাদের ভাল প্রফিট হবে ।
-
আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভালভাবে দক্ষতা থাকলে ফরেক্স থেকে সাবলম্বী হওয়া সম্ভব। তবে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে। ফরেক্স সম্পর্কে অভিগ্গতা না নিয়ে ফরেক্সে ট্রেড করলে সাবলম্বী হওয়া সম্ভব নয়। আমি ফরেক্সে নতুন জয়েন্ট করেছি এখন ফরেক্স থেকে আয় করতে পারিনি তবে আশাকরি এর থেকে আয় করতে পারব । এবং ভালভাবে দক্ষতা নিয়ে ফরেক্স ট্রেড করলে সাবলম্বী হতে পারব।
-
ফরেক্স করে আমি অনেকটা স্বাবলম্বী। আমি আমার পড়াশোনার পাশাপাশি ফরেক্স থেকে আয় করতেছি।এর দ্বারা আমি আমার বারতি চাহিদা গুলো পুরন করতে পারতছি। আমি সাধুবাদ জানাই তাদের যারা ফরেক্স এর প্রচারে এবং প্রসারে কাজ করছেন। তবে একই সাথে সবার কাছে অনুরোধ ঝুকির ব্যপারটাও আগে থেকে জানিয়ে রাখতে হবে।
-
এই বিষয়ে আমি এখনো বলতে পাচ্ছি না, কারণ নিজেকে স্বাবলম্বী বলার পূর্বে ফরেক্স বিষয়ে থিসিস করে ও চর্চা করে নিজেকে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে তুলতে হবে। অভিজ্ঞতাই ফরেক্স মার্কেটের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে মূলচালিকাশক্তি হিসেবে কাজ করে। আমি আশা করি ধৈর্য ও অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্স থেকে আমি স্বাবলম্বি হতে পারবো।
-
সত্যিই অনেক আশাবাদি এবং আমি মনে প্রানে বিশ্বাস করি যে আমি ফরেক্স ট্রেডিং করে অন্য সকলের মত অবশ্যই একদিন সাবলম্বি হতে পারব
-
আমি মনে করি ফরেক্স সর্ম্পকে ভালভাবে দক্ষতা ও জ্ঞান থাকলে ফরেক্স থেকে স্বাবলম্বি হওয়া সম্ভব।ফরক্সে মার্কেট সম্পর্কে ভালোভাবে অবিজ্ঞতা নিয় দক্ষ ফরেক্স ট্রেডার হয়ে নিজেকে স্বাবলম্বি করে গড়ে তোলা খুব কঠিন কিছু নয়।এবং আমি সত্যিই আশাবাদি এবং মনে প্রানে বিশ্বাস করি যে ফরেক্স ট্রেড করে অন্যের মত আমি একদনি অবশ্যই ফরেক্স করে স্বাবলম্বি হবা।ধন্যবাদ
-
ফরেক্সে আমি প্রায় এক বছর যাবত সময় ধরে আছি। যদিও ফরেক্স এর ব্যাপকতা বিশাল হওয়ায়, এই সময়টা খুবই সীমিত ফরেক্স সম্পর্কে জানার জন্য।কিন্তু তার পরও এক বছর যাবত ফরেক্সে থাকায়, আমি ফরেক্স থেকে প্রতিমাসে একটা ভালো মাপের অ্যামাউন্ট উপার্জন করতে পারছি বা করে যাচ্ছি। যা দিয়ে আমি খুব সহজেই আমার হাতখরচ টিকে চালাতে পারছি এবং আমি পূর্ণাঙ্গ আশাবাদী খুব শীঘ্রই আমি হাত খরচের পাশাপাশি, ফরেক্সের উপার্জন দিয়ে আমার ফ্যামিলিকে ও সাপোর্ট করতে পারব। তাই ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আমি এখন যথেষ্ট স্বাবলম্বী।
-
ফরেক্স মার্কেটে এসে প্রথমত আমি বেকারত্বের অভিশাপ থেকে পরিত্রাণ পেয়েছি৷এখন সবসময়ই ব্যাস্ত থাকি আর আমার আত্নীয় স্বজন সবাই চায় আমি যেন ব্যাস্ত থাকি এবং কাজ করি৷এটাই আমার বিশাল প্রাপ্তি এবং পাশাপাশি অল্প হলেও নিয়মিত প্রফিট পাচ্ছি৷অবশ্যই এখন আমি যথেষ্ঠ আত্ননির্ভরশীল এবং স্বাবলম্বী৷ ট্রেডিং দক্ষতার এবং অভিজ্ঞতার বদউলতে আমি ফরেক্স মার্কেটপ্লেস থেকে বেশ ভাল প্রফিট করছি।
-
ফরেক্স ব্যবস্ আমার কাছে নতুন ।তাছাড়া ফরেকবস সম্পকে আমি এখনোে আনেক পড়্ শুনা করছি এবং অনেক বিষয়ে এখন্ আমার ধারনা ক্লিয়ার । এই ব্যবসাতে আয় হয়েছে । আমি মনে করি স্বর্ণ সীমার মধ্যে রয়েছে কারণ সোনার দ্বিগুণ হয় না তারা ঠিক উপরে এবং নীচে থাকে এবং একপাশের প্রবণতা ফরেক্সে সোনার ব্যবহার করে ট্রেডিং মার্কেটধন্যবাদ!
-
আমি ফরেক্স মার্কেট এ প্রথম প্রথম অনেক লস করেছি । কারন তখন আমি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পেরেছিলাম না । এখন আমি ফরেক্স থেকে মুনাফা আয় করতে শিখেছি । আমি বিশ্বাস করি ফরেক্স মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে পারলে এখান থেকে অনেক মুনাফা আয় করা সম্ভব। ফরেক্স করে আমি আগের চেয়ে অনেক ভাল স্বাবলম্বী হতে পেরেছি ফরেক্স করার আগে আমার কোন কাজ চিল না বা আমি করতে পারতাম না আমি একজন বেকার লক ছিলাম তাই ফরেক্স করে আমি এখন অনেক স্বাবলম্বী ।